নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

কোটি বছর পরের কথোপকথন

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫১


-ভাল আছো নিশ্চয়ই সেই ঝোপেতে লুকানো ডাহুকের মতই,
বৃষ্টি অথবা ঝড়ে,
ভালো থাকা হয় অন্ধকারে!
-হুম
ভালো থাকা আর বেঁচে থাকা তো আমার একান্ত কাম্য
ফাগুনের হওয়ার মতো,বর্ষার জলের মতো,আর
এই স্নিগ্ধতার মতই আছি।
-এক কোটি বছর পর তোমার দেখা পেলাম
এই হলুদ আকাশে বায়বীয় লুকোচুরিতে।
-সোনালী দিন পেতে হলে তো দিতে হবে শ্রম,
পোড়াতে হবে সময়।যৌবনের সবটুকু
-তা আমি দিয়েছি
না হলে যে এতটা আসা হতো না।
-বুঝলাম
-আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছো
পৃথিবীর চাঁদের মতই দীপ্তমান
-হয়তো
-আত্নহুতি দিতে পারে হাজারো প্রাণ।
-ছাড়ো আমার কথা
তুমি এতটা মলিন হয়েছো কেন
যেন লক্ষ বছরের ধূলিমাখা প্রস্তর।
-মলিন যে হতে হয়।কত ধূলি ঝড়
আগ্নি পেরিয়ে এসেছি যে-
-তোমার এখনো কি চাঁদের আলো খাওয়া হয়?
-হু যখন পৃথিবীতে থাকি!
তোমার চুলগুল এখনো
আমার হৃদয়ের অন্ধকারের মতই আছে
বেশ কুচকুচে।
-এখনো তুমি চুলের খেয়াল রাখো?
-হয়তো রাখি, হয়তো রাখি না
ছাড় ওসব।
-যেতে হবে যে
-তা আমি জানি!
যাও হারাও একটা বৈশাখী ঝড় আনো।

19/06/2017
বিকাল 4:30 PM
কাল্পনিক কথোপকথন

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:০০

বিজন রয় বলেছেন: কবিতাটি ভাল।
কিন্তু অনেক অনেক বানান ভুল আছে।

ঠিক করে দিন প্লিজ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১০

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ ভাই।কিছুটা সংশোধন করেছি।আশা করি আরো ভুল থাকলে ধরিয়ে দিবেন।

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

ঋতো আহমেদ বলেছেন: কাল্পনিক কথোপকথনটি সুন্দর হয়েছে

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২২

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:২১

বিজন রয় বলেছেন: ভাল আছো নিশ্চই সেই ঝোপেতে লুকানো ডাহুকের মতই,
বৃষ্টি অথবা ঝড়ে,
ভালো থকা হয় অন্ধকারে!
-হুম
ভালো থাকা আর বেচে থাকা তো আমার একান্ত কাম্য
ফাগুনের হওয়ার মতো,বর্ষার জলের মতো,আর
এই স্নিগ্ধতার মতই আছি।
-এক কোটি বছর পর তোমার দেখা পেলাম
এই হলুদ আকাশে বায়ুবিয় লুকোচুরিতে।
-সোনালী দিন পেতে হলে তো দিতে হবে শ্রোম,
পোড়াতে হবে সময়।যৌবনের সবটুকু
-তা আমি দিয়েছি
না হলে যে এতটা আসা হতো না।
-বুঝলাম
-আগের চেয়ে অনেক উজ্বল হয়েছো
পৃথিবীর চাঁদের মতই দিপ্তমান
-হয়তো
-আত্নহুতি দিতে পারে হাজারো প্রান।
-ছাড়ো আমার কথা
তুমি এতটা মলিন হয়েছো কেন
যেন লক্ষ বছরের ধূলিমাখা প্রস্থর।
-মলিন যে হতে হয়।কত ধূলি ঝড়
আগ্নি পেরিয়ে এসেছি যে-
-তোমার এখনো কি চাঁদের আলো খাওয়া হয়?
-হু যখন পৃথিবীতে থাকি!
তোমার চুলগুল এখনো
আমার হৃদয়ের আন্ধকারের মতই আছে
বেশ কুচকুচে।
-এখনো তুমি চুলের খেয়াল রাখো?
-হয়তো রাখি, হয়তো রাখি না
ছারো ওসব।
-যেতে হবে যে
-তা আমি জানি!
যাও হারাও একটা বৈশাখী ঝড় আনো।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

বিজন রয় বলেছেন: বায়বীয় হবে।

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১:২১

জাহিদ অনিক বলেছেন: সুন্দর

২০ শে জুন, ২০১৭ রাত ৩:০৩

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৬| ২০ শে জুন, ২০১৭ রাত ৩:২৪

কানিজ রিনা বলেছেন: বেশ হয়েছে ভালই।

২০ শে জুন, ২০১৭ রাত ৩:২৭

ক্যাক্টাস বলেছেন: আনন্দিত ও উৎসাহিত হলাম।
শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.