নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে পাথেয় ভাবি।

অলওয়েজ ড্রিম

"Only He Who Can See The Invisible Can Do The Impossible" Frank Gain আমার ইমেইল ঠিকানাঃ [email protected]

অলওয়েজ ড্রিম › বিস্তারিত পোস্টঃ

বিয়ে!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

আমি খুবই অখ্যাত একজন ব্লগার। কিন্তু স্বপ্ন দেখি বিশাল বড়। এবং সতত স্বপ্নের বিবিধ রসায়ন নিয়ে ব্যস্ত থাকি। তাই নাম নিয়েছি অলওয়েজ ড্রিম।



বেশ কয়েক বছর ধরেই আমার জন্য বিয়ের কনে খোঁজা হচ্ছে। মা-ভাই-বোন, বন্ধু-স্বজন সবাই খুঁজছে। কিন্তু তাদের ব্যর্থতায় আমাকে দিল্লিকা লাড্ডু গিলতে হচ্ছে না।



খুঁজে পাচ্ছে না বললে ভুল হবে। মা পাচ্ছেন। অগুন্তি! হাটে-মাঠে-ঘাটে, পথে কিংবা রথে, বাড়িতে কিংবা অফিসে যেখানে যে মেয়েকে দেখেন তাকেই তিনি বৌমা ভাবতে শুরু করে দেন। তার কোনো মেয়েই অপছন্দ হয় না। কিন্তু এত দিন আমাকে লাড্ডু গেলাতে পারেন নি। কারণ আমি একটা চাকরি ধরছিলাম আর ছাড়ছিলাম। মনের মতো কোনো চাকরি পাচ্ছিলাম না। এতদিনে সেটা পেয়ে গেছি। সুতরাং মায়ের গুটি এবার শক্ত হয়েছে। কোরবানিতে বাড়ি গেলেই আমাকে চিরদিনের জন্য কোরবান হতে হবে। তোড়জোর করে কনে দেখা হচ্ছে। গত ঈদে এই ভয়েই বাড়ি যাই নি। ঢাকায় একা একা ছিলাম। কিন্তু এবার আর রক্ষা নাই।



বিয়েতে কি আমার ভয়? না, মোটেই তা নয়। বরং বিয়ে নিয়ে কত যে রোমান্টিকতা আছে তার অন্ত নেই। কিন্তু সমস্যা অন্যখানে। আমার জন্য যত সম্বন্ধ আসছে সব লেদু-গেদু টাইপ মেয়ের। অর্থাৎ কেউ এস এস সি, কেউ এইচ এস সি! আমি চাই আরও বড় কাউকে। এত পিচ্চিপাচ্চিদের দিয়ে আমার চলবে না।



তাকে মোটেই মহাসুন্দরী হতে হবে না। কিন্তু তাকে দেখে আমার মধ্যে যেন ভাললাগা তৈরি হয়।

তাকে মোটেই সচ্ছল পরিবারের হতে হবে না, কারণ শ্বশুর বাড়ির সচ্ছলতা নিয়ে ভাবার সময় আমার নেই। তবে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত পরিবারের হলে বেশি ভাল হয়।



মনে মনে আমি এমন কাউকে খুঁজছি যার ভাঙ্গনে নয় সংগঠনে ঝোঁক। আত্মকেন্দ্রিক নয়। সবাইকে দিয়ে সবাইকে নিয়ে সুখী হতে চায়। যে অভিমান করতে জানে, ভাঙাতেও জানে। যার মধ্যে বিবেচনাবোধ আছে।



কোনো পাখিভাই কিংবা পাখিবোন কি আছেন? তাহলে নিচের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন।

[email protected]

ফেবুতেঃ http://www.facebook.com/nayeem.rana

মন্তব্য ৬৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: আগাম শুভেচ্ছা!


এই ঈদেই তাইলে কোরবানি হচ্ছেন :#> ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রবল সম্ভাবনা! দোয়া করবেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

দোয়া করি তাড়াতাড়ি মনের মত বউ খুঁজে পাও।:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ, আপু।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০

আশিকুর রহমান ১ বলেছেন: ভালা বুদ্ধি। দেখেন সামু ব্লগে সেইরাম কোন আপু/আপুনিরে খুইজা পান কিন। :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি তো এই ব্লগে ঘটকদেরকে খুঁজে বের করার জন্য এই পোস্টটি দিয়েছিলাম যাতে তাদের মধ্য থেকে কেউ আমার জন্য কনে খুঁজে দেখেন। তবে ব্লগের আপু/আপুনিতেও আমার মুগ্ধতা আছে। তাদের মধ্য থেকে কেউ দয়া করে রাজি হয়ে গেলে তো আমার জন্য মহাআনন্দের বিষয় হবে। এক কাজ করেন আমি তো নিজে গিয়ে কাউকে প্রস্তাব করতে পারি না। আপনি আমার হয়ে প্রস্তাব দিতে শুরু করেন। তবে বুঝে শুনে। কারা অবিবাহিত জানেন তো? আমি কিন্তু জানি না। পরে আমারে দোষ দিতে পারবেন না।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

পথহারা সৈকত বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: ভালা বুদ্ধি। দেখেন সামু ব্লগে সেইরাম কোন আপু/আপুনিরে খুইজা পান কিন। :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

সায়েদা সোহেলী বলেছেন: হা হা হা পোস্ট দেখে জটিল মজা পেয়েছি !!! :)

।অগ্রিম ডাবল কোরবান মুবারক ;)

পাখি আপু হতে পারলাম না বলে দুঃখিত! !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি কিন্তু মজা করার জন্য পোস্ট দেই নি। তবে মজা পেয়েছেন বলে আনন্দ পেয়েছি।

পাখি আপু হতে হলে আন্তরিকতা থাকতে হয়। সেটা সবার থাকে না।

ধন্যবাদ আপনাকে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: বিয়া :D :D :D
দাওয়াত খামু!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: আগে বিয়ার ব্যবস্থা করেন।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: কনে দেখে নিজের সাথে মিলানো আসলেই অনেক কষ্টের কাজ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: সহমত।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভকামনা।
সুন্দরী শ্যালিকা দেখে বিয়ে করবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: দুর্জয় ভাই, এক কাজ করেন কোথায় একাধিক বিবাহযোগ্যা বোন আছে পাত্তা লাগান।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দাওয়াতের কার্ডটা টাইমমতো পৌছায়া দিয়েন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আগে মিয়া বড়ভাইর বিয়ের ব্যবস্থা কর।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

সায়েম মুন বলেছেন: মেলানো খুব টাফ ব্যাপার। আশা করি এই ঈদে মিলে যাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়েম মুন। আপনার শুভকামনা ভাল লাগল।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: যদি সম্ভব হয় আমার মেইলে একটা CV পাঠাবেন প্লীজ?
[email protected]

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

অলওয়েজ ড্রিম বলেছেন: খালিদ ভাই, জবাব দিতে একটু দেরি হয়ে গেল। পিসির সামনে বসার সুযোগ করে উঠতে পারি নি। CV পাঠাচ্ছি।

ধন্যবাদ আপনাকে।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

রিমন রনবীর বলেছেন: বউ হোক যেমন তেমন শ্যালিকা যেন হয় সাফা কবির!
নইলে বিয়ার দাওয়াত খাইতে যামুনা কইলাম X(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা।
সুন্দরী শ্যালিকা দেখে বিয়ে করবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

অলওয়েজ ড্রিম বলেছেন: কাজে লেগে যান। খোঁজার কাজে।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: হা হা হা !! মজা পাইলাম। পাত্রী খুঁজার ভালো বুদ্ধিতো !!
আগাম শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিনা-রাজু থেকে মিঠু টিয়াপাখিটার ভাষায়, 'ভাল বুদ্ধি! ভাল বুদ্ধি!!'

আশা করি দ্রুতই সংসার-আনন্দের ভাগ পাওয়া শুরু করবেন:)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: মিঠুর কণ্ঠস্বর অনেক দিন পর শুনতে পেলাম।
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মেয়ে দেখা শুরু করে দিলাম :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অলওয়েজ ড্রিম বলেছেন: যাক এতক্ষণে আসল লোককে পেলাম। আমি কিন্তু বড় ভাই তাহলে নিশ্চিন্ত হলাম।

ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোরবানী থেকে বাচতে এবারের কোরবানী ঈদে না হয় থাইল্যান্ড ঘুরে আসেন। যৌনমনের অন্ধকার অলিগলি'র প্রচুর প্লট পাবেন... ;) ;) :P :P

আমার জন্য যত সম্বন্ধ আসছে সব লেদু-গেদু টাইপ মেয়ের। অর্থাৎ কেউ এস এস সি, কেউ এইচ এস সি! আমি চাই আরও বড় কাউকে। এত পিচ্চিপাচ্চিদের দিয়ে আমার চলবে না।

ভুল করছেন, পরে পস্তাবেন... :P :P ;) ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি তো আসলে কোরবানি থেকে বাঁচতে চাই না।

;)

আর প্লটের জন্য এখন বাংলাদেশও আদর্শ জায়গা। আমার এই সিরিজের জন্য আরও বহু প্লটা জোগার হয়ে আছে, শুধু সময় করে উঠতে পারছি না।

না ভাই আমার আসলেই একটু বয়সী দরকার। টিনএইজড দিয়ে চলবে না।

আর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

ভিয়েনাস বলেছেন: আগাম কুরবান মুবারোক :D

বিয়ে খাওয়ার জন্য রেডি হচ্ছি কইলাম ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: ধুরো মিয়ারা, আগে একটা কাঁঠাল তো ঠিক করেন তারপর গোঁফে তেল দিয়েন।

ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

অপর্ণা মম্ময় বলেছেন: দাওয়াত খাবার প্রস্তুতি তাইলে নিয়াই নিলাম। ঘটক হওয়া মুশকিল, খারাপ হইলে মাইর ঘটকের পিঠেই পড়বে নাইলে আজীবন বদ দোয়া।

আগামি জীবন সুন্দর হোক জীবন সাথীকে নিয়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

অলওয়েজ ড্রিম বলেছেন: এড়িয়ে যাওয়ার মতো মন্তব্য করলেন। কার ভাগ্যে কী আছে সেটা কি কেউ জানে? ঘটকের দোষ হতে যাবে কেন? ভয় নাই আপু কেউ আপনাকে দুষবে না। প্লি--ই --জ এই বার ঘটক হন।

ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

দি সুফি বলেছেন: শুভকামনা রইল !:#P !:#P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২২| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদের পরে মানে বেশী দিন নাই তো! আগে থেকে জানাবেন, টিকিট করার বিষয় আছে, বিয়ে খাওয়া মিস দেই না! :D :D

সংসার সুখের হওয়ার গোপন মন্ত্র হচ্ছে সুন্দরী এক বা একাধিক শ্যালিকা থাকা! - বিষয়টা খুব গুরুত্বের সাথে বিবেচনায় রাখবেন আশা করি! B-))

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

অলওয়েজ ড্রিম বলেছেন: ধুরো সবাই খালি বিয়া খাইতে চায়। গাছে কাঁঠাল না হইতেই গোঁফে সরিষার তেল মাখতে চাইলে আমি আর কী করতে পারি।

আগে মিয়া একটা বৌ দেখেন। তারপর....

২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

শীলা শিপা বলেছেন: সাহায্য করতে পারব না তবে দাওয়াত কিন্তু চাই!!!

ভাইয়া শেষ পর্যন্ত জীবিত থেকে বিবাহিত হয়ে যাবেন...

শুভকামনা রইল আপনার জন্য...

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

অলওয়েজ ড্রিম বলেছেন: সাহায্য না করতে পারেন, চাইতেও তো পারেন! তাও তো চাইলেন না! হা!হা!হা!

আপনার জন্যও শুভকামনা।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাই দাওয়াত দিয়েন কিন্তু !

শুভকামনা রইল

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০০

অলওয়েজ ড্রিম বলেছেন: বুঝতাছি আমার বিপদ দেইখা সবাই মজা লইতাছেন। লন। মজা লওয়া ভালো তো। ভালো না?

মহা মহোপাধ্যায় আর অপর্ণা আপু আমাকে কোরিয়া যাওয়ার দাওয়াত দিয়েছেন। আমি কোরিয়াই চইল্লা যামু। তখন বাংলার মেয়েরা আমি-রত্নের মূল্য বুঝবে।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই পোস্টে আমি একটা কমেন্ট করেছিলাম- যদ্দূর মনে পড়ে। হবু ভাবীর সম্ভাব্য গুণাবলি জেনে একটা কবিতার কথা মনে পড়ে গেলো ;) সেটা একজন নারী লিখেছিলেন- ওটিকে সামান্য ঘুরিয়ে আপনার জন্য লিখে দিলাম ;) দেখুন, ভাবীকে কীরকম দেখতে চান ;)

***


আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে
আমার স্ত্রীকে হতে হবে একজন সাধারণ মানবী
দ্বিপদিনী, দ্বিহস্তিনী, অন্যদের স্ত্রী যেমন হয়
শ্যামলা, লম্বা, অবিন্যস্ত চুল, বাঁকানো গ্রীবা।
তুখোড় স্মার্ট, ফ্যাশনেবল না হলেও চলবে।
অধিকারী হতে হবে শিল্পিত একজোড়া চোখের
সেই চোখে জৌলুস অপেক্ষা
সুন্দরকে দেখবার তৃষ্ণা থাকবে অশেষ।
পারফিউমের বদলে আমাকে গিফ্‌ট করবে
কবিতার বই।
ডেটিং-এর পরিবর্তে টেলিফোনে চলবে
বলা ও না বলার বিলাসী খেলা।
আমার প্রতি মনোযোগী নয় শুধু, উদাসীও হবে-
ঘৃণা করবে খুনির মতো
সম্মান করবে মানুষের মতো
ভালোবাসবে স্বার্থহীনের মতো।
হঠাৎ হঠাৎ সে আসবে জলোচ্ছ্বাসের মতো
স্বপ্ন থেকে উঠে আসা ঘুমন্ত রমণী হয়ে
বাঁধভাঙ্গা কষ্টের দরজা খুলে ধরে
অনুযোগী পুরুষ আমি
চেয়ে থাকবো, চেয়ে থাকবো
পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমিকার চোখে।

আমার স্ত্রীকে আমার প্রেমিকা হতে হবে, একটু অন্যরকম
হতে হবে প্রেমের ঊর্ধ্বে উঠে যাবার ক্ষমতাশীলা।

- আমার স্ত্রীকে হতে হবে, মর্জিনা মতিন কবিতা

***


আপনি একজন মনের মতন বউ পান, এ দোয়া থাকলো ;)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

অলওয়েজ ড্রিম বলেছেন: সোনাবীজ ভাই, ধন্যবাদ আপনাকে। চমৎকার মন্তব্যে মুগ্ধতা। আপনার দোয়া আল্লাহ কবুল করুন। তবে ব্লগে এবং ফেবুতে লিখেও এখন পর্যন্ত বলতে গেলে সাড়া পাই নি। যদিও আমি প্রকৃতই সিরিয়াস।

যা হোক ভাল থাকবেন। শুভেচ্ছা।

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

ফয়সল নোই বলেছেন: ডাবল কোরবান মুবারক :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা।

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

ডট কম ০০৯ বলেছেন: কোরবানী মুবারক।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

এম মশিউর বলেছেন: ভাই, আমাদের শেরেবাংলা ক্যাম্পাসে চলে আসেন। এখানে অনেক মেয়ে আছে। পছন্দমত একটা বেছে নিয়েন। ;)

ঘটকের দায়িত্ব নিতে পারবো না। তবে বিপদ-আপদে পাশে থাকবো। :P

আর দাওয়াত যেন মিস না হই। =p~

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: বুঝলাম গাছে তুলে দিয়ে মই কেড়ে নেয়ার বিদ্যা তোমার ভালই আছে।

ভাল থেক। শুভেচ্ছা।

তোমার আড্ডা বিষয়ক পোস্টটা ভাল হয়েছে। মোবাইল থেকে দেখেছিলাম। মন্তব্য করার মত সুযোগ ছিল না।

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: কুরবান মুবারাক =p~ =p~ =p~

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: Afa go prane onk dukkhu. Keui bujhlo na. Keui bollona, ei nao amr hatta dhoro.

"bollo na keu 'torun tapos ei ne charu shitol kolos'!"
;-(;-(;-(

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার রিলেশনশীপ স্ট্যাটাস কি চেঞ্জ করবার পারছেন এতোদিনে?

৩২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: Pari ny. ;-(

৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক অলয়েজ ড্রিম। কেমন আছেন?

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

অলওয়েজ ড্রিম বলেছেন: Valo aci vyjan. Apni valoto? Eider ofuran shuvechca ...

৩৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিয়া করতে পারছেন ?? :P :P

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

অলওয়েজ ড্রিম বলেছেন: Nare zohirul vy pari ny.

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর মিয়া, আপনে কোন কামের না, খালি অলিগলি ঘুইরা বেড়াইলেন, একটা বিয়া করতে পারলেন না !! :P :P ;) ;)

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি আসলেই কোনো কামের না। বাস্তবে অলিগলিতেও ঘোরা হইল না। অন্যের মনের অলিগলিই শুধু ঘুইরা দেখলাম। আমি হইলাম নিকাউম্যা

৩৮| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

গৃহ বন্দিনী বলেছেন: আপানের চেহারা দেখে তো মনে হয় না আপনার বিয়ার বয়স হইসে । এত তাড়াহুড়া কিসের ?

=p~ =p~ =p~ =p~

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

অলওয়েজ ড্রিম বলেছেন: চেহারা কি বয়সের আয়না হয়? সকলের ক্ষেত্রে অন্তত হয় না। আমি এ ব্যাপারে ১০০% নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.