নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে পাথেয় ভাবি।

অলওয়েজ ড্রিম

"Only He Who Can See The Invisible Can Do The Impossible" Frank Gain আমার ইমেইল ঠিকানাঃ [email protected]

অলওয়েজ ড্রিম › বিস্তারিত পোস্টঃ

আবার জাগিয়া যদি উঠি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

আবার কখনো যদি... হোক দেরি, বহু দেরি তবু

আবার জাগিয়া যদি উঠি

ঢের যুগ পরে... তারও পরে তবুও জাগিয়া যদি উঠি

যদি ফুটি ফের!

ফের যদি ছুটি!

কৌতূহলে, যুক্তিহীন সাবেক আবেগে

একটি কবিতা শুধু, বেশি নয় একটি চরণ শুধু লিখি

এইসব প্রেম-বিয়ে, সব শারীরিকি

গুজব রটনা

সকল ছাড়িয়ে জেনে যাব,

আকাশের ওধারেই অনিবার্য আকাশ রয়েছে

তারপর মরে যদি যাই

জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই!

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আকাশের ওধারেই অনিবার্য আকাশ রয়েছে
তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই!

ভালো লাগলো কবিতা ড্রিম ভাই !
কাদম্বিনী মানে কি ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ অভি।

কাদম্বিনী - মেঘমালা। কদম্ব ফুলের সাথেও এর সম্পর্ক আছে। মেঘের আগমনের সময় হলে এই ফুল ফোটে।

কাদম্বিনী রবীন্দ্রনাথের ছোটগল্পের একটি চরিত্র। সে মারা গেছে বলে গুজব রটেছিল। সে ফিরে আসার পরে তার স্বামী ভেবেছিল এটা কাদম্বিনীর অতৃপ্ত আত্মা। তাকে স্বামী আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। পরে সে যখন জঙ্গলে গিয়ে বাস্তবেই মারা যায় ( সম্ভবত আত্মহত্যা করেছিল) তখন সবাই বুঝতে পেরেছিল - কাদম্বিনী আগে মরে নাই!

এটি দীর্ঘ বিরতির পরে লেখা একটি কবিতা। বহুদিন পরে একটা কবিতা যদি লিখতে পারি আর তারপর যদি মরে যাই তাহলে শান্তি পাব এটা জেনে গিয়ে যে, আমার ভিতরের কবি আসলে এই বহুকাল পর্যন্ত জীবিতই ছিল।

শুভেচ্ছা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

মামুন রশিদ বলেছেন: জীবনানন্দের স্বাদ পেলাম :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: এই কবিতার সবচেয়ে বড় দুর্বলতা এটাই। আমার মতো ছোট কবিরা বড় কবিদের প্রভাব সহজে এড়াতে পারে না। আমি লিখতে গেলেই জীবনানন্দ এসে কিভাবে কিভাবে যেন মনের অলিন্দে দাঁড়ান! আমি তাকে এড়াতে পারি না। পারি না বলেই বুঝতে পারি আর যাই হোক কবি হওয়া আমার কর্ম নয়। কবির গুণমুগ্ধ হয়ে থাকাই আমার কাজ।

শুভেচ্ছা মামুন ভাই।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই! সুন্দর ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই! সুন্দর ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: চমৎকার !!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: প্রাণবন্ত চরণগুচ্ছ।

শুভেচ্ছা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাইয়ের সাথে অনেকখানি একমত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আমিও একমত।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই!



সাংঘাতিক একটা ধাক্কা লাগলো বুকে।

কবিতা খুব ভালো লাগলো। শুভেচ্ছা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই।

৯| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: জীবনানন্দের প্রভাব থাকলেও সেটা কবিতায় নেগেটিভ কোন প্রভাব ফেলেনি। অনেকটা উত্তোলিত করেছে।

ভাল লেগেছে।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। আমি কিন্তু আসলেই কবিতা ভাল লিখতে পারি না। বুঝিও না। তবু লিখি।

ভাল থাকবেন।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

রুদ্র জাহেদ বলেছেন:
তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই!

কবিতা ভালো লেগেছে

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

অলওয়েজ ড্রিম বলেছেন: এত পিছনের পোস্টে মন্তব্য পেয়ে মনটা খুশি হয়ে গেল খুব। শুভেচ্ছা, রুদ্র।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার স্বপ্নময়তা মুগ্ধ করে গেল। ভালো লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আন্তরিক ধন্যবাদ। কষ্ট করে এত পিছনের একটি কবিতা পড়লেন, বোঝা যায় কবিতায় আপনার আগ্রহ কত দুর্বার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.