নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

স্কুল জীবনে থাকা অবস্থায় লিখা এলোমেলো কিছু কথা।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪



“সমাধি”
অলিউর রহমান খান।

আমার স্মৃতি টুকু
গেঁথে রেখ মনে,
যতনে ফোঁটানো ফুলগুলো
দেখবে দু নয়নে।

যদি তুমি অভিমানে
মুখ লুকিয়ে রাখো,
যদি তুমি হাসির আড়ালে
অশ্রুকণা ঢাকো।

তবে রব না আর এ ধরায়,
যেথায় প্রভাতের সাথে স্বপ্ন হারায়।

মম প্রাণে দেখি
তোমার হাসি মাখা মুখ খানি,
যেথায় সৌরভ ছড়িছে আছে
ওগো ফুলের রানী।

মেঘ হয়ে জমাট বেঁধেছিলে
তুমি মনের ঘরে,
বৃষ্টি হয়ে মম হৃদয়ে
পড়েছো ঝরে।

ভুল করে যদি কষ্ট দিয়ে থাকি
তোমায় আমি এক চুল,
কেমনে পার হব আমি
মরণ নদীর কূল।

পাপে ভরা ছিলনা মোর অন্তর,
তবে কি গো নয়নে নয়ন মিলে হারাতো তার প্রান্তর?

ক্ষমা করে দিও মোরে
নিওনা অপরাধ,
আমার কথা স্মরণে এলে
দেখে নিও আকাশের চাঁদ।

যদি গো অবশেষে রয়ে যায়
এতটুকু ভুল,
দিও মোর সমাধিতে
এক মুঠো ফুল।

তারিখ: ১২/০২/২০০৮
গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ।



ছবি সুত্র: ইন্টারনেট।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক আগের কবিতা । বাহ বেশ ভালো লাগলো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

অলিউর রহমান খান বলেছেন: জ্বী আপু স্কুলে থাকাকালীন সময়ের এলোমেলো লিখা।
এস এস সি পরীক্ষা শেষ তখন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শুভেচ্ছা নিবেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: ২০০৯ না ছিল একটু আগে । আজকাল চোখে ভুল দেখি হয়তো

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

অলিউর রহমান খান বলেছেন: না আপু সঠিকই দেখেছিলেন। আমার স্কুলে থাকা অবস্থা লিখা। ২০০৯ আমি কলেজে ছিলাম।
সনটি ভুল হওয়াতে ঠিক করে নিয়েছি। ধন্যবাদ আপু।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

শামচুল হক বলেছেন: অনেক আগের হলেও মন্দ না ভালই হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

অলিউর রহমান খান বলেছেন: জনাব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার
মূল্যবান মন্তব্যর জন্য।

শুভেচ্ছা নিবেন।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! আপনি তো সুন্দর কবিতা লিখতে পারেন। লিখতে থাকুন।




শুভ কামনা রইল।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

অলিউর রহমান খান বলেছেন: ভাই মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনুপ্রণিত হলাম।

আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১৭

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব অনুপ্রণিত করার জন্য মূল্যবান
মন্তব্য করে।
শুভেচ্ছা রইলো।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। মুগ্ধ করে দিলেন কবিতার কথামালায়।
শুভকামনা রইল আপনার জন্য।

যেথায় প্রভাতের সাথে স্বপ্ন হারায়" কিছুকিছু লাইন অসাধারণ গড়েছেন, হৃদয় ছুঁয়ে যায়।
শুভ হোক আপনার।

শুভ ব্লগিং

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১

অলিউর রহমান খান বলেছেন: ভাই আমি এমন কমপ্লিমেন্টের জন্য সত্যিই প্রস্তুত ছিলাম না।
আপনার মূল্যবান কথা গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
অনুপ্রাণিত হলাম ভাই।

আমার পক্ষ থেকেও শুভেচ্ছা রইলো।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ, অকেন ভালো লাগা ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১০

অলিউর রহমান খান বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছা নিবেন।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



স্কুল লেভেলের জন্য বেশ দক্ষতার পরিচয়

২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১১

অলিউর রহমান খান বলেছেন: জনাব, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছা নিবেন।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩য় প্যারায় যেতায়<যেথায় হবে।

অনেক আগের হিসাবে ভালই হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

অলিউর রহমান খান বলেছেন: বানানটি আমি জানি যদিও তবুও লিখার সময় হয়ে যায় অনেক সময়। তবে আমি সঠিক বানান যে ১০০% জানি তা নয়। আশা করছি ভুল গুলো এভাবে ধরিয়ে দিবেন।
আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জনয।

শুভেচ্ছা নিবেন।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

ওমেরা বলেছেন: ৯ বছর আগের কবিতা তবু ভাল লিখেছেন । ভাল লাগল ধন্যবাদ ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

অলিউর রহমান খান বলেছেন: জ্বী আমি তখন এস এস সি ফাইনাল দিয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান মন্তব্যর জন্য।
শুভেচ্ছা নিবেন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: "আমার কথা স্মরণে এলে
দেখে নিও আকাশের চাঁদ" - ঐ বয়সে ওরকমই কতকিছু মনে হয়!

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

অলিউর রহমান খান বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: অনেক দিন পোষ্ট দিচ্ছেন না । নতুন পোষ্ট দিন

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

অলিউর রহমান খান বলেছেন: কেমন আছেন আপু? আমি অনেক ব্যস্ত ছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার খুঁজ নেয়ার জন্য।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

অলিউর রহমান খান বলেছেন: আপনাকে ও আপু। মাঝে মাঝে আসব এখন থেকে।
অনেক ধন্যবাদ আমায় মনে রাখার জন্য।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া? আপনাকে যে ইদানীং দেখা যায় না ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

অলিউর রহমান খান বলেছেন: আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন?
আমি খুব ব্যস্ত ছিলাম যে জন্য আসা হয়নি।
অনেক ধন্যবাদ আমার খুঁজ নেয়ার জন্য।
মাঝে মাঝে আসব এখন থেকে।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি ব্যস্ত ? ইদানিং নতুন কোন লেখা নেই কেন ?

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

অলিউর রহমান খান বলেছেন: জ্বী আমি খুবই ব্যস্ত ছিলাম। আমাকে স্মরণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
মাঝে মাঝে সময় পেলেই আসবো।

১৬| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

এম আর তালুকদার বলেছেন: ভালো লাগলো ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

অলিউর রহমান খান বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.