নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন

ভবঘুরে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন › বিস্তারিত পোস্টঃ

যেমন সন্তান চান,তেমন হয়ে যান

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১


১. মুঈনুদ্দীন চিশতী রহ.- এর মায়ের নাম ছিল
রুবাইয়া খুযামা।খাজা মুঈনুদ্দীন যখন তার মায়ের
গর্ভে ছিলেন,তখন রুবাইয়া মাহরাম আত্নীয়-
স্বজনের সামনেও পর্দা করতেন।কেউ তার কারণ
জিজ্ঞেস করলে বলতেন,"ফতোয়ার উপর আমল
করা জায়েয আছে,কিন্তু তাকওয়ার উপর আমল
করাই উত্তম"।তাই আমি তাকওয়ার আমল বেছে
নিয়েছি।হযরত চিশতী রহ.-এর জন্মের সময়
হযরত রুবাইয়া দাই ডাকতে জোর আপত্তি
জানান এই কারনে যে তিনি কারো সামনে
বে'আবরু হতে পারবেন না।আমার কাজ আমি
নিজেই সমাধান করব ইনশা আল্লাহ।শেষে তাই
করলেন।
মায়ের এমন কুরবানীর বদৌলতে আল্লাহ
সন্তানকে এমন ব্বিশ্বজোরা খ্যাতি দান করেন।
২.পানিপথের তৃতীয় যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন
আহমদ শাহ আবদালী।খবর পাওয়া গেল,যুদ্ধে
আবদালীর ছোট ভাই দুশমনের হাতে দন্দী
হয়েছেন।তখন আবদালীর মা জারগুনা তাকে
সম্বোধন করে বলেছিলেন,অসম্ভব,আমার ছেলে
পরাজিত বা বন্দী হতে পারেনা।হয় সে গাজী হবে
নতুবা শহীদ।এর ব্যতিক্ত্রম হবে না।কারন,আমি
তোমাদের দুই ভাইকে কখনও বিনা ওজুতে বুকের
দুধ পান করাইনি।জারগুনার কথা সত্য হয়েছিল।
আবদালীরা দুই ভাই বিজয়ী হয়েছিল।ইসলামী
শক্তি তাগুতী শক্তিকে পদানত করে।
.
...... অনেকেই বলে থাকে, আমি আমার
সন্তানকে এই নষ্ট সমাজের বায়ু নিতে দেবনা।
তাদেরকে দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলব।
কিন্তু অবাক হই তখন,যখন দেখি দ্বীনদার
সন্তানের স্বপ্ন দেখা বোনটি আমার ভালো
করে নামাজ পড়েনা,পর্দা করেনা,নিজের জীবনে
ইসলাম প্রতিষ্ঠা করছেনা।
এমন কোন বোনের কাছে কি দ্বীনদার সন্তান
আশা করা যায়?
হয়তোবা যায়!তবে না পাওয়ার সম্ভবনাই বেশি।
.
জীবন কোন স্বপ্নে নাম নয়।জীবন হলো
কর্মের "ফিট বেক"।
ভালো ফসলের জন্য যেমন ভালো বীজ
লাগে,তেমনি ভালো সন্তানের জন্য নিজেকে
আগে ভালো মা/বাবা হয়ে ওঠা লাগবে।
=চলনা বোন আগে নিজেকেই পাল্টাই collectted

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

আহলান বলেছেন: যাঁদের উদাহরণ দিলেন, তাঁরা কোন সাধারণ মানুষ নয়। আল্লাহ তায়ালা তাঁদেরকে এভাবেই সম্মানিত করার জন্যই উক্ত ্পায়ে দুনিয়ায় প্রেরণ করেছেন হয়তোবা ... অনেক আলেমের ঘরেই জালেম পয়দা হয় যেমন ইয়াজিদ .... অনেক কাফেরের ঘরেও ঈমানদার ব্যাক্তির জন্ম হয়েছে .... সুতরাং আল্লাহ তায়ালাই ভালো জানেন ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.