নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

কেন

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২


কেন এই বেচে থাকা?
কল্পনার আসমানে শকুনিদের মহড়া
স্বপ্নিল ক্যানভাস ক্ষতবিক্ষত করে হায়নারা।

কেন এই পথ চলা?
নিশিথের অসীম কুয়াশা ঘেরা
ওত পেতে থাকে দুঃস্বপ্নের ডেরা।
বদ্ধ দুয়ার করাঘাতে ভোতা
ইচ্ছে ঘুড়ির পায়ে বেড়ি পরে যেথা,

কেন তোর ছবি আকা?
পেন্সিলের ঘর্ষনে তৈরি ক্ষতের দাগ
ইন্দ্রিয়তে বিরাজ করে গভীর কাল মাঘ।

(রাত ১১:৪৫-১২:২০)
১১-০৩-২০১৬

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন কবি

১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ।কবি হওয়ার যোগ্যতা এখনও হয়নি তাই কবি না বলাটাই শ্রেয়।

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ভাল লিখেছেন । তবে কেন বানানটা ক্যানো কেন বুঝিনি । অসমান নাকি আসমান .. গভির নাকি গভীর ? কিছু edit প্রয়োজন। শুভ কামনা ।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ ভূলগুল ধরিয়ে দেয়ার জন্য।আশাকরি ভূল সুধ্রানোর জন্য পাশে পাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.