নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মনোযোগী পাঠক ।

রানা আমান

রানা আমান › বিস্তারিত পোস্টঃ

আমার এবারের ঈদ ।

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬

সারাবছর আমাদের পরিবারের সবাই যে যেখানেই থাকুক না কেন , ঈদে সবাই আমাদের নরসিংদীর বাড়িতে জড়ো হয় । কোনো কারনে কেউ দেশের বাইরে থাকলে সেটা অবশ্য আলাদা কথা । এবার রোজার মাঝেই ছোটো মামা প্রস্তাব করলেন এবারের ঈদ নরসিংদীর বাইরে অন্য কোথাও যেয়ে পালন করার। কোথায় যাওয়া যায় ? কুমিল্লায় দেশের বাড়িতে রোজার ঠিক আগেই ঘুরে আসা হয়েছে তাই বেশি বাছাবাছি না করে ২৯ রোজার দিন সবাই মিলে হাজির হলুম ঢাকার কাছেই সবুজে ঘেরা এক অবকাশযাপন কেন্দ্রে । নিজের বাড়ি না হোক , সব আত্মীয়স্বজন যেখানে একত্র হয় সেখানেই ঈদ ।

১) ২৯ রোজার দিন হাজির হলুম সেখানে । পথেই জেনে গেলুম বাকি সবাই আমার আগেই পৌছে গেছে , নরসিংদী থেকে আম্মাও চলে এসেছেন ।

২) ইফতারের আগে ক্যাফেটেরিয়ায় একে একে সবাই জড়ো হচ্ছিলো ।

৩) বাংলোগুলো দেখতে বেশ লাগছিলো ।

৪) বাংলো থেকে ক্যাফেটেরিয়া সামান্য দুরে হওয়াতে সেহরির জন্য কেউই ওখানে যেতে রাজি নয় তাই এই বারান্দাটাই সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে গেল এবছরের শেষ সেহরি ও ঈদের দিনের সকালের চা এর জন্য । ক্যাফেটেরিয়া থেকে জানলো যথাসময়ে সেহরি পৌছে দেবে ।

৫) পরদিন রিসোর্টটা ঘুরে দেখলুম । সবুজে মোড়ানো চারদিক ।

৬) এমনই সবুজ শালবনে ঘেরা রিসোর্ট এর চারপাশ । লোকালয় একটু দুরে ।

৭) এদের সুইমিং পুলটা বেশ বড়ো আর পরিস্কার। সাথে বাচ্চাদের জন্যও বিশেষ ব্যবস্হা আছে । আমার সারাদিনের অনেকটা সময় এখানেই কেটেছে ।

৮) বিকেলে আশপাশটা একটু ঘুরে দেখতে বের হলুম। এমন নজরকাড়া সবুজে ঘেরা পথে হাটলে মন ভালো হয়ে যাবেই । কাল ঈদ।

৯) প্রায় দেড় কিলোমিটার হেটেঁ এক মসজিদে গ্রামবাসীদের সাথে ঈদের নামাজে শামিল হলুম সবাই মিলে ।

১০) ঈদের নামাজ শেষে সবাই নাস্তার জন্য ক্যাফেটেরিয়ায় ।

১১) দুপুরের খাবারের আগে এক ফ্রেমে পরিবারের সবাই ।

১২) ঈদের পরদিন দুপুরে যে যার নিজ আলয়ে ফিরে এলুম । সাথে নিয়ে এলুম সবুজের মাঝে ঈদ পালনের এক আনন্দময় স্মৃতি ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: দারুণ লাগলৃ।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

রানা আমান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

নীল-দর্পণ বলেছেন: বাহ! সুন্দর জায়গা এবং অন্যরকম ঈদ পালন :)

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

রানা আমান বলেছেন: ধন্যবাদ নীল-দর্পণ ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। বাংলোগুলোর, মসজিদের এবং শালবনে ঘেরা রিসোর্ট এর চারপাশের দৃশ্যগুলোর ছবি ভাল লাগলো।
পোস্টে + +

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

রানা আমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই । ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.