নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাগুন আসে ফাগুন যায় চড়ুই এর প্রজন্ম বেড়ে চলে,দুই- চারতবু আমার সময় ফেরে না,চালতের ফুল আসে ফলে যায়পৃথিবী ধংশের তারিখ ও ফিরে যায় তবু,আমার সময় ফেরে না।

ক্যাক্টাস

আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

ক্যাক্টাস › বিস্তারিত পোস্টঃ

আমার ভীষণ ইচ্ছে অসুখ

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯


আবার কবে এই শহরে
ভীষণ রকম যুদ্ধ হবে
আবার কবে তোমার আমার
সারা দেহ সিক্ত হবে!

আবার কবে এই শহরে
দেবদূতেরা আসবে নেমে
আবার কবে অর্ক তাপে
ললাট জুরে উঠবে ঘেমে!

আবার কবে সারা শহরে
তুমুল রাগে মিছিল হবে,
আবার কবে তোমার আঁচল
ভীষণ মায়ায় মুখটি ছোঁবে!

আবার কবে বুক ফুলিয়ে
বিশ-আঠারো আসবে নেমে,
আবার কবে তুমি আমার
স্লোগান, পিকেট সঙ্গে রবে?

আমার ভীষণ ইচ্ছে অসুখ
তোমায় নিয়ে মিছিল নামুক।

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

সাইন বোর্ড বলেছেন: নান্দনিক ইচ্ছে বাস্তবকে ছুঁয়ে যায়, পড়ে মুগ্ধ হলাম ।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

মীর সাজ্জাদ বলেছেন: আবার কবে আসবে ফিরে
অতীতের সেই সুদিন,
সরল মনে চলতাম ফিরতাম
হতাম না মেরূদন্ডহীন।

ভালো লাগা রেখে গেলাম।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


লিলিপুটিয়ান মনোভাবের হাউকাউ ইচ্ছে, ম্যাঁওপ্যাঁও পদ্য

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

ক্যাক্টাস বলেছেন: চাঁদগাজী Do you know about the history of this photo which I attached with my poem? I think you do not have enough knowledge about this picture :( whatever, Basically, this poem was written by the story of this pic. This story is lilliputian? What a compliment!! I Just Surprise.

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!

কাব্য দেখে মুগ্ধ হলাম
+ দিতে তাই এলাম!!!
প্রিয়তেও নিয়েও গেলাম!!!

চাঁদগাজী নিরামিষভাইয়ার কথায় একদম কান দিও না আরও আরও কাব্য লেখো!! আমাদের জন্য ! :)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: অসাধারণ !!
দারুণ লেগেছে :)

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: শিরোণাম ভাল লেগেছে।
কবিতার ভিতরে অনেক ভাল কথা বলেছেন।

শায়মা বাইরে যাচ্ছে তাই তাই পোস্ট প্রিয়তে নিয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর, ' ভীষণ ইচ্ছে অসুখ। ' ++

কথা ও কাব্যের সঙ্গে ইচ্ছে ডানায় মুগ্ধতা রেখেগেলাম।

শুভকামনা জানবেন ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

বাকপ্রবাস বলেছেন: দারুণ

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জবাব নাই!
দারুণ ছড়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

শায়মা বলেছেন: এই কবিতায় যে যুদ্ধের কথা বলেছো আমি সেটা বুঝেছি ভাইয়া। তবে ছবিটার ইতিহাস আমিও জানিনা । তবে কবিতাটা ঠিক সেই যুদ্ধের মতই তেজস্বী! অনেক অনেক ভালো লাগা তাই।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

ক্যাক্টাস বলেছেন: কবিতাটা তাহলে কিছুটা সার্থক :)

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছাত্র আন্দোলনের ছবি তাই না?
খুবই ভালো লিখেছেন জনাব। শুভ রাত্রি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ ফারিহা। ঠিক ধরেছেন। শুভ রাত্রি।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩

শিখা রহমান বলেছেন: ক্যাকটাস আপনার কবিতাটা পড়ে ব্লগে এলাম মন্তব্য করবো বলে। এতো ভালো লেগেছে কবিতাটা!! কবিতায় আপনি ছবিকে ভাষা দিয়েছেন।

কবিতাটা নবারুণ ভট্টাচার্যের দুর্দান্ত কিছু লাইন মনে করিয়ে দিলো
"একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে
সারা শহর উথাল পাথাল, ভীষন রাগে যুদ্ধ হবে
............................................................
একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষন রাগে যুদ্ধ হবে।"

আরো এমন অসাধারণ কবিতা আশা করছি আপনার কাছে থেকে। শুভকামনা কবি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১

রাকু হাসান বলেছেন: বাহ,কাব্যে মুগ্ধ ।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৬

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৯

নব ভাস্কর বলেছেন: দারুণ!

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

এ.এস বাশার বলেছেন: কাব্যে মুগ্ধতা........

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ :)

২০| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ :)

২১| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

Monthu বলেছেন: ভালো লিখেছেন। আমার ব্লগে একবার ঘুরে আসবেন

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ

২২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: “ইচ্ছে অসুখ ভীষণ আমার
তোমায় নিয়ে মিছিলে নামার”

আপনার শেষ দুই লাইন, আমার মতো করে লিখলাম! :)

কবিতা ভালো হয়েছে।


শুভকামনা! :)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

ক্যাক্টাস বলেছেন: “ইচ্ছে অসুখ ভীষণ আমার
তোমায় নিয়ে মিছিলে নামার”

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ :)

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: দুখিঃত!!!

আপনার প্রতিউত্তর স্পষ্ট ঠেকলো না মেয়াবাই! :)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

ক্যাক্টাস বলেছেন: বলেছি আপনার লেখা শেষ লাইন দু'ট ও ভাল লেগেছে! অস্পষ্ট লাগার কোন কারন নেই।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

ক্যাক্টাস বলেছেন: বানানটা ''দুঃখিত'' হবে

২৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: ওওওও.. আচ্ছা!!

আমি সাংকেতিক ভাষা কম বুঝি মেয়াবাই, হয়তো তাই......!:)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬

ক্যাক্টাস বলেছেন: কোনটা সাংকেতিক মনে হলো?

২৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: কোনটাকে সাংকেতিক মনে করবো না??

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

ক্যাক্টাস বলেছেন: দুঃখিত আপনার সাথে কথার লতানো মনোভাব বৃদ্ধি করতে মন সায় দিচ্ছে না। ভাল থাকবেন।

২৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: লেখক বলেছেন: বানানটা ''দুঃখিত'' হবে ওহ!! বেখেয়ালে “দুখিঃত” লিখে তো মহাপাপ করে ফেললাম ভাই! :)




এটাসহ আমার সব মন্তব্য মুছে দিন।

ভালো থাকুন, আর মনে রাখুন ছোটপাত্র গরম হয় দ্রুত! :)

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

ক্যাক্টাস বলেছেন: আমি সুধু ভুলটা ধরিয়ে দিয়েছি অন্য কোন ইনটেনসন ছিল না। মন্তব্য মুছে দেয়ার প্রসঙ্গ আসলো কেন? আর শেষের লাইনটার বিষয়ে কিছু বলার নাই।

২৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে কবিতাটা। শিরোনামটায় কেমন একটা মায়া মায়া ভাব আছে।
"ওড়না" কথাটার বদলে বোধহয় আঁচল দিলে ভাল শোনাতো (ছবিতে যাই থাকুক)। এটা আমার নিজস্ব ধারণা, শেষ কথাটা অবশ্যই কবিরই থাকবে।
শিখা রহমান এর মন্তব্যটা এবং শায়মার দুটো মন্তব্যই ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। ওড়না শব্দটা ব্যবহার করার আগে এর অনেক গুলো সমার্থক শব্দ আমি খুজেছি কিন্তু জুতসই শব্দ পাইনি। তাই ওড়না কে ওড়না হয়েই থাকতে দিলম।

২৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: তথাস্তু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.