নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

রদ্দুর অথবা সমুদ্দুর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭


তুই কি আমার ভরদুপুরে রদ্দুর হবি!
নাহয় আমি আরকিছুটা মলিন হব,
তুই কি আমার নোনা জলের সমুদ্দুর হবি!
ক্ষত টাকে আর কিছুটা জালিয়ে নেব,
তুই কি আমার জ্যৈষ্ঠতে এক কালবৈশাখী হবি!
ভয়গুলিকে হৃদমাঝারে ঝালিয়ে নেব,
তুই কি আমার ভুঁই ফাটা এক খড়া হবি!
নাহয় আমি সেই সেকেলে নীলচাষা হব,
তুই কি আমার সফেদ সার্টে একফোটা এক কাল হবি!
আমি নাহয় ভাজে ভাজে লুকিয়ে নেব,
থাক।..............................................
হাপিয়ে যাবি তুই,
ছুঁঁয়ে তোর পা
রদ্দুর অথবা সমুদ্দুর হয়ে যা।
7:20 am
20/2/2017

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা । শুভ কামনা রইল কবি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

বর্ষন হোমস বলেছেন:
ভাল লাগলো। ছন্দময় কবিতা সবসময় ভাল লাগে।
শুভকামনা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ বর্ষন হোমস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.