নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন্ট টেক মোমেন্টস ফর গ্রান্টেড!

আমিনা মুন্নী

আমিনা মুন্নী › বিস্তারিত পোস্টঃ

একজন তুষারকণ্যা ও রাজপুত্র বেশে থাকা "Demon" এর গল্প

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

তুষারকন্যার গল্প বলছি।
এই তুষারকন্যা বরফ ঢাকা কোন রাজ্যের রাজকন্যা নয়। বরং মধ্যবিত্ত বাবার একমাত্র Princess!! মধ্যবিত্ত বাবা তার সাধ্যের সবটুকু দিয়ে যে Princess কে ধীরে ধীরে বড় করে তোলে। Princess এর মা তাকে স্বপ্ন দেখতে শেখায়। Princess কে ঘুম পাড়ানোর সময় সে ঠাকুরমার ঝুলির কোন গল্প না, শোনায় সুন্দর একটি পৃথিবীর গল্প। যে পৃথিবীতে মিথ্যা বলা অপরাধ, যে পৃথিবীতে কোন অসুন্দর নেই, যে পৃথিবীতে মানুষ মানুষ কে ঠকায় না, কাঁদায় না, দুঃখ দেয় না, যে পৃথিবীটা অসম্ভব সুন্দর আর শুভ্র।
... একটা সময় Princess বড় হয়।সুন্দর পৃথিবীটা দু’ চোখ ভরে দেখার জন্য তৈরি হয় সে। অতঃপর সুন্দর সেই দুনিয়াতে ছেড়ে দেয়া হয় তাকে ।
বাবা-মায়ের মুখে গল্প শোনা পৃথিবীটা চোখের সামনে দেখতে পেয়ে সে উদ্বেলিত হয়, উচ্ছ্বসিত হয়! শুভ্র এই পৃথিবীর সব মানুষ কে তার সত্যি সাদা মনের মনে হতে থাকে। ...
আনন্দ আর উচ্ছ্বাসে কাটতে থাকে তার দিন। ...কিন্তু বিধিবাম...
তুষারকন্যার ভাগ্যে এই সুখ বেশিদিন টিকলো না। রাজপুত্রের ছদ্মবেশে তার জীবনে আগমন ঘটলো এক Demon এর...! একটু একটু করে সে তুষারকন্যা শুভ্র পৃথিবীটা কে কালো করে দিতে থাকলো। তার জীবন থেকে রঙ, স্বাদ, গন্ধ সব হারিয়ে যেতে লাগলো ধীরে ধীরে... একটা সময় তুষারকন্যা পরিণত হল প্রাণশক্তি বিহীন জীবন্মৃত পুতুলে। ...
.......
.........
এতদিনে তুষারকন্যার বাবা গত হয়েছেন। বাকি আছেন মা। জীবন্মৃতে পরিণত হওয়া সন্তানকে বাঁচাতে মা ঈশ্বরের কাছে অশ্রুসিক্ত নয়নে আঁচল পেতে কন্যার প্রাণ ভিক্ষা চাইলেন। মায়ের কান্নায় সাড়া দিয়ে দেখা দিলেন ঈশ্বর। তিনি বললেন, জীবনন্মৃত তুষার কন্যার জীবনে তখনি প্রাণ ফিরে আসবে, যখন কোন রাজপুত্র তাকে সত্যিকার ভালবেসে চুমু দেবে...’
...ঈশ্বরের এই উত্তরে তুষারকন্যার বুদ্ধিমতী মা বুঝতে পেরে গেলেন তার তুষারকন্যার দেহে আর কখনও প্রাণ ফিরে আসবে না। কারণ তিনি জানতেন, সত্যিকার ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। তিনি জানতেন, রাজপুত্র ছদ্মবেশের Demon দের চুমুতে কেবল কাম থাকে, ভালবাসা নয়। এ আশঙ্কাতেই তিনি তুষারকন্যাকে রাজপুত্রের বেশে Demon দের গল্প শোনান নি কখনও।
কারণ এই Demon গুলো রাজপুত্রের বেশে যুগে যুগে ভালোবাসার স্বপ্ন ফেরি করতে তুষারকন্যাদের জীবনে আসে। তারপর রক্ত চুষে নেয়ার মত করে জীবন থেকে তুষারকন্যাদের হাসি, আনন্দ, রঙ, ভালোবাসা, বিশ্বাস সব কেড়ে নেয় ধীরে ধীরে। একজন তুষারকন্যাকে জীবন্মৃত করে দিয়ে তারপর পা বাড়ায় অন্য কোন তুষারকন্যার খোঁজে...
এভাবেই রাজপুত্রের ছদ্মবেশে Demon গুলো তুষারকন্যাদের হত্যা করে আসছে...আর বাস্তবের তুষারকন্যারা ভালবাসার ফাঁদে পড়ে Demon দের জন্য এভাবেই জীবন বিসর্জন দিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে..
Demon দের হাত থেকে তুষারকন্যাদের মুক্তি নেয় কোন... পৃথিবীটা যতই শুভ্র হোক, এখানে Demon দের আটকানোর কেউ নেই। শাস্তি দেয়ার কেউ নেই!!! ...
কারণ এ পৃথিবীটা কেবল শুভ্রই নয়, কুৎসিতও বটে...

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: চিন্তার অনেক খোরক আছে ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

অগ্নি সারথি বলেছেন: ডেমনের আস্ত ছবিটা দিলেই ভাল হত।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: ভালই।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আমিনা মুন্নী বলেছেন: :)

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বলুনতো আপনার বাবাকি ডেমন ছিলো ? ডেমন সর্বদাই পৃথিবীতে ছিলো, আবার রাজপুত্ররাও আছে।

সমস্যাা হলো, আমাদের মেয়েরা বাইরের রূপ, চাকচিক্য আর মুখের কথায় ভোলে। কিন্তু ভেতরের রূপটা দেখতে চায় না বা পারে না। তাই যত ভুল ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.