নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৬৯

অমিত অমি

ঢাকা

অমিত অমি › বিস্তারিত পোস্টঃ

হ্যাপি ব্লগিং

১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সর্বপ্রথম বুঝতে হবে আপনি ফেসবুকে
না ব্লগে লেখালেখি করছেন
এখানে কেউ আপনার মন রক্ষা
কিংবা আপনাকে গ্যাস দিয়ে
আকাশে উড়ানোর জন্য আপনার
পোস্টে মন্তব্য করবে না। :(
আপনার পোস্টে তারা তাদের মত
প্রকাশ করবে।
মানুষের সাথে মানুষের সব কিছু
মিল থাকলেও তাদের জিন এবং
চিন্তাধারা কখনো মিলবে না।
হয়তো আপনি ৭আর ৫ মিলে ৭+৫= ১২
ভাবেন
কেউ কিন্তু ৭-৫=২ ভাবে
সব কিছুর পজেটিভ নেগেটিভ দিক
আছে সেটা মাথায় রাখা দরকার।
আপনার কাছে যে বিষয়গুলো
ভালো লাগে তা আন্যের কাছে
ভালো নাও লাগতে পারে।
তার কিন্তু স্পষ্ট ভাষায় ভালো
লাগেনি বলার অধিকার রয়েছে।
ব্লগে লেখালেখি করতে হলে
ভালো শুনার পাশাপাশি ভালো
লাগেনি শুনার অভ্যাস করতে হবে। :)
আর কেউ ভালো লাগেনি বললে
তাকে গালমন্দ করার অভ্যাস ছাড়তে হবে।
যদি তা না পারেন তবে ব্লগ
আপনার জন্য না।:P কেননা ব্লগ রুচিশীল ব্যক্তিদের জন্য।
অতঃপর হ্যাপি ব্লগিং :)

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

গেম চেঞ্জার বলেছেন: হ্যাপি ব্লগিং B-)

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

মামুন ইসলাম বলেছেন: শুভ ব্লগীং !:#P

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

অমিত অমি বলেছেন: আমার ব্লগে আপনাদের স্বাগতম।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

খেয়ালি দুপুর বলেছেন: বেশ যুক্তিযুক্ত কথা। শুভকামনা অনেক।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

অমিত অমি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সেই সাথে আমার ব্লগে আপনাকে স্বাগতম। :)

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

ক্যান্সারযোদ্ধা বলেছেন: হ্যাপি ব্লগিং..

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০

অমিত অমি বলেছেন: :)

৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

নীল ডাইনী বলেছেন: জেনে নিলাম, নতুন ব্লগার হিসেবে আমার উপকার হবে বেশ, ধন্যবাদ আপনাকে

৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

অমিত অমি বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম। :)

১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক্কেবারে মনের কথা। এখানে দেখা যায়, নিজের মতের সাথে না মিললেই সবাই হয়ে যায় ছাগু নয়তো মন্তব্য মুছে ফেলা হয়। গালাগালি, কটু মন্তব্য ডিলিট করতেই পারে কিন্তু সাধারণ মতামতও যদি পোস্টের বিপরীতে যায় আর সে লেখক যদি মন্তব্য মুছে ফেলে তার আর ব্লগিং করার কী দরকার? গতকালই আমার একটা সাধারণ মন্তব্য মুছে ফেলেছিল জনৈক ব্লগার।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯

অমিত অমি বলেছেন: হয়তো তিনি সব কিছুতেই বাহ বাহ পেতে চান। :-/

১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

ক্রিবিণ বলেছেন: হ্যাপি...

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

অমিত অমি বলেছেন: টুট টুট :P

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

গেম চেঞ্জার বলেছেন: আপনি রিপ্লে দিচ্ছেন না কেন? সবুজ রঙের (সময় তারিখের সারিতে ডানে) এরো তে ক্লিক করলেই তো রিপ্লে বক্স চলে আসবে।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

অমিত অমি বলেছেন: দাদা নতুন তো আস্তে আস্তে শিখে নেব।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: শুভ ব্লগিং।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

অমিত অমি বলেছেন: :)

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: হ্যাপি ব্লগিং

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

অমিত অমি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্লগে লেখালেখি করতে হলে
ভালো শুনার পাশাপাশি ভালো
লাগেনি শুনার অভ্যাস করতে হবে। :)
আর কেউ ভালো লাগেনি বললে
তাকে গালমন্দ করার অভ্যাস ছাড়তে হবে।
যদি তা না পারেন তবে ব্লগ
আপনার জন্য না।:P কেননা ব্লগ রুচিশীল ব্যক্তিদের জন্য।
অতঃপর হ্যাপি ব্লগিং :)
মোক্ষম সত্যবচন
স্বাগত হে নবীন/সামুর ভুবন করো রঙ্গীন

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৬

অমিত অমি বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩

ভিটামিন সি বলেছেন: হ্যাপি'রে ব্লগিং এ ও নিয়া আসলেন!! আবার না পিছু পিছু রুবেলও চলে আসে।!!

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

অমিত অমি বলেছেন: আসলে নতুন ট্রাজেডি সৃষ্টি হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.