নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে পাথেয় ভাবি।

অলওয়েজ ড্রিম

"Only He Who Can See The Invisible Can Do The Impossible" Frank Gain আমার ইমেইল ঠিকানাঃ [email protected]

অলওয়েজ ড্রিম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই - ৩

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

এ কথা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের সাহিত্য-আড্ডা বেশ কতগুলি আড্ডাদিবস অতিক্রম করে আজ আমাদের অনেকেরই প্রাণের আড্ডা হয়ে উঠেছে।



গত শুক্রবার যথারীতি, প্রতি মাসের শেষ শুক্রবারে যেভাবে নিয়মিত আড্ডা দিচ্ছি আমরা, আমাদের আড্ডাটা জমে গেল। এই শীতে খেঁজুরের গুড়ের মতোই জমে গিয়ে জমজমাট। ছোটবেলায় খেঁজুরের গাঢ় ঘন গুড় এবং কনডেন্সড মিল্কের লোভ কিছুতেই সামলাতে পারতাম না। কত যে চুরি করে খেয়েছি! শুধু ছোটবেলায় কেন এই বড়বেলায়ও এই চুরির রেকর্ড আছে। তো যা হোক এখন যদিওবা গুড় কিংবা দুধের লোভ সামলাতে পারি কিন্তু জমাট আড্ডার লোভ কিছুতেই সামলাতে পারি না। তাই প্রতি মাসের শেষ শুক্রবারে অনেক প্রতিকূলতা পেরিয়ে হলেও সাহিত্য-আড্ডার আড্ডায় আমাকে এবং আমার মতো কয়েকজন আড্ডাপ্রেমী, আড্ডালোভী, আড্ডাঅন্তঃপ্রাণকে সামিল হতেই হয়। আমি তো নতুন বৌয়ের কাছে যাওয়ার লোভও সামলে নেই এই আড্ডার প্রেমে। বৌ এখনও জানে না আগে থেকেই তার একটা সতীন রয়েছে।



আমাদের আড্ডার মূল বক্তা, অভিভাবক, বড়ভাই যাই বলি না কেন; তিনি হলেন ব্লগার এ টি এম মোস্তফা কামাল। তিনি বলেন আর আমরা শুনি, বরং বলা ভাল গিলি। কত কিছু যে তার কাছে জানার আছে। বলা যায় তিনি হচ্ছেন একটা জীবন্ত এনসাইক্লোপেডিয়া। প্রতি আড্ডায় আমরা পরবর্তি আড্ডার বিষয়বস্তু ঠিক করে কিছু লিখে আনার ভার তার উপরে দিয়ে আমরা অন্যরা নিশ্চিন্ত থাকি। ফলে এ যাবত বেশ কয়েকটি উৎকৃষ্ট প্রবন্ধ আমরা তার কাছ থেকে পেয়েছি। যেমন এবারের আড্ডায় আমরা তার কাছ থেকে পেয়েছি “গল্পের ভিতর বাহির” প্রবন্ধটি। যারা গল্প লিখতে চান তাদের জন্য প্রবন্ধটি হতে পারে একটি কার্যকর পথপ্রদর্শক।



কবি দুর্জয় একটি চমৎকার প্রস্তাব দিয়েছেন আমাদের আড্ডায়। প্রতি মাসে সাহিত্য-আড্ডার পক্ষ থেকে যেন একটি বই সাজেস্ট করা হয় পড়ার জন্য। এতে কিছুটা হলেও আমরা নির্দিষ্ট সেই বইটি পড়তে উদ্বুদ্ধ হব। নিবিড় পাঠে আমাদের যে আলসেমি তা দূর হলেও হতে পারে এই উসিলায়। জানুয়ারি মাসের জন্য সাহিত্য-আড্ডার পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছে সৈয়দ শামসুল হকের “মার্জিনে মন্তব্যঃ গল্পের কলকব্জা ও কবিতার কিমিয়া” বইটি। যারা গল্প কবিতা লিখতে চান তাদের জন্য কোনো বই পড়া যদি ফরজ হয় তাহলে আমরা বলব, সেটি এই বইটি। কিভাবে একটা গল্প বা কবিতা লিখতে হয়, গল্প-কবিতা লেখাও যে একটা গুরুমুখী বিদ্যা, এটাও যে শিখতে হয়, শেখাও যায় তা এই বইটি না পড়লে অজানাই থেকে যাবে।



আমরা এই আড্ডায় একটি চমৎকার, একটি অনন্যসাধারণ আইডিয়া নিয়ে আলোচনা করেছি। আইডিয়াটা ঘুড্ডির পাইলটের। একটা প্রিন্টার কিনব সবাই মিলে। কাগজ কিনব, কালি কিনব। নিজেরা কম্পোজ করব, প্রুফ দেখব। প্রচ্ছদ নিজেরাই হাতে এঁকে নেব। বড় একটা স্টাপলার কিনব। তারপর বুঝতেই পারছেন, সব কাজ নিজেরাই করার পণ নিয়ে নিয়মিত কোনো একটি পত্রিকা, সংকলন; এবং বই বের করার কাজে ঝাঁপিয়ে পড়ব।



একজন লেখক তার বই নিজ হাতে প্রিন্ট করেছেন, প্রুফ দেখেছেন, স্টাপল করেছেন, বই বের হওয়ার প্রতিটি ধাপে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন – এর সাথে যে আবেগ থাকবে, ভালবাসা থাকবে; এর যে আবেদন তা কি অন্য কোনো বইয়ে পাওয়া যাবে?

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

এম মশিউর বলেছেন: সৈয়দ শামসুল হকের “মার্জিনে মন্তব্যঃ গল্পের কলকব্জা ও কবিতার কিমিয়া” বইটি কিনতে হবে। :-B


আর ঘুড্ডির পাইলটের আইডিয়াটাও দারুণ লেগেছে। ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: তাড়াতাড়ি কিনে ফেল। কাজে লাগবে।

আর হ্যাঁ আইডিয়াটা আসলেই চমৎকার।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: পরপর দুই সপ্তাহ মিস হয়ে গেলো !
আড্ডার জন্য শুভকামনা !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অলওয়েজ ড্রিম বলেছেন: পরের বার যেন মিস না হয়, ঠিকাছে?

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! অনেক কাজের প্ল্যান আসছে দেখা যায়, দারুণ! একসাথে নিয়মিত আড্ডা থাকলে এরকম আরও অনেক উদ্যেগ আসবে নিশ্চিত! চালিয়ে যান, এবারও থাকা হল না, কিন্তু সাথেই আছি! :)

সবার জন্য ভালোবাসা রইলো!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ঘুড্ডির পাইলটের আইডিয়াটা নিয়ে আমরা শীঘ্রই আরেকটি আড্ডায় বসতে যাচ্ছি। পারলে আসবেন। না পারলেও প্রিন্টার কেনায় শরীক হবেন আশা করি।

প্রতিটা আড্ডায় আপনাকে মিস করছি।

ভাল থাকবেন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: আড্ডার দুইটা আইডিয়াই মনে ধরেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনাকে কবে পাব আমাদের আড্ডায়?

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: কথাগুলো ভাল লাগল। প্রস্তাবগুলোও ভাল। শামসুর রহমানের বইটি কিনে পড়তে হবে। শুভকামনা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অলওয়েজ ড্রিম বলেছেন: করদা, আপনার এক জায়গায় ভুল হয়েছে। বইটা সৈয়দ হকের।

শুভেচ্ছা জানবেন।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

তাসজিদ বলেছেন: দারুণ উদ্যোগ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অলওয়েজ ড্রিম বলেছেন: আড্ডায় হাজির হলে ভাল লাগত। আশা করি পরের আড্ডায় পাব।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আমিনুর রহমান বলেছেন:



আড্ডার জন্য শুভকামনা !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: এক আড্ডায় এসে দেখা দিয়ে চলে গেলেন, আর তো পেলাম না! পরের আড্ডায় নিশ্চয়ই পাব আপনাকে?

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: “মার্জিনে মন্তব্যঃ গল্পের কলকব্জা ও কবিতার কিমিয়া”এটি কোথায় পাওয়া যাবে।?

ঘুড্ডির পাইলটের প্রস্তাবনা সমর্থন করছি। চমৎকার আইডিয়া ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: বইটি আজীজ সুপারে পাওয়া যাবে।

ঘুড্ডির পাইলট যে চমৎকার আইডিয়াবাজ তাতে কোনো সন্দেহ নাই। তারে আন্তরিক ধন্যবাদ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

শুঁটকি মাছ বলেছেন: ঘুড্ডির পাইলটটা তো বেশ ট্যালেন্ট আছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: ঠিক! এবং তার রসবোধও প্রবল। সবাইকে হাসাতে পারে হাসতেও পারে। তার মতো একজনই যে কোনো আড্ডা জমাতে যথেষ্ট।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

তারছেড়া লিমন বলেছেন: সাথেই আছি..................................

সবার জন্য ভালোবাসা রইলো!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও ভালবাসা - অফুরন্ত!

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটা প্রস্তাব আছে যেটি আলোচনায় আসেনি, তা হলো- আমরা প্রতি আড্ডায় একটা প্রবন্ধ আনবো বা উপস্থাপন করবো। এই নিয়ে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এ, টি, এম, মোস্তফা কামাল ভাই পর পর দুটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। এই উদ্যোগ আরো কয়েকজনকে নিতে হবে। এরপর এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা সংকলন করবো। সেটি বই মেলা উপলক্ষে বের হতে পারে। এই প্রস্তাবকেই সংক্ষিপ্ত করে ত্রৈমাসিক একটি সংকলন করার কথা চিন্তা করা হচ্ছে। তবে সংকলনে সব ধরণের সাহিত্য কর্মই প্রকাশ হতে পারে।

আরো একটা প্রস্তাব হলো এরপরের আড্ডায় আমরা নিজেদের লেখা কিছু একটা সে কবিতা হোক, গল্প হোক নিয়ে আসবো। সেটা সাম্প্রতিক নাও হতে পারে। সমস্যা নেই। এটা নিয়ে আমরা সমালোচনা করবো। আমাদের প্রত্যেকের তাৎক্ষনিক মন্তব্য জানবো।

অলওয়েজ ড্রিম ভাই, একটু দেরী হলেও আড্ডার পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। যদিও এই বার আমরা মাত্র অল্প কয়েকজন উপস্থিত ছিলাম। তবে আড্ডা কিন্তু হয়েছে জম্পেশ। যারা এই আড্ডার স্বাদ আগে পেয়েছেন আমি নিশ্চিত তারা সত্যি কিছু মিস করেছেন। বিশেষ করে যারা এই ঢাকা শহরেই ছিলেন। কর্ম তাগিদে বা ভিন্ন কোনো কারণেও হয়তো অনেকে আসতে পারেন নি। কিন্তু যারা কেবল রাজনৈতিক কারণে আসতে পারেননি তাদের বলছি, আসলে বাসায় বসে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন না কখনো। না তাই বলে, ঝুঁকি নিয়ে আসতে বলছিনা। একটু যোগাযোগ করেও অনেকে আসতে পারতেন হয়তো। যাই হোক, যারা এসেছেন তাদের জানাই অনেক অনেক অভিনন্দন। এর অনেক খানিই অলওয়েজ ড্রিম ভাই, আপনার ও প্রাপ্য।

আমার ইচ্ছা ছিলো কবিতা পাঠ বা কবিতা আবৃত্তি হবে। কেউ একজন করবেন। যেমন ৎঁৎঁৎঁ সেবার বাঁশি বাজালেন, তেমনি কারো যদি অন্য কিছু প্রতিভা থাকে তবে এই আড্ডায় সেগুলোর প্রকাশও আমরা দেখতে চাই। ইনসাল্লাহ এর পরের আড্ডায় আরো অনেকের সাথে দেখা হবে কথা হবে। আর আড্ডাও অনেক জমে উঠবে।

সকলেই ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ সজীব ভাই। আমার পোস্টে যা আসে নি তা আপনার মন্তব্যে উঠে এসেছে। আসলে অফিসে বসে খুব তাড়াতাড়ি লিখতে হয়ত তাই অনেক কিছুই এড়িয়ে যায়। ভাল হল আপনার মন্তব্যে।

আপনিও ভাল থাকুন।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আড্ডায় কি কি পাঠ আর প্রস্তাবনা হলো তা নিয়ে করা যেতে পারে বুলেটিন। প্রিন্টার কাগজ স্টেপলার তো থাকলোই, কেউ লিখলেন, কেউ বা কম্পোজ করে দিলেন। প্রতি মাসেই প্রিন্টারে ছাপানো বুলেটিন। হতে পারে সেখান থেকে বাছাই করে তিন মাসে একটি দেড়-দুই ফর্মার কাগজ। মন্দ তো না। এভাবেই সাহিত্য চর্চা চলে আসছে বহু আগে থেকেই।

সবার জন্য শুভ কামনা থাকলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা। দূরে থেকেও আপনি সেই শুরুর দিনটি থেকেই সাহিত্য-আড্ডার সাথেই আছেন। ভাল লাগে খুব।

ভাল থাকবেন প্রিয় জুলিয়ান দা।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা। দূরে থেকেও আপনি সেই শুরুর দিনটি থেকেই সাহিত্য-আড্ডার সাথেই আছেন। ভাল লাগে খুব।

ভাল থাকবেন প্রিয় জুলিয়ান দা।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা। দূরে থেকেও আপনি সেই শুরুর দিনটি থেকেই সাহিত্য-আড্ডার সাথেই আছেন। ভাল লাগে খুব।

ভাল থাকবেন প্রিয় জুলিয়ান দা।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার দু’টি প্রস্তাব :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সেলিম আনোয়ারের জন্য বলি,
এটা অন্য প্রকাশ প্রকাশিত বই। বাংলাবাজারে এদের বিপনী।
আপনি চাইলে আজিজ/কাটাবন থেকে নিতে পারেন।
লেখালেখি নিয়ে এমন সহজ ও মজা করে লিখা আর আছে কিনা জানা নেই।
তাই আনন্দ ও শেখা দুটোই হবে।


আড্ডা বেশ ছিলো।
কামাল ভাই'র উপস্থিতি বদলে দিচ্ছে আমাদের সময়টা।
কামাল ভাইকে একটা এক্সট্রা ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ কবি দুর্জয়। আমাদের আড্ডার জন্য আসলেই একজন কামাল ভাইয়ের খুব দরকার ছিল। আমাদের মতো পোলাপাইনের অভিভাবকত্বের জন্য তিনি দারুনভাবে উপযুক্ত এবং এখন পর্যন্ত সফলও বটেন।

জানুয়ারির ২য় শুক্রবারে ঘুড্ডির পাইলটের প্রস্তাবনা নিয়ে একটি বিশেষ আড্ডা হতে পারে। অনেক আগেই জানিয়ে রাখলাম।

ভাল থাকবেন।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

জনাব মাহাবুব বলেছেন: জমজমাট সাহিত্য আড্ডা দিচ্ছেন। কিন্তু আমি কবি/সাহিত্যিক কিছুই হতে পারলুম না। :( :( :(


নেক্সট প্রোগ্রামে আপনাদের আড্ডায় ইনশাআল্লাহ উপস্থিত থাকবো।



আমি একটি প্রস্তাব রাখছি সেটা হলো, কম্পোজের ভারটা এই অধমের কাধে তুলে দিলো তা অতি যত্নসহকারে সম্পাদন করিতে পারিব বলে আমার বিশ্বাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অলওয়েজ ড্রিম বলেছেন: পরের আড্ডায় আসেন, কথা হবে প্রাণ খুলে।

শুভেচ্ছা।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

শাহেদ খান বলেছেন: আপনাদের আলোচনায়-আন্তরিকতায় মুগ্ধ হচ্ছি।

প্রার্থনা'র সাথে প্রত্যাশা যুক্ত হল। আড্ডার্থীদের মাঝে প্রিয় দুর্জয় ভাই'দের মত কবি'দের দেখতে পাচ্ছি যারা নিঃসন্দেহে প্রতিভাবান। এসব উদ্যোগ মাইলফলক হয়ে থাকুক।

আমার সবটুকু শুভেচ্ছা, ড্রিম। কিপ ড্রিমিং। :)

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ, শাহেদ। আপনি কোথায় থাকেন? আমাদের আড্ডায় সুযোগ থাকলে চলে আসেন। পরবর্তী আড্ডা ৩১শে জানুয়ারি।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

শাহেদ খান বলেছেন: আমি ঢাকা'র বাইরে থাকি। ঢাকা'য় থাকলেও উপস্থিতি'র বিষয়ে আমি সন্দিহান থাকতাম। আমি খুব নিঃসঙ্কোচে সবার সাথে কথা'য় মিশে যেতে পারি না -- এটা আমার বিশাল সীমাবদ্ধতা। চুপচাপ থাকি বা পালিয়ে বেড়াই।

৩১শে জানুয়ারি'র গল্প শোনার অপেক্ষায় বসে আছি। 8-|

সবসময়ের শুভেচ্ছা, অলওয়েজ ড্রিম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ৩১শে জানুয়ারি আমাদের আড্ডা হয় নি তো। এটা কালকে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.