নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে পাথেয় ভাবি।

অলওয়েজ ড্রিম

"Only He Who Can See The Invisible Can Do The Impossible" Frank Gain আমার ইমেইল ঠিকানাঃ [email protected]

অলওয়েজ ড্রিম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই -৪

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

সাহিত্য-আড্ডার পক্ষ থেকে প্রকাশিতব্য সাহিত্য-সাময়িকীটির জন্য লেখা আহ্বান।





এই শুক্রবারের আড্ডাটি আমাদের নিয়মিত সাধারণ আড্ডা ছিল না। এটি ছিল ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে সাহিত্য-আড্ডার পক্ষ থেকে একটি সাহিত্যসংকলন/সাময়িকী বের করার জন্য আলোচনা-আড্ডা।



সিদ্ধান্তসমূহঃ



1. এই সংকলন প্রকাশের উদ্দেশ্যঃ নবীন লেখক-লেখিকাদেরকে উৎসাহিত করা, তাদের একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হওয়া, নতুন নতুন লেখক-লেখিকা তৈরি করা।



2. আমাদের সংকলনটি আপাতত ভাষার মাস উপলক্ষে হলেও আমাদের উদ্দেশ্য এটি হবে একটি নিয়মিত সাহিত্য-সাময়িকী। আপাতত ত্রৈমাসিক।



3. নামকরণঃ সাহিত্যআড্ডা!



4. পূর্বে কথা ছিল গ্রুপের পক্ষ থেকে একটি প্রিন্টার কিনব। কিন্তু ঘুড্ডির পাইলট জানালেন তার একটি লেজার প্রিন্টার আছে। তাই প্রিন্টার কেনার খরচ আপাতত লাগছে না। এখন শুধু কাগজ, কালি, স্টাপনার, লেখকদের কাছ থেকে লেখা এবং পরবর্তি ধাপগুলো সম্পাদনের জন্য আমাদের আন্তরিক কর্মপ্রচেষ্টার দরকার।



5. লেখা সংগ্রহের শেষ সময়সীমাঃ চলতি মাসের ২০ তারিখ।



6. সাহিত্যসংকলন/সাময়িকী বের করার শেষ সময়সীমাঃ ফেব্রুয়ারির ১০ তারিখ।



7. লেখার বিষয়ঃ যে কোনো বিষয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি। অর্থাৎ সাহিত্য পদবাচ্য যে কোনো লেখা।



8. বিতর্কিত বিষয়সংশ্লিষ্ট লেখা গ্রহণযোগ্য নয়।



9. রাজনৈতিক নির্মোহ বিশ্লেষণ থাকতে পারে কিন্তু পক্ষপাতদুষ্ট লেখা পরিত্যাজ্য। দলকানা লোকদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি।



10. বাংলাদেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত। নেতৃত্বের আসনে যারা আছেন সবাই দুর্নীতিগ্রস্ত। অথচ এই দেশ থেকেই কেউ বহির্দেশে গিয়ে উত্তরপুরুষে একজন মাহাথির মোহাম্মদ হন। ভাবতেও ভাল লাগে মাহাথির মোহাম্মদ বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশ এখন একজন মাহাথিরের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে। এই বিষয়ে দিকনির্দেশনামূলক প্রবন্ধ দিতে উৎসাহিত করা হচ্ছে।



11. কবিতা কুয়াশার মতো। দূর থেকে ভাল লাগে। কাছে গেলে কুহক কেটে যায়। আকর্ষণ হারায়। তবুও আমরা পাঠকের অধিক কাছে পৌঁছানোর লক্ষ্যে কবির কাছ থেকে কবিতার সাথে রহস্য উন্মোচনের সংক্ষিপ্ত দিকনির্দেশনার দাবি রাখি।



12. আগামি শুক্রবারে অগ্রগতি কতদূর হল তা নিয়ে আরেকটি আড্ডা হবে।





উপসংহারঃ এটা হবে আমাদের নিজেদের হাতে তৈরি একটি সাময়িকী। কোনো প্রকাশনার কিংবা কোনো প্রেসের সাহায্য ছাড়াই সব কাজ নিজেরা করার উদ্যমে এখন শুধু দলবেঁধে কাজে ঝাঁপিয়ে পড়া বাকি। আপনার শ্রেষ্ঠ লেখাটি আমাদেরকে দিয়ে আশা করি সাহিত্য-আড্ডার চলার পথে সঙ্গি হবেন।

লেখা পাঠানোর ঠিকানাঃ

[email protected]

যে কোনো যোগাযোগঃ

সাহিত্য-আড্ডার সমন্বয়ক/সঞ্চালক

অলওয়েজ ড্রিম

Phone: 01918886967







মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

নাহিদ রুদ্রনীল বলেছেন: আপনাদের সাহিত্যআড্ডার জন্য শুভকামনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ নাহিদ।
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকারউদ্যোগ। সাহিত্য আড্ডা সফলকাম হোক । নিঃসন্দেহে যুগান্তকারী উদ্যোগ ও পোস্ট। আমার বিবেচনায় স্টিকি করার মতন পোস্ট । :)

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার।

না এটি স্টিকি করার মতো পোস্ট বলে আমি মনে করি না। তবে নির্বাচিত পাতায় পোস্টটি এলে ভাল হয়। অনেকেই তবে দেখতে পেতেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: অনেক দিন পর রানা ভাইকে দেখতে পেলাম :)
যাক ভাই আসলেন তাইলে !!!
অনেক মিস করি ।
পোস্ট টা নির্বাচিততে আসা উচিত , স্টিকি না হলেও ।

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ প্রিয় () মাহমুদ। ব্রাকেটে কী গোপন রহিল আশা করি বুঝতে পেরেছেন।
আপনার গল্পটা তাড়াতাড়ি পাঠান। আর একবার হলেও আড্ডায় আসেন। সামনে আরো অনেক আইডিয়া নিয়ে কাজ করা হবে। চট্টগ্রামের ব্লগারদেরকে নিয়ে আলাদাভাবে চিন্তা আছে।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগ । নিঃসন্দেহে দারুণ এবং অভিনব । শুভ কামনা থাকলো । পাশে থাকার চেষ্টা করবো ।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার গল্পটা তাড়াতাড়ি পাঠান।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: শুভকামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। আপনার গল্প চাই। কবে দেবেন?

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

তাসজিদ বলেছেন: দারুণ উদ্যোগ। এগিয়ে যান

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ। পাশে চাই। সবসময়।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

ভিয়েনাস বলেছেন: সুন্দর উদ্যোগ।
সফলতা কামনা করছি :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ, ভিয়েনাস।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকারউদ্যোগ

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩

অলওয়েজ ড্রিম বলেছেন: সামনের শুক্রবার ১৭ই জানুয়ারি জরুরি আড্ডা আছে। আশা করি মনে থাকবে।
শুভেচ্ছা জানবেন।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সাথেই আছি হে কমরেড! লেখা পাঠাবো! :) না ছাপাইলে X( X(

শুভকামনা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার জন্যও শুভকামনা। তাড়াতাড়ি পাঠান।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: দলবল বেঁধেই লেখা পাঠাবো !

শুভকামনা থাকবে সুন্দর উদ্যোগের জন্য।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭

অলওয়েজ ড্রিম বলেছেন: দলবল বেঁধেই লেখা পাঠাবো !
ধন্যবাদ আপু।
অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

সায়েম মুন বলেছেন:
অভিনন্দন ও শুভকামনা রইলো। :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা। লেখা পাঠান।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

লেখোয়াড় বলেছেন:
দারুন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

অলওয়েজ ড্রিম বলেছেন: লেখা পাঠালে আরও দারুন হবে।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি তো অবশ্যই পাঠাবু। তাই লেখা তৈরি কইরা কমেন্টাইতে আইলাম।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা। আপনারটা ছাড়া সাহিত্য-আড্ডা অসম্পূর্ণ থাকত।
শুভেচ্ছা রইল।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাঠালাম :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০১

অলওয়েজ ড্রিম বলেছেন: পাইলাম।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

মামুন রশিদ বলেছেন: পাঠালাম :)

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অলওয়েজ ড্রিম বলেছেন: পাইলাম।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

শাহেদ খান বলেছেন: এই সিরিজের চার'টা পর্ব টানা পড়লাম। সবচেয়ে ভাল লাগা'র ব্যাপার'টা হল, আপনারা কোনও এক অবস্থানে স্থির হয়ে বসে থাকছেন না; বরং নিয়মিত অগ্রসর হচ্ছেন আরও একটু করে !

আমার মত অলস মানুষ শুভকামনা ছাড়া আর কী-ই বা দিতে পারি?

ভাল থাকবেন। :)

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অলওয়েজ ড্রিম বলেছেন: অনেক ভাললাগা, প্রিয় শাহেদ।

অলসতার খোলস মাঝেমাঝেই বদলাতে হয় সাপের মতো
শীতঘুম থেকে উঠে আসতে হয়

বসন্তের বাতাসে বিরাগ থাকে না কোনো
কান পেতে শোনো,
দিবসের তৎপরতা ডাকছে তোমায়।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিশ তারিখ তো পার হয়ে গেছে, পরেরবার তাড়াতাড়ি করে একটা গল্প লিখে পাঠিয়ে দিতে হবে :) চমৎকার একটি উদ্যোগে ভাললাগা জানিয়ে যাচ্ছি।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: সমস্যা নাই। আপনি পাঠান। আপনার লেখা এডিট করতে হবে না, এই বিশ্বাস আছে। সুতরাং অন্য অনেকের চেয়ে আপনি এগিয়ে আছেন। যারা আগেই পাঠিয়েছে তাদের প্রায় সবারটা এডিট করতে করতে আমার জান বেরিয়ে যাচ্ছে। প্লিজ তাড়াতাড়ি পাঠান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.