নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

মোশফেক জামান সফল

মোশফেক জামান সফল › বিস্তারিত পোস্টঃ

বীর চলচ্চিত্রের গান

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

গানটি শুনতে এখানে ক্লিক করুন
কাজী হায়াত পরিচালিত ৫০ তম চলচ্চিত্র "বীর" এর প্রথম গানটি মুক্তি পেয়েছে গতকাল সন্ধ্যা ৭ টায়। গানটি গিটারের সাহায্যে গাইলাম। দেখার আমন্ত্রণ রইলো। আর হ্যা শাকিব ভাই এতে অভিনয় করেছেন। অনেকেই বলছেন এই মুভিটি KGF এর নকল, ব্যাপারটি কতটুকু সত্য তা আমরা জানিনা তবে আমাদের সকলেরই উচিত হবে চলচ্চিত্রটি হলে গিয়ে দেখা এবং বাংলা চলচ্চিত্রকে সাপোর্ট করা। কারন বিদেশী শিল্পীরা এদেশে এসে কোটি টাকা আয় করে আর আমাদের শিল্পীদেরকে আমরা সম্মান দিই না। আমি আরও বলতে চাই শাকিব ভাই জাতীয় চলচিত্র পুরস্কার এবং শেখ হাসিনা পুরস্কার সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন, নানা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাই আমরা চাইবো আমাদের এই চলচ্চিত্রটি যেন ১০০ কোটি টাকা আয় করে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

অতি মানব বলেছেন: কেজিএফ এর নকল হলে টাকা দিয়ে এই ছবি দেখার কোন মানে নাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

মোশফেক জামান সফল বলেছেন: একটা চলচ্চিত্র নকল কিনা তা জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখতে হবে কিন্তু কেউ যদি বলে "বীর" নকল নয় তবে ইন্সপায়ার্ড মুভি তখন কিন্তু অনেকেই সেই কথার উপর ভিত্তি করেই অনেকেই আগ্রহহারিয়ে ফেলবে কারণ আজকাল শোনা কথায় মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে।:)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ মন ছুঁয়ে গেল

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬

মোশফেক জামান সফল বলেছেন: ধন্যবাদ রইলো দাদা :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: শুনলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মোশফেক জামান সফল বলেছেন: ধন্যবাদ রইলো দাদা

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬

অতি মানব বলেছেন: দাদা ট্রেইলার দেখলেই বুঝা যাবে মুভিটি নকল নাকি মৌলিক কোন গল্পের।মুভি তো আর দেখি নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

মোশফেক জামান সফল বলেছেন: দিন শেষে কথা সেটাই রয়ে যায়, ট্রেলার দেখে মনে হলো কিছুটা ইন্সাপায়ার্ড । তবে যাই হোক শুভকামনা রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.