নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন

ভবঘুরে

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন › বিস্তারিত পোস্টঃ

সেই লোক

১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২১

সাগা"
এস্ট্রেতে জমো হতে থাকে আগুনে পোড়া ছাই,
পাশে পড়ে রয়েছে চারটে চোলাই
মদের বোতল,,
তনুদা সারা রাত টেনেছে,
তামাকের গন্ধ নাকি তার কাছে,
অমৃত সুধা।।
আমার হাসি পায় জানো নিরুপমা?
একবার বলেছিলাম বাদ দাও মালটানা ভায়া, অকালে প্রানটা যাবে!!
সে কি রাগ দু'রাত কথাটি পযন্ত বন্ধ।।
"আমায় বলে কিনা জীবনের প্রয়োজনে মদ্য আর তামাকের আশ্রয়।।"
প্রিয়তমা! প্রিয়তমা! বলে যার ওষ্ট রঙিন হতো,
তা আজ কালশীটে হয়ে গেছে।।
আগুনে পোড়ানো হৃদয়ের বহি:প্রকাশ,
ঘটছে আগুনে।।
নিউরন মাতাল হতে জানে এখন,
রক্তিম আখিঁ তুলে যখন দেখি,
পৃথিবীর পানে,
পৃথিবী অবাক হয়ে বলে,
এই শালাও ওদের দলে।।
জানো নিরুপমা ওরে ভুল করেও ভুল করে,
আমি ওদের দলে নেই,
তবে আমি দলপতি।।
হৃদয় খুড়ে যারা বেদনা জাগাতে ভালবাসে,
আমি তাদের প্রতিনিধি।।
একটুকু,হাসি যাদের অমৃত এনে দেয়,
আমি তাদেরই লোক।।
একটি তিলের রক্তাভ আভায়,
যারা মাতাল,
আমি তাদেরই উত্তরসরী।।
বাদ দাও তুমি শরীর নিয়ে যার খেলা,
সে কি আর আত্মার আত্মীয় হয়।।
শরীর পিষে যে অমৃত সুধা,
সোমরস ভোগী,
আমি তাদেরই পুজারী,
ও ঘরে যেওনা বলে,
যারা বে -ঘর আজ,
আমি সেই লোক,।।
,

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: thank u

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.