নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

তুমিই যে গুরু

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বাংলার এক নদী যমুনা, স্বপ্ন হারা
বিবেকেরা মুখ উচিয়ে আছে আজ কিছু বলার
জন্যে

বাংলাদেশে প্রতি ধূলিকণাতে আজ তুমি
রটিয়ে আছো।
সাদাকালো তোমার জীবনটাই তো সকলের
আদর্শ।

স্টেশন রোডের ফিলিংসগুলা তো তোমারই
সৃষ্টি।
দুরন্ত সেই মেয়েটি, রাতের ট্রেন
টেলিফোন এখনো তো আমাদের ভাবায়।

দুষ্টু ছেলের দল নিঝুম আকাশকে সাক্ষী রেখে হৃদয়ের একলা প্রান্তরে তোমায় স্থান দিয়েছে।

নীল আকাশ ইচ্ছের পালকে ভর করে কোন
এক ঝড়ের রাতে মেঠোপথে নেমে আসে
কেননা আজ যে ডাকপিয়নটারও ছুটি

দুঃখিনী মা দুুঃখ ভুলে,
গিটার তার কান্না থামিয়ে,,
পাখিটাও উড়ে উড়ে..
বাবাকে মিস করা প্রত্যেকটি ছেলে
লালটুকটুক দিদিমণিদের পক্ষ থেকে বলতে চাই
"শুভ জন্মদিন গুরু"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.