নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন্ট টেক মোমেন্টস ফর গ্রান্টেড!

আমিনা মুন্নী

আমিনা মুন্নী › বিস্তারিত পোস্টঃ

সাবিরা, তোমার জন্য ঠিকানাবিহীন চিঠিঃ এটা কি সত্যি আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া?

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৩৯

প্রিয় সাবিরা,

তোমাকে আমি চিনি না। কোনদিন দেখিও নি।... এই মাঝরাতে যখন চারপাশটা সুনসান নীরব হয়ে আছে ঠিক এই সময়টাতে তোমার সাথে হঠাৎ আমার পরিচয়। মাত্রই তোমার মৃত্যুর খানিক আগে ধারণ করা ভিডিও টা দেখেছি। কতটা রাত অব্দি তুমি জেগে ছিলে... বিশ্বাসঘাতকতার যন্ত্রনায় কতই না কষ্ট হচ্ছিল তোমার।...না জানি এভাবে কত রাত না ঘুমিয়ে পার করেছ তুমি.., ভালোবাসার পরিণতির অপেক্ষায়, সম্পর্কের অনিশ্চয়তায় ঠিক আমার মতো! অজানা অচেনা এই আমি তোমার কষ্টটা এত দূরে থেকেও যেন হুবহু অনুভব করতে পারছি...কারণ এ মর্মস্পর্শী যন্ত্রনা যে আমাকেও প্রতিদিন একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দিচ্ছে আমাদের মত আরোও অনেককে...

তোমাকে আমি চিনি না,অথচ আমার দু'চোখ বেয়ে যে জল গড়াচ্ছে সেই জল তোমাকে আমাকে আমাদের সবাইকে এক করে দিয়েছে যারা সত্যি নিজেদের চেয়েও বেশি অন্য কাউকে ভালোবেসেছি, বাসতে চেয়েছি!....

তোমার স্ট্যাটাসের প্রতিটা শব্দ আমাকে অসাড় করে দিচ্ছে। এই শব্দগুলো শুধু তোমার না সাবিরা,....প্রতিটা শব্দ যেন আমারও! শব্দগুলো ততোটাই আমার যতোটা তোমার। এই শব্দগুলো তোমার আমার মত ভালোবেসে কুৎসিত প্রতারণার স্বীকার হওয়া হাজারো মেয়ের। তুমি না জেনেই আজ সেই সব মনভাঙ্গা মেয়েগুলোর দলপতি হয়ে গেলে!

আমরা মেয়েগুলো বড্ড বোকা হই। আমাদের জীবনে স্নেহ-ভালোবাসার কোন অভাব থাকে না, তবুও আমরা ভালোবেসি। ভালোবাসি জীবনের সবটুকু দিয়ে।.... বিনিময়ে চাই শুধু সত্যিকার ভালোবাসা যেখানে থাকবে না কোন অবিশ্বাস, থাকবে না কোন হারানোর ভয়...

কিন্তু ওরা একটু বেশিই পশু জানো তো। ওরা ওইটুকুই দিতে জানে না....ওদের কেবল চাই আর চাই। খাই আর খাই! আজকে আমার টা, কাল আরেক জনেরটা।

ওরা মানুষের মতোই হয় দেখতে...কেতাদুরস্ত পোষাকে ওদের এতটুকুও আলাদা করা যায় না!.... কিন্তু ওদের বিকৃত মানসিকতা ভন্ডামি যারা জীবনে একেবারে সামনে থেকে দেখেছে,
তারাই কেবল জানে ওরা মানুষ না, মানুষের মুখোশের আড়ালে ক্ষুধার্ত নেকড়ে সব!

সাবিরা,
তুমি আজ অনেক দুঃখী মেয়ের মনের কষ্টের কথাগুলো কত অবলীলায় বলে দিয়ে গেলে। আমিও এভাবে বলতে চেয়েছি রুহিকে। পারি নি।...
তুমি মরে গিয়েছ, কিন্তু আমি বেঁচে ফিরেছিলাম। প্রায় নির্জীব শরীরটা নিয়ে হসপিটাল থেকে ফিরেও যখন বোকার মত তার একটা ফোনের আশায় বসে ছিলাম, তখন সে ইউনিলিভারে দায়িত্ব সামলাতে আর অন্য গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসার ভাব বিনিময়ে ব্যস্ত। আমি যখন ফিরে পাওয়া প্রাণটা নিয়ে তখনও কেবল ওর কথায় ভেবে যাচ্ছি, তখন ও কলিগদের সাথে হাসি তামাশায় মত্ত....সে কি ব্যস্ততা!....কারণ ওর ভালোবাসা ততদিনে নতুন শরীরে বাসা বেঁধেছে। দীর্ঘ কয়েক বছরের ভালোবাসার স্মৃতি, কুরআন ছুঁয়ে দেয়া ফেলে না যাওয়ার প্রতিজ্ঞা, লক্ষ্য কোটি দেখানো স্বপ্ন....কিচ্ছু মনে পড়ে নি ওর তখন। কারণ মেয়ে শরীরের নেশাটা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। সে নেশায় যে একবার মাতাল হয়েছে, তুমি কি করে তার হুঁশ ফেরাবে! তাই জন্যেই একবারের জন্যও সে সেদিন ভেবে দেখে নি, যে তুমি শরীরের তাড়নায় এক মেয়ে থেকে আরেক মেয়ের শরীরে ভালোবাসার বাসা বাঁধো, সেই তোমাকে কতটা ভালোবাসলে তোমার অবর্তমানে কেউ সেই শরীরটা ত্যাগ করে পরকালে পাড়ি জমাতে চায়!

'ভালোবাসা' শব্দটা ওদের কাছে কেবলই একটা বাহানা সাবিরা.. মুখ্য শুধু শরীরটা।...
ভালোবাসা কি ওরা সত্যি তা জানে না!!!....তবে ওদের মতিভ্রম একদিন কাটে ঠিকই, কিন্তু ততদিনে আমাদের ছুটির ঘন্টা বেজে যায়!

প্রিয় সাবিরা,

তোমার মত করে আজকাল আমারও হারিয়ে যেতে ইচ্ছা করে..রুহির প্রতারণা আর বিশ্বাস ঘাতকটার কষ্টগুলো বয়ে বয়ে বেড়াতে বেড়াতে আমিও আজ বড্ড ক্লান্ত! হাজারো মিথ্যা, মিথ্যা স্মৃতি, মানুষের অজস্র প্রশ্নবাণ সব কিছু থেকে পালাতে আমিও একদিন এভাবে হারিয়ে যেতে চাই!....
অনেক দূরে হারিয়ে গিয়ে দেখতে চাই, ঈশ্বর ওদের জন্য কতটা সুখ লিখে রেখেছেন! :(

সাবিরার ফেসবুকে দেয়া শেষ স্ট্যাটাস:
...
"And.ami question is to u tmr ak fotao kicchu feel hoy nai???
Amk use korba.sex.korba and.ami ebhabe shore jano eta toh kono kotha na.chailei nunu databe amk dakba amio bhalobashar tane chole ashbo tao na!!! Biyer ktha bolle tmr family sick hoye jay sex er ktha ashle shob thik thaak wow....sex slave hoye gellamm....."

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: মর্মান্তিক।

২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:২৪

নতুন বলেছেন: আত্নহত্যা করা অবশ্যই বোকামী....

যখন কেউ চিট করছে তার জন্য আত্নহত্যা করা আরো বড় বোকামী...

৩| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি কথা কি আমরা বুদ্ধি দিয়ে বুঝতে চাইনা আবেগ দিয়ে বুঝি। আপনার প্রকাশ বড়ই মর্মান্তিক। ভাল থাকবেন সবসময়।
একটি ছোট্ট করে বাক্য রেখে যাই যেখানে শেষ দেখবে সেখান থেকে শুরু করার চেষ্টা করলে হারানোর ভয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.