নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

বেকারত্বের আত্নকথা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

বয়সটা কতই বা হবে ২৫ বা ২৬ কিন্তু
নামের পাশ থেকে যে এখনো
বেকার নামের কলঙ্ক দূর হয়নি।
.
এই ছেলেগুলো থেকে হয়তো আর
কেউ ভালো করে জীবনের সজ্ঞা
বলতে পারবে না।
.
তাদের ঘুম ভাঙ্গে বাবা-মায়ের
অসহায় মুখটা দেখে!
.
ঘর থেকে বের হলেই কিছু কিছু ঠোঁট
তাদের নিয়ে বলাবলি শুরু করে
দেয়..
.
এই ছেলেগুলো কষ্টটাকে আড়ালে
রেখে আমাদের সাথে হাসিমুখে
অভিনয় করে যায়।
.
তারা হাসি মুখেই জবাব দেয়।
হুম তারা প্রচুর হাসতে জানে...
.
কিন্তু তারা ব্যর্থ!!
কেননা তারা তাদের হাসির
পেছনের ক্ষত-বিক্ষত হৃদয়টা কাউকে
দেখাতে পারেনা।
.
না নিজে থেকে এসে কেউ
দেখতেও চাই না
কেননা আমরা সুখের ভাগ
নিতে জানি দুঃখেরটা নয়।
.
মানিব্যাগটা খুলতেই ভেসে উঠে
প্রিয়তমার মুখখানি, এককোণায়
পড়ে থাকা ৫-৭ টাকা দিয়ে
সিগারেটটা ধরিয়ে আপন মনে
টানে! এটাই তো এখন তার সজ্ঞী।
.
ঘুমাতে যাবার আগে অবিরাম
দৃষ্টিতে সিলিং ফ্যানটার দিকে
তাকিয়ে থাকে!! চোখের কোণায়
কোথা থেকে যেন পানি আসে
চোখ ভিজে যায়।।
.
ছেলেটার সাহস একটু কম তাই সে
প্রতিবারই বেঁচে যায়।
.
নিজের ভাগ্যকে গালাগালি করে
রাতগুলা কাটিয়ে দেয়।
.
সেও অপেক্ষা করে কোন এক শুক্রবার
আসবে আর অভিনয় ভুলে সেদিন
সবার সাথে মন খুলে হাসবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.