নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণে

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

কোন পত্রিকার কোন কলামে লেখার মতো যোগ্যতা আমার নেই।আমার লেখাগুলো ফেসবুক কিংবা ব্লগের পাতাতেই সীমাবদ্ব।
তারপরেও বিষয়টা নিয়ে লিখছি।যদি কেউ একজন আমার লেখাটা পড়ে সর্তক হয় তবেই আমার লেখাটা সার্থক।
" প্রবাদে আছে চুর পালালে বুদ্বি বাড়ে"
কিন্তু এখানে চুর বারবার পালিয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তির কোন হুশ নেই।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনা তে এটা প্রথম অঘটন নয়।য়
আগেও ঘটেছে তবে কতৃপক্ষ কোন উদ্দ্যোগ নেয় নি কেন?
কিছুদিন পর নতুন ছাত্রের সমাগম ঘটবে ক্যাম্পাসে।
নতুন জায়গা,নতুন দৃশ্য! একটু উপভোগ তো তারাও করতে যাবে।
তারা তো এই মৃত্যু ফাঁদ সম্পর্কে অবগত নয়।
সেখানেও তো সতর্কতা মূলক কোন কিছু লেখা নেই।
তাদের দুর্ঘটনার দায়ভার কে নিবে?
অতীত ভুলে যাওয়া উচিত নয়
অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতকে রক্ষা করুন।
যারা আজ চলে গেছে তারা হয়তো আমার কিংবা আপনার কিছুই না, তাই আমাদের মাথাব্যথাটাও কম।
কিন্তু যে মা আজ সন্তান হারালো তার দুঃখের কি কোন বর্ণনা হবে?
প্লিজ আর কোন মাকে হতাশ করার আগে সচেতন হোন।
একটু সজাগ হোন
ছাত্রদের বাঁচান।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: একটু সজাগ হোন
ছাত্রদের বাঁচান।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

অমিত অমি বলেছেন: কথাগুলো তাদের কানে পৌঁছায় না।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

ইকরাম বাপ্পী বলেছেন: ঝরণাটার কি কোন ছবি দেওয়া সম্ভব??? :| :|

৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

অমিত অমি বলেছেন: না দাদা দুঃখিত দিতে পারছি না।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

হানিফঢাকা বলেছেন: ঐটা একটা ঝর্না হল। এইটারে আমরা বলতাম নালা। জায়গাটা অবশ্য বিপদজনক, প্রচুর পাথর আছে।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি জানি আপনি হয়ত অনেক কষ্ট করে এই পোস্টটি লিখেছেন। হয়ত টাইপ জনিত কিছু সমস্যার কারনে কিছু বানান ভুল আছে। সামান্য একটু চেষ্টা করলেই আপনি এই পোস্টটিকে আরো আকর্ষনীয় করে সকলের পাঠে আকর্ষন করতে পারতেন। হয়ত একটু ছবি, ঘটনার ব্যাপারে আপনার নিজস্ব মতামত, দুর্ঘটনার একটি আনুমানিক পরিসংখ্যান পোস্টের গ্রহনযোগ্যতা বাড়িয়ে তোলে।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

অমিত অমি বলেছেন: যাই হোক মৃত্যু তো আর নাল কিংবা ঝরনা মানে না।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

অমিত অমি বলেছেন: দাদা পরবর্তীতে চেষ্টা করবো পাঠকের জন্য আরো আকর্ষণীয় করে তুলতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.