নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

অসহিস্নুতা লেপ্টে আছে ধর্মের প্রতিটি কনায়। সেখানে সহিস্নুতা বড় দুর্লভ।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

অসহিস্নুতা লেপ্টে আছে ধর্মেই। হোক সে ধর্ম হিন্দু কি মুসলিম। ধর্ম শব্দটাকেই মুছে দেওয়া যায় না? চল না সবাই একবার চেষ্টা করি। একবার আমরা সবাই সমস্বরে বলি আমি ধার্মিক না, মানুষ।
-
"1) মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষন করতে বলা অসহিষ্ণুতা নয়?????
2) গরুর মাংস ফ্রিজে রাখার অপরাধে মন্দির থেকে ঘোষনা দিয়ে আখলাক'কে পিটিয়ে মারার ঘটনা টা কোন সহিষ্ণুতা ?? এটা অসহিষ্ণুতা নয়??
3) "রামজাদে না হয় হারামজাদে " এই উক্তি করে সমস্ত ধর্মের মানুষকে হারামজাদে বলাটা অসহিষ্ণুতা নয় ?
4) হিন্দুস্হান শুধু হিন্দুদের, মুসলিমরা পাকিস্তানে যাক। এটা অসহিষ্ণুতা নয়? ????
5)দলিত বৃদ্ধা মহিলা কে মন্দিরে ওঠার অপরাধে পুড়িয়ে মারা হল। এটাকে কি বলবেন? ????
6) জোর করে ধর্মান্তরকরণ, না হলে আক্রমন।
এটা কোন ধরনের সহিষ্ণুতা? ?
7) অসহিষ্ণুতা নিয়ে প্রতিবাদ করায় সাহিত্যক, নাট্যকারদের কুশপুত্তলিদাহ করা অসহিষ্ণুতা নয়????
8) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে পিচ খুঁড়ে দিয়ে বিশ্বের দরবারে দেশের মর্যাদা ক্ষুন্নকারীদের কী বলবেন? ?
9) পুস্তক প্রকাশ অনুষ্ঠানে অন্যদেশের প্রতিনিধির মুখে কালিমাক্ত করা সভ্য সমাজের সভ্য মানুষের সভ্য সরকারের চোখে খুব বড় সহিষ্ণু ও গর্বের কাজ নাকি? ?
10) "বিহারে বিজেপি হারলে বাজি ফাটবে পাকিস্তানে " এই উক্তি করে বারবার মুসলিমদের পাকিস্তানি বলে আখ্যায়িত করা অসহিষ্ণুতা নয়? ?
11) 2020 এর মধ্যে দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে, , এই উক্তিটির মধ্যে কোনো সহিষ্ণুতা খুঁজে পাচ্ছেন? ?
12) মসজিদ কোনো ধর্মপ্রতিষ্ঠান নয়, চাইলেই গুড়িয়ে ফেলা যেতে পারে, , এটা উদগান্ডুতা নয়???
13)" মাদ্রাসা জঙ্গিদের কারখানা " এটা উদগান্ডুতা নয়? ??
14) মুসলিম মেয়েদের বন্ধ্যতাকরণ এর টিকা খাওয়ান " এটা কোন সহিষ্ণু দেশের ,সহিষ্ণু সরকার দলের উক্তি হতে পারে? ?????
15)শাহরুখ খান'কে পাকিস্তানের দালাল বল খুব বড় দেশভক্তের পরিচয় দিলেন নাকি??
আরো অনেকে তো অসহিষ্ণুতা নিয়ে প্রতিবাদ করেছে, তাদেরকে তো পাকিস্তানের দালাল বলা হয়নি। তাহলে শাহরুখের বেলা কেন??
ধর্মের ভিত্তিতে মন্তব্য করে অসাম্প্রদায়িকতা ছড়িয়ে দেশভাগের চেষ্টা করাটা অসহিষ্ণুতা নয়? ????
অসহিষ্ণুতা নিয়ে লিখতে গেলে আমার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে তবু লেখা সম্পূর্ণ হবেনা। ।
আজ আমির খানের স্ত্রী তার কাছে দেশে থাকতে পারবে কি পারবেনা সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। । ভাববার বিষয় এটা, ,
তিনি ‪#‎Incredible_India‬ এর ব্র্যান্ড এম্বাসেডর হয়ে যদি আশঙ্কিত হন এবং তা প্রকাশ করে তাহলে তিনি ভুলটা কোথায় করেছেন? ??
কিছু ‪#‎উদগান্ডু‬ ‪#‎সন্ত্রাসবাদী_‬ দল বিজেপি, আর এস এস, শিবসেনা , এবং কিছু উদগান্ডু পাবলিক এই উক্তির প্রতিবাদ করছে। বলছে আমির খান এই মন্তব্য করে দেশের মান ছোট করছে। ।
কতবড় উদগান্ডু হলে তারা এই মন্তব্যর প্রতিবাদ করতে পারে তা আমার জানার বাইরে। ।
উদগান্ডু বাদে সাধারন মানুষের মনে আমার এই লেখার ফলে দুঃখ লেগে থাকলে আমাকে মাফ করবেন।
.(copyright) "

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

মুদ্‌দাকির বলেছেন: অসহিষনুতা মানুষের মনে, ধর্মে নয়

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

আনন্দ কুটুম বলেছেন: মানুষ ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

মুদ্‌দাকির বলেছেন: প্রকৃত অর্থেই ধর্ম যাদের নিয়ন্ত্রন করে তাদের মধ্যে আর বিদ্ধেষ থাকা সম্ভব নয়

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

রেসিমিক সিরামিক বলেছেন: copyright এড়িয়ে চলুন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

খোলা মনের কথা বলেছেন: মুদ্‌দাকির বলেছেন: অসহিষনুতা মানুষের মনে, ধর্মে নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.