নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ/জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

অঞ্জন ঝনঝন

অঞ্জন ঝনঝন আমার আসল নাম না। আমি সামুর নিয়মিত ব্লগারও না। মাঝেমধ্যে ঘুরে যাই ভাল্লাগে।

অঞ্জন ঝনঝন › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের দুয়ারে গালিব আর খৈয়ামের আরজি

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬



স্থান: রোজ হাসর ময়দান

দোজাহানের বাদশাহ, রাজাধিরাজ, মহামহিম ঈশ্বর আরশে আজিমে সমাসীন। বেবাক আদম সন্তানের হাতে তাদের আমলনামা ধরায়া দেয়া হইতেছে। খোদা তাআলা স্বয়ং উপস্থিত থাইকা সব কিছুর তদাকি করতেছেন।

এমন সময় ফিরিশতারা দুই আদমিকে টেনে হিঁচড়ে ঈশ্বরের সামনে নিয়া আসলেন। ঈশ্বরের পায়ে সেজদাবনত হইয়া ফিরিশতারা জানাইলেন,
'হে ঈশ্বর আপনার এই দুই নাদান বান্দা তাদের আমলনামা গ্রহণ করিতেছে না। আপনার কাছে নাকি তাদের ব্যক্তিগত আরজি আছে।'
ঈশ্বর তাদের আরজি জানানোর অনুমতি দিলেন।

এই দুই বান্দার একজন ওমর খৈয়াম, আরেকজন মির্জা গালিব।

ওমর খৈয়াম শুরু করলেন,
"হে মহান ঈশ্বর, আমার আমলনামা নেয়ার আগে আমি আপনার কাছ থেকে কৈফিয়ত দাবি করতেছি।" নাদান বান্দার এহেন উক্তি শুনে ফেরেশতারা চমকায়া উঠলেন। কিন্তু ঈশ্বর তারে চালায়ে যাবার অনুমতি দিলেন।

অনুমতি পাইয়া ওমর খৈয়াম শুরু করলেন। তিনি তার জীবদ্দশায় লেইখা যাওয়া করুণ আকুতির একখান রুবাইয়াৎ তেলাওয়াত করলেন। যার বাংলা করলে দাঁড়ায়

ওগো, আমার চলের পথে তুমি
রাখলে খুঁড়ে পাপের গহর
ব’ইয়ে বিপুল সুরার লহর
ক’রলে পিছল ভুমি!

এখন আমি ঠিক যদি না চ’লতে পারি তালে
শিকল বাঁধা চরণ নিয়ে প্রারব্ধের ওই জালে
ব’লবে না ত’ ক্রুব্ধ অভিশাপে-
পতন আমার হ’লো নিজের পাপে!


খৈয়ামের রুবাঈয়াতের পর থমথমে পরিবেশ। কিন্তু মহামতি ঈশ্বর বিচলিত হইলেন না। তিনি স্মিত হেসে গালিবের দিকে তাকালেন। তার আরজি শুনতে চাইলেন।


মীর্জা গালিব ত্যাঁদড় আদমি। তিনি কইলেন, "আমার পাপের হিসাব নিয়েন না খোদা"
ফেরেশতাগ এইবার ভিমরি খাবার পালা। তারা জিগাইলেন, ক্যান?
গালিব সোজা সাপ্টা জওয়াব দিলেন,
কত না করা পাপের হাহাকার দিলে লয়া ঘুরতাছি, এর থেইকা বড় সাজা আর কি হইবার পারে?

খৈয়ামের রুবাইয়্যাতখানার অনুবাদ নরেন্দ্র দেবের বই থেকে নেয়া

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কত না করা পাপের হাহাকার লইয়া ঘুরতে আছি !! =p~ =p~ =p~ =p~

+++

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

অঞ্জন ঝনঝন বলেছেন: আসলেই এই হাহাকার কম না। কত কিছু করবার মন চায় এই রঙের দুনিয়ায় । Click This Link

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: ওগো, আমার চলের পথে তুমি
রাখলে খুঁড়ে পাপের গহর
ব’ইয়ে বিপুল সুরার লহর
ক’রলে পিছল ভুমি!


কথা তো ঠিক।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

অঞ্জন ঝনঝন বলেছেন: হু এহন তাল সামলায়া চলতে না পারলে আমার দোষ

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিচার যদি করবে কেনো রহমান নাম নিলে
ঐ নামের গুনে তরে যাব কেনো এ জ্ঞান দিলে..?
দীন- ভিখারী বলে আমি
ভিক্ষা যখন চাইবো স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

অঞ্জন ঝনঝন বলেছেন: বিচার যদি করবে কেনো রহমান নাম নিলে
ঐ নামের গুনে তরে যাব কেনো এ জ্ঞান দিলে..

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

আখেনাটেন বলেছেন: না করা পাপের হাহাকার দিলে ----- তাইতো। কত কিছুই তো করতে মনচায়। সামনে যেতে গিয়েও ফিরে অাসতে হয়। কেন? কে জানে?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

অঞ্জন ঝনঝন বলেছেন: সেইটাই ঈশ্বরের জিনিশটা কনসিডার করা উচিৎ

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

করুণাধারা বলেছেন: তত্বগুরু খৈয়ামেরে পৌঁছে দিও মোর আশীষ
ওর মত লোক বুঝল কিনা উলটা করে মোর হাদিস
কোথায় আমি বলেছি যে, সবার তরে মদ হারাম?
জ্ঞানীর তরে অমৃত এ, বোকার তরে উহাই বিষ!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

অঞ্জন ঝনঝন বলেছেন: আহা অমৃত :)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ ধরনের রূপক ঘটনা ইসলাম সমর্থন করে কিনা জেনে পোস্ট দিলে সবার জন্য সুবিধার হয়...

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

অঞ্জন ঝনঝন বলেছেন: ইসলাম সমর্থন করে কিনা সেটা নিয়ে আমার মাথাব্যথা নাই। কারো ধর্মা‌নুভূতিতে আঘাত না লাগলেই চলে। আর আমার মনে হয় না এইখানে এমন কিছু আছে

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

অঞ্জন ঝনঝন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.