নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

“রম্য সংবাদ পাঠ - বিপিএল ২০১৭”

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫



রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
সাথে আছি আমি ঝাড়ু মিয়া।

-এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত....

১। ক্রিস গেইলকে রংপুরের নাগরিকত্ব দেয়ার জন্য জোর দাবী জানিয়ে হরতাল ও মিছিলের ডাক দিয়েছে রংপুরবাসী। দাবী না মানলে সারা দেশকে অচল করে দেয়া হবে বলে “বেকার সংস্থার” সি.ই.ও বল্টুর আক্রমনাত্মক হুঁশিয়ারি।

২। গেইল তান্ডবে লন্ডভন্ড বি.পি.এল আসর। গেইল কে আজীবন সম্মাননা স্বরূপ “দানব” উপাদিতে ভূষিত করলো বিশ্বের সকল ফেইসবুকবাসী। আজ সারাদিন রংপুর জুড়ে হচ্ছে আনন্দের মিছিল। “কান হেলালের” সাবেক প্রেমিকা এবং রংপুরের মেয়ে “মিথিলা” এ জয়কে এভারেষ্ট জয়ের সাথে তুলনা করে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

৩। সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া প্রথম রোবট “সুফিয়া” গন্যমান্য ব্যক্তি মহোদয়ের সাথে ফাইনাল ম্যাচটি দেখার জন্য আমন্ত্রিত হয়েছিলেন এবং সেই সাথে হিরো আলম ও উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন বলে জানা গেছে। গেইলের বিধ্বংসী ঝড়ে সুফিয়া দফায় দয়ায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি হ্যাং হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন এক বিবৃতিতে এর সত্যতা স্বীকার করেছেন।

৪। খেলা শেষে “আবুল টেলিভিশনে” হিরো আলম এর সাক্ষাতকার নেয়া হয়। সম্প্রতি কোন মুভি করার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, আজকের খেলা নিয়ে তিনি একটি মুভি তৈরীর কথা ভাবছেন। হিরো আলাম মুভিটির নামকরণ সম্পর্কে বলেন, “আমি গেইল, হইবে এইবার খেইল” নামে ভিন্নধর্মী এ ছায়াছবির কাজ খুব শিঘ্রই তিনি শুরু করবেন। মূলত ক্রিস গেইলের জীবন চিত্রই মুভিতে ফুটিয়ে তুলা হবে এবং গেইলের চরিত্রে স্বয়ং হিরো আলম নিজে অভিনয় করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।

৫। রংপুরের জয়ে এ দিকে আওয়ামীলিগ ও বি.এন.পির পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান “এরশাদ কাকু” জানিয়েছেন, তিনি ও নাকি জোয়ান বয়সে দানব গেইল এর মতো ব্যাট করায় অভ্যস্ত ছিলেন। রাজনীতিতে যোগ না দিলে তিনি ও আজ এমন পজিশনে থাকতে পারতেন বলে উল্লেখ করেছেন।

৬। কাকু এরশাদের দাবীকে অনেকেই ফেইসবুক সেলিব্রেটি “কান হেলাল” এর দাবীর সাথে তুলনা করেছেন এবং দুজনকেই পাবনায় পাঠানোর জন্য জুড় দাবী জানিয়েছেন। এ নিয়ে ফেইসবুকে ভোটাভুটি হচ্ছে বলে জানিয়েছেন আমাদের ডেস্ক রিপোর্টার মর্জিনা বেগম।

৭। ঢাকাবাসীর কথা চিন্তা করে আজকের দিনটিকে “জাতীয় সুখ দিবস” হিসাব ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিমকাের্ট। প্রতি বছরের এই দিনে দিবসটি পালন করা হবে বলে নিউজ করেছে বাংলাদেশ সহ বিশ্বের সবকটি পত্রিকা।

৮। এ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম “ফেইসবুকে ভাইরাল” হয়ে যাওয়া মেয়ের লাইভ দেখার জন্য আর সবার মতোই “White House” টিভি সেটের সামনে সারাদিন অপেক্ষমাণ ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই নারীকে ফেইসবুকে খুঁজে পাওয়া না গেলে তিনি হঠাৎ করেই বেশ উত্তেজিত হয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি তার সেক্রেটারিদের মারধর শুরু করেন বলে খবর প্রকাশিত করেছে আমারিকার জনপ্রিয় পত্রিকা “দ্যা বেম্বু ইজ অন” সহ বিশ্বের বেশ কয়েকটি পত্র-পত্রিকা।

৯। সম্প্রতি ভাইরাল হওয়া সুন্দরী নারী রংপুর টিমকে কটাক্ষ করে ফেইসবুকের এক স্ট্যাটাসে বলেছেন, “রংপুর জিতে গেলে (ডট..ডট) পরে তিনি লাইভে আসবেন।” রংপুর ম্যাচ জিতার পর এ ঘটনা নিয়ে তাঁর সাথে আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি; কিন্তু ওই নারীর আইডি বর্তমানে ডিএক্টিভ রয়েছে। এ নিয়ে দেশ-বিদেশে যুব সমাজের মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। খুঁজ নিয়ে জানা গেছে তিনি বেশ কয়েক বছর ধরে “মাইরালা গ্রুপের” এডমিন হিসাবে কর্তব্যরত আছেন।

১০। এ দিকে কথা দিয়ে লাইভে না আসার কারণে “রক্ত দিন জীবন বাঁচান” কর্মসূচীর চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্তশূন্যতায় ভুগছেন। খবর নিয়ে জানা গেছ, অতিরিক্ত হতাশা থেকে এমন হয়েছে। প্রেসিডেন্টের এ করুন অবস্থার জন্য কেউ কেউ ভাইরাল হওয়া নারী লাইভে না আসার কারণকে দায়ী করেছেন।

১০। তিনি হাসপাতালের যাওয়ার পূর্বে বিশ্বের সর্বোস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে হরতালের ডাক দিয়েছেন এবং লাঠিসোটা যা কিছু আছে তাই নিয়েই শত্রুর উপর ঝাপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যতদিন না ভাইরাল হওয়া নারী (ডট..ডট) পরিধান করে লাইভে আসবেন, ততদিন এ হরতাল অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। জানা গেছে তাঁর অনুপস্থিতে এ আন্দোলনের নেতৃত্ব দিবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

১১। হরতাল চলাকালীন সময়ে সারা দেশ জুড়ে পুলিশ ও জনগনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে বলে আমাদের সংবাদ কর্মী “কদর আলী” জানিয়েছেন।

১২। এদিকে চীনের প্রেসিডন্ট “ওয়ান চিং পং” রংপুর টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং রংপুর সামনে ও এ জয় অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

১৩। ঢাকার মেয়ে “জরিনা বানুর” লাইভ ভিডিওকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এর এই অসহযোগ আন্দোলনকে ভিত্তিহীন বলে দাবী করেছে ও.আই.সি এবং জাতিসংঘের সবকটি দেশ। উগান্ডা, সেনেগাল সহ বিশ্বের বিভিন্ন দেশ এ আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে ও জানা গেছে।

১৪। এদিকে “কুমিল্লা ভিক্টোরিয়ান্সের” মালিক নাফিসা কামাল রংপুরের হাতে ধরাশায়ী হয়ে বার বার মূর্ছা যাচ্ছেন এবং ম্যাসের দল থেকে অপসারণ করাকে জীবনের কালো অধ্যায় হিসাবে বর্ননা করেছেন।

১৫। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে আলোচিত খবর এবং সারা দেশ জুড়ে তরুনীদের মুখে একটাই নাম গেইল, গেইল এবং গেইল। আমাদের রিপোর্টার কদু আজাদের বড় ছেলে ব্লুটুথ বয় জানিয়েছেন, আজ সারা দিন ধরে হাজার হাজার তরুনী ভক্তরা ধানব গেইলের চাঁদ মুখ দেখার জন্য তার হোটেলের সামনে শক্ত অবস্থান নিয়েছেন। শত শত প্লেকার্ডে লিখা ছিলো, “লাপিও বেপি, ইউ লাপ মাই হাট, মেরি মি।” অবস্থা বেগতিক রূপ ধারণ করায় পুলিশ প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছেন বলে তিনি আমাদের জানান। “ধানব” নামে খেতাব পাওয়া গেইল তার ইজ্জত লুট হবার আশংকা করে টুইটারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কাছে সহায়তা চেয়েছেন বলে ও জানা গেছে।

রাতের সংবাদ আজ এ পর্যন্তই।
আবার ও সংবাদ শুনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো
আমি ঝাড়ু মিয়া এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
শুভরাত্রি, ধন্যবাদ।

ছবিসূত্র: ইন্টারনেট।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

ওমেরা বলেছেন: আপনার রম্য সংবাদ পরে আমি খুব আনন্দিত হলাম । কেমন আছেন ভাইয়া ?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

অলিউর রহমান খান বলেছেন: এতক্ষণ সংবাদটি এডিট করছিলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম মন্তব্য করার জন্য।

আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?

শুভেচ্ছা নিবেন।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ও ভাল আছি ভাইয়া ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

অলিউর রহমান খান বলেছেন: আবারও অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে এমন মজার সংবাদ পড়লাম। :D

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

অলিউর রহমান খান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা রইলো।
সুস্থ ও ভালো থাকুন।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

শামছুল ইসলাম বলেছেন: রম্য সংবাদ পাঠ করে চিত্তে পরম আনন্দ অনুভব করলাম । কিন্তু দু:খ হচ্ছে বিপিএল-২০১৭ তো শেষ হয়ে গেল । এমন একটা মজার সংবাদ শুনতে কি এক বছর অপেক্ষায় থাকতে হবে, না রম্যলেখক মাঝে মাঝেই রম্যের ডালা নিয়ে হাজির হবেন?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭

অলিউর রহমান খান বলেছেন: জনাব আপনার মূল্যবান কমেন্টটি আমাকে অনুপ্রাণিত করেছে। মাঝে মাঝে চেষ্টা থাকবে কিছু বিনোদন নিয়ে আসতে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

শুভেচ্ছা গ্রহণ করবেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শাহরিয়ার খান রোজেন বলেছেন: অনেক মজার হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

অলিউর রহমান খান বলেছেন: বন্ধু তোর কাছ থেকেই অনুপ্রেরণা পেয়ে পোষ্টটি ব্লগে দিয়েছিলাম।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোর মূল্যবান মন্তব্যের জন্য।

শুভেচ্ছা রইলো,
ভালো থাকিস।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

পবন সরকার বলেছেন: দারুণ হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

অলিউর রহমান খান বলেছেন: আপনার মন্তব্য জেনে অনুপ্রাণিত হলাম।
অসংখ্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিবেন।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!!! দারুণ রম্য লিখেছেন। :)


লিখতে থাকুন । শুভ কামনা রইল।


আর আপনি মনে হয় নিরাপদ ব্লগার হননি ?

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

অলিউর রহমান খান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য আমায় অনুপ্রাণিত করছে ভাই।
আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে ঠিকে থাকতে কোন রকম।

নিরাপদ হয়েছি কিনা প্রশ্নটি শুনে সমস্ত কালো মেঘ জমা হয়েছে
আমার মনের আকাশে। যে কোন সময় বৃষ্টি হয়ে ঝরে পড়বে।
ভাই আমি পাইনি সে সুযোগ এখনো। আপনাদের পাশে পেলে হয়তো সুযোগ
আসতে ও পারে আমার। :(

অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা পাশে থাকার জন্য।
শুভেচ্ছা নিবেন।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: বেশ সুন্দর হয়েছে।।
তবে প্রবাসে থাকায় বিপিএলের অনেক কিছুই মিস করেছি।। ফেবু ডট,ডটের কথাতো জানতামই না!!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২০

অলিউর রহমান খান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যতে অনুপ্রাণিত হলাম। জ্বী কত রকমই ঘটনা ঘটে চলছে। বিভিন্ন ধরণের ঘটনা নিয়ে বেশ উত্তাল থাকে আজকের ফেইসবুক। এবারের বিপিএল কিন্তু অনেক মজার ছিলো। সত্যিই আপনি মিস করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছা নিবেন।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, ব্যফক মজা পাইলাম ভাই

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।
উৎসাহ পেলাম ভবিষ্যতে কিছু লিখার।

শুভেচ্ছা নিবেন।
ভালো ও সুস্থ থাকবেন।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

অলিউর রহমান খান বলেছেন: সকালের সতেজ এক চুমক চা মন্দ হয় না।
আপনাকে জানাই শুভ সকাল শুভেচ্ছা।

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি
আবারও।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

শামচুল হক বলেছেন: রম্য সংবাদ ভালো লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৯

অলিউর রহমান খান বলেছেন: জনাব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
শুভেচ্ছা নিবেন।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

কালীদাস বলেছেন: :)

খানিকটা নস্টালজিক হলাম পোস্ট পড়ে; নিজে স্টুডেন্ট থাকা অবস্হায় মনে পড়ে যেকোন প্রোগ্রামে এরকম একটা ফান নিউজ পার্ট রাখা খুবই কমন হয়ে যাচ্ছিল। আজকে অনেক দিন পর আপনার পোস্টে দেখে মনে পড়ল।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫০

অলিউর রহমান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন মূল্যবান মন্তব্যর জন্য।
শুভেচ্ছা নিবেন জনাব।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন উপভোগ্য হয়েছে রম্য সংবাদ।

অভিনন্দন।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব। অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা রইলো।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭

আমানউল্লাহ রাইহান বলেছেন: ওরে সংবাদ রে

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো, খুবই মজার হয়েছে

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

অলিউর রহমান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
শুভেচ্ছা রইলো।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা আমিতো হাসতে হাসতে ফিট..............++++++++

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

অলিউর রহমান খান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ
জানাচ্ছি। আমার জীবনের লিখা প্রথম রম্য সংবাদ আপনার ভাল লেগেছে
এটাই সার্থকতা।

১৭| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: রম্য সংবাদ (সংবাদপত্র নয়) পাঠ ভাল লেগেছে।
সত্য সত্যই যদি দেশে জাতীয় সুখ দিবস বলে কিছু থাকতো! (৭ নং অনুচ্ছেদ)

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

অলিউর রহমান খান বলেছেন: জনাব, ঠিক করে নিয়েছি।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং
আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.