নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক প্রতিবাদী

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

আমাদের বর্তমান স্মার্ট সমাজ
আমাদের অনেক কিছুই আধুনিক করে
দিয়েছে।।।আর তাই তো আমরা
রাস্তায় যখন কোন অসহায় কুকুরের
বাচ্চা দেখি তখন আমরা লোক
দেখনোর জন্যই হোক না কেন বা
সমাজের বাহ বাহ পাওয়ার জন্যই
হোক না কেন বা আবেগের বশবর্তী
হয়েই হোক না কেন আমরা ওই কুকুরের
বাচ্চাটাকে পরম মমতায় নিজের
কাছে নিয়ে যাই।।।কিন্তু রাস্তায়
বা রেল স্টেশন এ কোন মানুষ এর
বাচ্চা এসে যদি আমাদের কাছে
খাবার কিনার জন্য অল্প টাকা
চাই,তাহলে আমরা তাই দিতে চাই
না।।অল্প কিছু মানুষ দিতে চাইলেও
নিজের কাছে এনে রাখতে কেউই
চাই না।।আর চাইবেই বা কেন???
আনলেই তো মানুষ কত কিছু
জিজ্ঞেস করবে।।।বরং তখন ওর বাবা
মাকে গালি দিয়ে জায়গা ত্যাগ
করাটাই শ্রেয়।।।কিন্তু মজার বিষয়
টা হলো যার বাবা মাকে গালি
দিই সেই জানে না তার বাবা মা
কে???আমাদের এই আপগ্রেডেড
সমাজ আমাদের প্রতিবাদ করতে
শিখেয়েছে কাল্পনিক জগতে।।।
ফিরতে হয়েছে শূন্য হাতে।
অতঃপর এই কাল্পনিক জগত সত্যিই খুব
অদ্ভুত।।মানুষ কে কল্পনা করতে
শিখিয়েছে মানবতা টা শিখাতে
পারে নি।।।তবুও আমরা সভ্য সমাজের
উত্তরাধিকারী।। ভাবতেই কি
অবাক লাগে!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩১

বিপরীত বাক বলেছেন: যখন কোন অসহায় কুকুরের
বাচ্চা দেখি তখন আমরা লোক
দেখনোর জন্যই হোক না কেন বা
সমাজের বাহ বাহ পাওয়ার জন্যই
হোক না কেন বা আবেগের বশবর্তী
হয়েই হোক না কেন আমরা ওই কুকুরের
বাচ্চাটাকে পরম মমতায় নিজের
কাছে নিয়ে যাই।।।কিন্তু রাস্তায়
বা রেল স্টেশন এ কোন মানুষ এর
বাচ্চা এসে যদি আমাদের কাছে
খাবার কিনার জন্য অল্প টাকা
চাই,তাহলে আমরা তাই দিতে চাই
না।।

অসহায় কুকুরের বাচ্চাটা বিশ্বাসঘাতকতা করবে না কখনোও।। নিশ্চিত থাকেন।।

কিন্তু রাস্তায়
বা রেল স্টেশন এ কোন মানুষ এর
বাচ্চা টা টাকাহাতে পাওয়ার পর পিছন থেকে চাকু মারতে দ্বিধাবোধ করবে না, ,, খাবার খেয়ে পেট ভরে আয়েশি ভঙ্গিতে ভেংচি কেটে বলবে এই কয়টা পয়সা খাওয়ালি,, এতে কি হয়? যা শালা ফকিন্যি র পুত।। পারলে আপনার সহায়সম্পদ কেড়ে নিয়ে বলবে,,, " আমি গরীব।।
তাই এইসব আমার প্রাপ্য"""'.।।।।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

অমিত অমি বলেছেন: পরিবর্তন প্রয়োজন সবকিছুতেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.