নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

তার স্বপ্ন তিনি মৃত্যুর আগে বাংলাদেশের ৪/৫ টাকা দামের স্যানেটারি ন্যাপকিন তৈরি করে যাবেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

আমার এক দূরসম্পর্কের আত্মীয় ইউট্রাস ক্যান্সার নিয়ে ৯৩ বছরে মৃত্যু বরণ করেন। সেই ২০ বছরে প্রথম সন্তান জন্ম হওয়ার পরে ইনফেকশন শুরু হয়। এর পর কেটে গেছে এতো গুলো বছর। এর মাঝে চলেছে ঘর সংসার, সন্তান উৎপাদন, সব কিছু। চল্লিশের কোঠায় এসে পরিনাম আরও ভয়াবহ হয়। কাশি দিলে জরায়ু বেড়িয়ে আসত। হাত দিয়ে সেটা আবার ভেতরে ঢুকিয়ে দিতেন। ধিরে ধিরে সেটা রুপ নিল জটিল ক্যান্সারে। তার মৃত্যুর পরে আমি এতটুকুই জানতে পেরেছিলাম।
কথা গুলো যে বড় লজ্জার। এগুলো কি আর সবাইকে বলা যায়??
কথাগুলো শোনার পরে আমি স্তব্ধ হয়ে বসে ছিলাম। প্রতিটি নারী তা হলে কত কষ্ট করে এই জিনিসটি সংরক্ষন করেন। মাঝে মাঝেই আমি কল্পনা করার চেষ্টা করি বিষয়টা আসলে কেমন? কিন্তু এটা আমার কল্পনার অতীত। চোখের সামনে একটা অস্পষ্ট বিষয় ভেসে ওঠে। এটা এমন একটি জিনিস যেখানে উৎপত্তি হয়েছে পৃথিবীর সকল মহাপুরুষের। উৎপত্তি হয়েছে সকল কাপুরুষের।
মাঝে মাঝেই দেখি জরায়ু নিয়ে ছেলেদের ব্যাঙ্গ বিদ্রুপ। মেয়ে মানুষ, বীরাঙ্গনা, ধর্ষণ, ইউট্রাস এই শব্দগুলোকে সেক্স টনিক বা যৌন উত্তেজক শব্দ হিসেবে এরা ব্যাবহার করে। শ্রেণীকক্ষে শিক্ষকের লেকচার থেকে এরা খুঁজে নেয় বীরাঙ্গনা শব্দটিকে। লিঙ্গের সাথে লিঙ্গ ঘর্ষণের মত সুখ তারা উপভোগ করে তাদের চোখ, মুখ আর বিকৃত মন দিয়ে। কিন্তু বিষয়টা যে কত কষ্টের কত কঠিন সেটা এরা বুঝতে পারে না।
জরায়ুর ক্যান্সার একটি ভয়াবহ রোগ। কিন্তু এখনো প্রকাশ্যে বিষয়গুলো নিয়ে আলাপ শুরু হয়নি। কিছুদিন যাবত নারীর ঋতুস্রাব নিয়ে ছেলেদের খুব ব্যাঙ্গ বিদ্রুপ লক্ষ করেছি। এদের কথা বাত্রায় একটি বিষয় খুব স্পষ্ট তা হল নারীদের এই বিষয় গুলোকে কটাক্ষ করে কিছু লিখলে লাইক বেশি পাওয়া যায়। প্রমান হিসেবে আমি এই জাতীয় কিছু ক্রিয়েটিভ ছেলের নাম তুলে দিতে পারি। তাতে সমস্যার কোন প্রতিকার হবে না। তাই করছি না। এদের আচার ব্যাবহারে একটা বিষয় খুব লক্ষণীয় তা হল, মেয়েদের নিয়ে যৌন উত্তেজক কথা বাত্রা বললে নিজেকে পুরুষ পুরুষ মনে হয়। কিন্তু এরা ভুলে যায় তার মত পুরুষ কিন্তু তার বন্ধুটিও সাজতে চায় যখন প্রসঙ্গ হয় ছেলেটির নিজের বোন/ মা।
নারীর থেকে পুরুষ প্রাকৃতিক ভাবেই অনেক সুরক্ষিত শরীর পেয়েছে। সেই তুলনায় নারীর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিৎ। কিন্তু বাস্তবতা ভিন্ন। মেয়েদের ঋতুস্রাব, প্রসব, ধর্ষণ এগুলো এদের কাছে বড় বিনোদনের বিষয়। শিক্ষাটা শুরু হোক পরিবার থেকে। একজন মা'ই পারে একটি সুন্দর সমাজ তৈরি করতে। শুরু হোক নিজের ঘরে। ঘরই সবচেয়ে বড় স্কুল। প্রতিটা মায়েরই উচিৎ তার সন্তানকে শেখান যে, কি করে মেয়েদের সম্মান দিতে হয়।
"ওয়াহিদা বানু" নামের এক মহৎ প্রান মানুষের একটা ইন্টার্ভিউ পড়লাম। তিনি কাজ করে যাচ্ছেন নারীর শারীরিক সুরক্ষার জন্য। তার স্বপ্ন তিনি মৃত্যুর আগে বাংলাদেশের ৪/৫ টাকা দামের স্যানেটারি ন্যাপকিন তৈরি করে যাবেন। তিনি তার সংগ্রাম অব্যাহত রেখেছেন। লেখাটা পড়ে আমি অবিভুত হয়েছি। চোখে জল এসেছে।
সেক্স খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। বিশেষ কোন নারী দেহের প্রতি আপনার টান থাকবেই। সেটা কিছুটা রোম্যান্টিক, বিনোদন, অনুভবের হবেই। কিন্তু ঋতুস্রাব, ধর্ষণ, প্রসব এগুলো কিন্তু সেক্স না। এগুলোকে সেক্সের সাথে গুলিয়ে ফেলার কোন মানে হয় না। পরিনামে আপনার নিজের পরিবারের মেয়েটিই অনেক বেশি বিপদের মুখে পতিত হবে। তখন আপনার কিছুই করার থাকবে না। কারন আপনিও এই ধর্ষকদের একজন।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:

এই সমসয়াগুলো সমাধানের জন্য কাজ করার চেস্টা করেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

আনন্দ কুটুম বলেছেন: চলুন সবাই মিলে সবাইকে সচেতন করে তুলি।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

রাজর্ষী বলেছেন: ভালো লিখেছেন। এসব সমস্যা সমাধান খুবই জরুরী।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

আনন্দ কুটুম বলেছেন: আপনিও এই বিষয় নিয়ে একটা লেখা লিখুন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালো লাগলো , বস্তুনিষ্ঠ লেখা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

মানবী বলেছেন: আপনার আত্মীয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। দুঃখজনক হলেও এই চিত্রটা আমাদের দেশে খুব দুর্লভ নয়, এমনকি অত্যন্ত শিক্ষিত অবস্থাপন্ন পরিবারেও এমন ঘটনা কমন।

জরায়ু নিয়ে কখনও কেউ অশালীন উক্তি করেছে এমন জানা নেই। করে থাকলে তা অত্যন্ত নীছ এবং ঘৃন্য যদিও জরায়ূ, ঋতুস্রাব নিয়ে কেউ কটুক্তি করলে তা তার নিজের উপরেই আসে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্মের সাথে জরায়ু এবং মাসিকস্রাব অতঃপ্রত ভাবে জড়িত।
লেখার অপর বিষয়টি নিয়ে দীর্ঘ দিনে ধরে পোস্ট দেবার কথা ভাবলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি, শীঘ্রই তা করার ইচ্ছে রইলো।

পোস্টের জন্য ধন্যবাদ আনন্দ কুটুম।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

আনন্দ কুটুম বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

কৌশিক ইন্ডিয়া বলেছেন: কলকাতাই শুরু হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ১০ রুপীতে ৩টি

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

আনন্দ কুটুম বলেছেন: আপনি কি বিস্তারিত বলতে পারবেন?? খুব উপকার হয়।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার একটি পোস্ট৷ যৌনতা নারী পুরুষ সবার মাঝে থাকবে৷ তবে কিছু অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে জনসম্মুখে হাস্যরসের বিষয় করে তো নীচু মানসিকতা ছাড়া কিছু নয়৷

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আনন্দ কুটুম বলেছেন: পনার সাথে সহমত

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: অল্প কথায় চমৎকার বিষয়টি তুলে ধরেছেন।

+।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। আপনিও লিখুন। বিষয়টা আলোচনা হওয়ার দাবী রাখে।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

তামান্না তাবাসসুম বলেছেন: লেখককে অন্তরের অন্তরস্থল থেকে সম্মান শ্রদ্ধা।
পারলে পোস্ট টা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়েন, তাতে সাধারণ মানুষ আরো বেশি পড়তে পারবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ আপু। ফেসবুকে দিয়েছি। কিন্তু ফেসবুকে কেউ এগুলো এখন আর পড়তে চায় না।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

কাজী নজরুলের ছাত্র বলেছেন: আপনার আত্বীয়ের মত এরকম অনেকেই আছেন।
তাই উচিত সচেতন মানুষদের অন্যান্যদেরও এ ব্যাপারে সচেতন করার চেষ্টা করা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

আনন্দ কুটুম বলেছেন: আমি আমার চেষ্টা অব্যাহত রাখব। ধন্যবাদ।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

প্রামানিক বলেছেন: অল্প কথায় সুন্দর একটি বিষয়টি তুলে ধরেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

আনন্দ কুটুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: কিন্তু ঋতুস্রাব, ধর্ষণ, প্রসব এগুলো কিন্তু সেক্স না। এগুলোকে সেক্সের সাথে গুলিয়ে ফেলার কোন মানে হয় না।

এই বোধ যে আপনার মধ্যে আছে বা কাজ করছে দেখে অভিভূত হলাম , শুধু পুরুষ নয় নরী পুরুষ নির্বিশেষে খুব কম সংখ্যক ই এটা বোঝে ।
আমরা রক্ষণশীল মানসিকতার দোহাই দিয়ে এইসব বিষয় গুলকে নানা ভাবে রাক ঢাক করি পারিবারিক আলোচনায় , ফলাফল পরিবার থেকে সঠিক শিক্ষা টা না পেয়ে ছেলেরা বন্ধু মহলের ব্যাঙ্গ বিদ্রুপ টাই শিখছে । আচরণগত বা মানসিকতা উন্নয়নের শিক্ষা টা পরিবার থেকেই আসে ,এবং এর দায়িত্ব পরিবার এর ই। সেটা না করে এখন এইসব ব্যাসিক শিক্ষা গুলোও দেওয়ার চেস্টা হচ্ছে ত্রুটিপূর্ণ অপাঠ্য বই এর মাধ্যমে।, যারা দেবেন তাদের কথা না হয় ছেড়েই দিলাম , হাস্যকর !!! নতুন প্রজন্ম এমন শিক্ষাই শিক্ষিত হচ্ছে যে বন্ধু মহলের অগ্রহণযোগ্য বাক্যালাপ এখন ফেসবুকের মত পাব্লিক প্লেসে বলতেও দ্বিধাহীন !!

জানিনা পরিবারের অভিভাবক থেকে রাষ্ট্রের অভিভাবকদের শুভবুদ্ধির উদয় কবে হবে ???!!!!

ধন্যবাদ আনন্দ কুটুম , শুভকামনা

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

আনন্দ কুটুম বলেছেন: পনাকেও ধন্যবাদ পড়ার জন্য। বিশ্বাস রাখি মানুষে। মানুষ একদিন মানুষ হবে।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

কবি এবং হিমু বলেছেন: আসলে আজকাল আমরা ভূলেই গিয়েছি নারী মানে মা,বোন,বউ,প্রেমিকা,কন্যা।নারী মানে মমতাময়ী।আমাদের মন-মানসিকতা এমন হয়ে গিয়েছে নারী বলতেই কেবল আমরা এখন সেক্স মনে করি।নারী মানেই কিছু বিনোদন।জানি না কবে,কবে আমাদের পরিবর্তন আসবে।লেখাটির জন্য লেখককে ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

আনন্দ কুটুম বলেছেন: রিবর্তন আসবেই। ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

আরজু পনি বলেছেন: সেক্স খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। বিশেষ কোন নারী দেহের প্রতি আপনার টান থাকবেই। সেটা কিছুটা রোম্যান্টিক, বিনোদন, অনুভবের হবেই। কিন্তু ঋতুস্রাব, ধর্ষণ, প্রসব এগুলো কিন্তু সেক্স না। এগুলোকে সেক্সের সাথে গুলিয়ে ফেলার কোন মানে হয় না।...
খুব অসাধারণ করে আপনার কথাগুলো ফুটিয়ে তুলেছেন যে প্রিয়তে নিতেই হচ্ছে এই পোস্ট ।

আপনার মতো সুস্থ মানসিকতার সন্তানরাই আগামীর পুরুষ হয়ে উঠুক ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

এমন লেখার মানুষকে অনুসারিততে নিতেই হচ্ছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আনন্দ কুটুম বলেছেন: আপনি যেভাবে বলেছেন তার জন্য আমি নিজেই লজ্জা পেলাম। এতোটা ভালো বোধে হয় আমি লিখি না। আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

টুনা বলেছেন: অসাধারন । আমাদের মানবিক অনুভুতিগুলি এভাবেই জেগে উঠুক। শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন নিরন্তর।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

আনন্দ কুটুম বলেছেন: পনার নামটা এত্ত গুলা সুইট !!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.