নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

বেড়ে চলা

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯


বাড়ছি আমি ওজনে সময়ে
সাথে বেড়ে চলেছে বিদেশী ফুলের চাষ।
বেড়ে চলেছে জনপদ নিশীথ প্রণয়ে
শুধু আমার ঘাসফুলগুলো বাড়ছে না
হলুদ থেকে খয়েরি আভিযাত্রা।

বাড়ছে দেয়াল কংক্রিটে কাঁটাতারে
শুধু আমার টবে গোলাপের চারা দু'টি বাড়ছেনা,
ধূলর আস্তরনে পাতাদের রুদ্ধ সালোকসংশ্লেষণ
বেঁচে থাকা অথবা মৃত্যুর প্রতীক্ষা।

বেড়ে চলেছে কৃষ্ণপক্ষের ঘনঘটা
আমার নগরে জ্যোৎস্না'র হরতাল
তবুও বাড়ছি আমি ওজনে সময়ে
যাচ্ছে কেটে ঘাসফুলের দিনকাল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

সাহসী সন্তান বলেছেন: কিছু টাইপো আছে! সেগুলো ঠিক করে নিলে আজ ব্লগে আমার পড়া একটা সেরা কবিতা হয়ে যেত নিঃসন্দেহে! আসলে কবিতার মধ্যে টাইপো থাকলে পড়তে ভীষণ বিরক্ত লাগে! তবে সব কিছু বাদ দিয়ে সত্যিই খুব সুন্দর একটা কবিতা পড়লাম! :)

শুভ কামনা আপনার জন্য! লিখতে থাকুন এভাবেই!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ।আমি লজ্জিত ভূলগুলর জন্য।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

সাহসী সন্তান বলেছেন: ওহঃ স্যরি, একটা ভুল থেকে গেছে! সুধু < শুধু হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.