নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন্ট টেক মোমেন্টস ফর গ্রান্টেড!

আমিনা মুন্নী

আমিনা মুন্নী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার বিষ পিপড়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

Off the record ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সবার জন্য কিছু পরামর্শ দেই!

• জীবনে নিজের চেয়ে বেশি কাউকে ভালবাসতে নেই!
• পরিবারের উপরে কাউকে জায়গা দিতে নেই!
• কসম, কবর ছোঁয়া, কুরআন ছোঁয়া মানুষগুলোই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে!
• ভালোবাসার মানুষকে খুব ভালবাসেন... তার জন্য সব ছাড়তে পারেন? সে বললে চাকরি ছেড়ে দেন, তার কথার বাইরে এক পা ফেলেন না... বেশি আবেগে আর ভালবাসায় তাকে স্বামীর জায়গা দিয়ে ফেলেছেন... ভুল করছেন! ফেলে যাওয়া খাবারের পাত্রের সামনে বিড়াল থাকলে, সেই বিড়াল কেও বিশ্বাস করা যায়! কিন্তু যাকে জীবন দিয়ে ভালবাসছেন, তাকে না!

• Boyfriend যখন তখন আপনাকে ফেলে সম্পর্ক ভেঙ্গে দিয়ে চলে যায়... এরপর হটাত কোন একদিন আপনাকে ফোন দিয়ে দেখা করে, মিষ্টি করে কথা বলে, সরি বলে, আলতো ভাবে আপনার মাথাটা কাঁধে তুলে নেই, আপনার চোখের জল নিজের রুমাল দিয়ে মুছে দেয়...'''' ভুল করেও এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না! বুঝে নেবেন তার কোন কিছুর প্রয়োজন হয়েছে... অথবা বর্তমান জিএফ এর সাথে ঝামেলা চলছে!

• ভালোবাসার মানুষটি আপনাকে ভালোবাসার অছিলায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করতে দেয় না... ট্রাষ্ট মি!! ...ব্যাপার তাহলে গুরুতর! আপনার সাথে সম্পর্কের ব্যাপার টি সে দুনিয়ার কাছে গোপন করে যেতে চাইছে!..তার মানে এই সম্পর্ক বা ভালোবাসা বা আপনি আসল নন!

• ভালবাসার মানুষ টি অনর্থক স্পেস তৈরি করে আপনাকে ব্লক করে রাখছে... No worries … confirm থাকেন অন্য girlfriend এর সাথে তার সময়টা এখন ভালো কাটছে!

• ভালবাসার মানুষ টি আপনার সাথে থাকলে সব সময় ফোন সাইলেন্ট করে রাখে?? নিশ্চিন্ত থাকুন... তাকে ফোন দেওয়ার জন্য আপনার মত অনেকেই আছে... তাই এত সাবধানতার প্রয়োজন তার!

• ভালোবাসার মানুষটা প্রাইভেসির দোহায় দিয়ে গাড়ির গ্লাস কালো করে রেখেছে...নিশ্চিন্ত থাকেন তার পাশের জায়গাটা আপনি অনেকের সাথে শেয়ার করে নিচ্ছেন!

ভালোবাসা বলে কয়ে হয় না, তবু যদি সুযোগ হয় যার জন্য এত ভালোবাসা, যার জন্য মরতে সদা প্রস্তুত, যার অপেক্ষায় সারা জীবন অপেক্ষা করতে পারবেন, তার ব্যপারে খোঁজ নিয়ে নেবেন! খোঁজ নিয়ে দেখবেন তার পারিবারিক ইতিহাসের ব্যাপারে, তার বাবা মায়ের সম্পর্কের ব্যাপারে... তার বন্ধুদের ব্যপারে... কলিগদের ব্যপারে... কারণ কথায় আছে, মানুষ যে প্রকৃতির তার ঘনিষ্ঠ জনেরাও একই প্রকৃতির হয়! সুতরাং পারিবারিক বাকগ্রাউন্ড থেকে এবং ঘনিষ্ঠ বন্ধুদের ব্যপারে ভালমত খোঁজ নিয়ে ভালোবাসা টা বাড়তে দিলে অন্তত জীবন টা হয়তো ...... চিরতরে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারবেন!!

আসলে যার জন্য এত ভালোবাসা, এত কান্না, যাকে নিয়ে এত স্বপ্ন, এত যুদ্ধ, এত অপেক্ষা, যার জন্যই কেবল বেঁচে থাকা, রাত জাগা, তার ব্যপারে একটু সচেতন হয়ে পা ফেলা উচিত!! ...
আর যদি তা না হয়, জেনে রাখবেন আপনাকে ধ্বংস করার জন্য cancer বা অন্য কোন মরণব্যাধি রোগ হওয়ার দরকার নেয়, একজন বিশ্বাসধাতক প্রতারক ভালবাসার মানুষ বা জীবনসঙ্গীই আপনার জীবন নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট!!

মনে রাখবেন, সত্যিকার ভালোবাসা খুব স্বচ্ছ ও পবিত্র হয়! কোন ধরনের অপ্রয়োজনীয় গোপনীয়তার
প্রয়োজন পড়ে না সেখানে!
... মিথ্যা আর প্রতারণার ফাঁদ থেকে আল্লাহ্ আপনাদের সবাইকে রক্ষা করুন!!

বিশ্বাস আর প্রকৃত ভালবাসায় সকলের পারিবারিক বন্ধন আরো অটুট এবং সুন্দর হয়ে উঠুক! [

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এগুলো কি ব্যক্তগত অভিজ্ঞতা থেকে বলছেন নাকি পড়াশোনা করে? কিছু কিছু ভুল মনে হইছে। আপনার লেখাটা পুরোপুরি বিশ্বাস করতে গেলে সহজ সরল সম্পর্কের ভিত নড়ে যাবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

আমিনা মুন্নী বলেছেন: ভাইরে, অনেকের জীবনই এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কেবল আমি নই। আর যা লিখেছি তা সম্পূর্ণই নিজের জীবন থেকে নেয়া :(

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

মনমঞ্চ বলেছেন: আপনার যুক্তিগুলো সবার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে । আপনি এমনভাবে কথাগুলি উপস্থাপন করলেন যেন প্রেম নামক যে ভালবাসার বিষ পিপড়ার দ্বারা আপনি অত্যাচারিত হয়েছেন তা সবার ক্ষেত্রেই হবে । বাস্তবে সেটা নাও হতে পারে । আপনার পোষ্ট পড়ে একইসাথে ভাল খারাপ দুইটাই অনুভব করলাম আর আরেকবার সতর্ক হওয়ার শিক্ষা নিলাম । ধন্যবাদ ।।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

মামুন তালুকদার বলেছেন: ১০০০০০০০০০০০০% সত্য কথা,,,,, ভালই লাগল লেখাটি,,,,, চালিয়ে যান সুন্দর সুন্দর লেখা লিখে,,,,,

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

হিল্লো্ল বলেছেন: লেখাটা দেখে মনে হয়েছে কিছুটা অভিজ্ঞতাপ্রসুত। আল্লাহ আপনার সহায় হোন।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

টি ইউ রিয়াদ বলেছেন: কথা গুলো ভালো লাগলো

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩

আমিনা মুন্নী বলেছেন: thanks!

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা...পড়লাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.