নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

চাই আমি তোকে দু টাকার নোটে

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১


দু টাকার নোটে চাই তোর এক ছবি
ওপিঠেও যেনো থাকি এই ছোট কবি।
ছোট নোট ছোট চাওয়া ছোট ছোট স্বপ্ন
মানিব্যাগে রেখে দেবো করে খুব যত্ন।
ভাজ হয়ে পাশা পাশি রবো দুজনায়
তুই আমি টাকাতেই কি যে সোভা পায়!!!
হোক ছাপা তোর ছবি টাকার ঐ বামে
বিনিময়ে নেব তোকে দু টাকার ঘামে।

08/10/2016 . 1:04am

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



১ পয়সার কবি, ২ টাকার ভালোবাসা, এ জীবনে মিটিবে না এই দুরাশা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার । আশা পূণ্য হোক।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২

ক্যাক্টাস বলেছেন: আশা নিয়ে বেচে থাকা পৃথিবীর পানে,
খুজে আমি ফিরি আজো ভালবাসার মানে

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা ফাইজলামি ছাড়া আর কিছু না! টাকার নোটে যদুমধুর ছবি থাকেনা ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৩

ক্যাক্টাস বলেছেন: রূপক বিধৌত সাধু আপনি কি কখনও সুকুমার রায় এর কবিতা পড়েছেন?তাহলে মূর্খের মত কথা বলতেন না!!!

৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: চাদগাজী ভাই আপনার মন্তব্য আমার ভাল্লাগছে ৷


আপনার আশা নিরাশা হোক না :P B-)

৭| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৪

ক্যাক্টাস বলেছেন: কিছুটা তো আমিও চাই নিরাশার আশাহিনতায় ভালোবাসাটা যেন পাই

৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: টাকায় ছবি লাগানো ঠিক হয়নি

তবে লেখা ভাল্লাগছে
আরো লিখে যান । শুভেচ্ছা রইল

৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৬

সানজিদা আয়েশা শিফা বলেছেন: আপনি নিজের ঘামে ভালবাসা পেতে চেয়েছেন, মন্দ নয় কিন্তু , টাকার অঙ্ক যাই হউক ভালবাসা সব সময়ই অমূল্য :)

১০| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮

ক্যাক্টাস বলেছেন: সানজিদা আয়েশা শিফা টাকার সাথে ভালোবাসা কোন তুলনা করি নি।আপনার মন্তব্য ভাল লেগেছে।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

ক্যাক্টাস বলেছেন: কাজী ফাতেমা ছবি ধন্যবাদ

১২| ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:২৮

রক্তিম দিগন্ত বলেছেন:
আপনার কল্পনার ভাবনাটা সুন্দর। কবিতার প্রকাশটা ভাল লাগলো।

তবে, টাকার উপরে ছবি লাগানোটা ভাল লাগলো। ছবিটা ছাড়া থাকলে কবিতা খাপে খাপ।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২

ক্যাক্টাস বলেছেন: রক্তিম দিগন্ত ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.