নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

৫ টাকার থাপ্পর

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

রিক্সাওয়ালাকে থাপ্পর দেওয়া
আজকালের প্রাত্যহিক ঘটনা।
অনেকেই হয়তো তাদের গায়ে হাত তুলে
তাদের বীরত্ব প্রকাশ করতে চায়,কিংবা তারা একধরণের পৈশাচিক আনন্দ পায়।
তারা হয়তো ভুলে যায় তাদের এই ধরণের কর্মকাণ্ড মূর্খতা কিংবা তাদের লেভেল
রিক্সাওয়ালারপর্যায়ে নামিয়ে আনছে।
এসব ঘটনা দেখে চোখ আটকানো বেকার।
তবুও চোখ আটকে যায়, চোখের সামনে যখন তিতুমীর হল
সেই সাথে EEE লগো মারা কোন টগবগে
যুবক ৫ টাকার জন্য কারো গায়ে হাত
তুলে।
হয়তো এই ৫ টাকা দিয়ে রিক্সাওয়ালার
ভবিষ্যত বদলাবে না কিন্তু এই ৫ টাকা
দিয়ে ভর দুপুরে একটা ভন রুটি খেয়ে
দিনভর পরিশ্রম করে কারো মুখে হাসি
ফুটাতে পারবে।
আমার এই লেখাটা কোন প্রতিষ্ঠানকে
হেয় করবার জন্যে নয়। এই লেখাটা কিছু
শিক্ষিত মানুষের বিবেককে নিয়ে!
সে সত্যিই কি আদৌ শিক্ষিত? হ্যা সে
প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত।
কিন্তু মনুষ্যত্বের শিক্ষা তাকে দিবে
কে?
যে শিক্ষা ৫ টাকার বিনিময়ে বাবার
বয়সি লোকের গায়ে হাত তুলে সেই
শিক্ষার কাথায় আগুন।
যে শিক্ষা মা বাবাকে বৃদ্ধাশ্রমে
স্থান দেয় ধিক্কার জানাই সেই সব
শিক্ষিতদের।
আপনি অনেক কিছু করেন প্রিয়জনের মুখে
হাসি ফুটানোর জন্য
সে গরীব, দিনমজুর বলে কি তার প্রিয়
মানুষ থাকতে পারে না।
দিনশেষে মিলিয়ে দেখবেন সকলের সব
ব্যস্ততা এই প্রিয় মুখগুলোকেই ঘিরে।
হয়তো তার চাহিদা ডাল ভাত
আর আপনার চাইনিজ- চাওমিন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ক্যান্সারযোদ্ধা বলেছেন: বাস্তবতা।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

অমিত অমি বলেছেন: মন-মানসিকতার ব্যাপারটাও মাথায় রাখা উচিত।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

বটপাকুড় বলেছেন: শুধু ভালো প্রতিষ্ঠানে পড়লেই যদি ভালো মানুষ হওয়া যেত, তাহলে দেশে এত অব্যবস্থাপনা থাকতো না। আমাদের দেশের চিকিৎসক এবং প্রকৌশলী এই দুই পেশার লোকজনদের মাঝে নৈতিকতার অভাব দেখেছি অনেকের মাঝে। কি আর করা, পরিবার থেকে শিক্ষা না পেলে কি আর করবে?

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

অমিত অমি বলেছেন: মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

অমিত অমি বলেছেন: মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

পীরবাবা বলেছেন: ভালো লিখেছেন। তবে আপনি শুধু রিক্সাওয়ালার ৫ টাকা বেশী চাওয়ার কথা বলেছেন। ১০ টাকার ভাড়া ২৫ টাকা চাওয়ার কথা বলেননি। হয়তো নিজেকে আপনি শিক্ষিত বলে মনে করেন, তাই এই বেশী টা এড়িয়ে যান। অথবা আপনি সেই গাধা বাংগালীর দলে পড়েন যারা মনেকরে, অন্যরা আমার প্রতিবাদ করে দিবে, আমি তো ভদ্রলোক। কিনতু দেয়ালে পিঠ ঠেকলে কি করতে হয়, তা আপনার জানা নাই। আর ছোট ছোট জিনিস উপেক্ষা করতে করতে একসময় দেখবেন লোকে আপনার ভাগের টাও নিয়ে যাচ্ছে। তাই সময় থাকতে পথে আসুন। B-))

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

অমিত অমি বলেছেন: বেশি চাওয়ার অধিকার তার যেমন আছে সেই সাথে তার রিক্সায় না যাওয়ার অধিকারও আপনার আছে।
কিন্ত তার গায়ে হাত তুলার অধিকার পেলেন কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.