নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: “রূপসী বাংলা”

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯



আমার বাংলার মত
নেইকো রূপসী কিছু এ ধরায়,
ফেলে আসা দিন গুলো
খুঁজে ফিরি আকাশের তারায়।

আদর-সোহাগ, মায়া-মমতায় তুমি
আগলে রেখেছিলে মায়ের মত,
শ্রাবণের বৃষ্টি ধুয়ে ছিলো
ভেতরের জমানো কষ্ট আছে যত।

মাগো তোমার আঁচলের ধুলা-বালি
মেখেছিলাম সারাটি গা জুড়ে,
শিশিরে শিশিরে করেছিলো খেলা
পাখি ডাকা ভোরে।

মাটির গন্ধে আকুল হয়েছিল
তনু মন সবি,
মন পুড়ে যায় দেখবো বলে
সবুজ শ্যামল প্রকৃতির ছবি।

তোমার মেঠো পথ ধরে হাঁটিনি
কত হাজার বছর ধরে,
বৃষ্টি বাদল দিনের কত শত উল্লাস
স্মৃতির পাতায় ফিরে আসে বারে বারে।

নদীর কলতানে মিশে, রাখালের বাঁশির শীষে,
তুলেছিলো সুমধুর সুর,
প্রিয়ার কাজল কালো চোখে
আমি মনচোর।

ও'মা আসবো আবার তোমার কোলে
যাইনি তো মা একটু ভুলে,
দেখবো আমি নয়ন ভরে মধুমাখা ভোর
ফুলেরা উঠবে হেসে দেখে সোনা ঝরা রোদ্দুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর লিখেছেন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৩

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.