নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

আপনার পকেটে কি ১০ টাকা হবে?? একটা স্যানেটারি ন্যাপকিন কিনব।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

‪#‎Donate‬ a Pad for a Hygienic ‪#‎Bangladesh‬
সেদিন জরায়ুর ক্যান্সারের ভয়াবহতা নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম। অনেকেই নানা ভাবে সনুভুতি দেখিয়েছেন। আসুন এবার নিজে কিছু করে দেখাই। আপনার পাঠানো ১০ টাকা / স্যানেটারি ন্যাপকিন নিশ্চিত করবে ভবিষ্যৎ মায়ের সুস্বাস্থ্য ও নবজাতক শিশুর নিরাপদ জন্ম।
বিজয় দিবসে একটা দারুণ একটি উদ্যোগ। আমাদের ডাক্তার আপু , Nazia Binte Alamgir ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে 250 জনের বেশি মেয়েকে গাইনিসেবা দিতে চাচ্ছে। এই সেবার সাথে প্রত্যেক রোগীকে একটা স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালকে একটা দিন হাতে আছে, প্যাড পাঠান কালকের দিনের মধ্যে পসিবল না। বাংলাদেশের সবচেয়ে লো কস্টের একটি প্যাডের দাম ১০ টাকা। সেই অনুযায়ী আপনি দশ টাকা পাঠালে আমরা একটি মেয়ের জন্য একটি প্যাড কিনতে পারব।
নিজেদের টাকা দিয়ে আমরা হয়ত বেশি প্যাড কিনতে পারব না । কিন্তু আপনাদের ২০০ জনের পাঠানো ১০ টাকা ২০০ মেয়েকে প্যাডের ব্যাবস্থা করতে সক্ষম।
সময় ১৬ তারিখ ৬টা পর্যন্ত। ৬টায় আমরা রওনা হব। ৬টার মধ্যেই টাকা পাঠালে আমরা প্যাড কিনতে পারব।
যদি আপনার মনে হয় দুঃস্থ নারীর প্রতি সহানুভূতি ছাড়াও আপনার আরো কিছু করার আছে। তা হলে এই ক্ষেত্রে আপনি দশ টাকা বিকাশ করতে পারুন এই নাম্বারে 01798753500
স্যানিটারি প্যাড নিয়ে সৃষ্টি করি সচেতনতা সবার মাঝে। সব মেয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুক, থাকুক রোগমুক্ত। আমাদের প্রত্যেকের সহযোগিতায়ই দেশ এগিয়ে যাবে। আমরাই গড়ব দেশের ভবিষ্যৎ। মনে রাখবেন, "কোন দেশই পারফেক্ট না। তাকে পারফেক্ট করে গড়ে তুলতে হয় সকলের প্রচেষ্টার মাধ্যমে"।
এই আইডিয়ার জননী Marzia Prova কে ধন্যবাদ। সেই সাথে সকলকে অনুরধ করব, এই লেখাটা নানা ভাবে সেয়ার করে ছড়িয়ে দিন। প্রয়োজনে আপনিও আপনার ওয়ালে দুকলম লিখে আরো বেশি মানুষকে এই প্রজেক্টের সাথে যুক্ত করুন। লিখতে না পারলেও সেয়ার দিন অন্তত।
#Donate a Pad for a Hygienic #Bangladesh।

মন্তব্য ১৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

ব্লগার ওমর ফারুক বলেছেন: ভাল উদ্দ্যেগ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

অগ্নিপাখি বলেছেন: আমাদের দেশে এখনও মেয়েদের বয়ঃসন্ধির এই স্বাভাবিক ব্যাপারটা একটা "ট্যাবু" হিসেবে দেখা হয়। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র মেয়েরা এখনও হয়তো "স্যানিটারি প্যাড" ব্যাবহারও করে না- তার বদলে কাপড় ব্যাবহার করে যা অত্যন্ত ক্ষতিকর এবং সংক্রমণের আশঙ্কা থাকে। এই স্বাভাবিক শারীরিক ব্যাপারগুলো স্কুল থেকেই শেখানো উচিত এবং পরিবারেরও উচিত বয়ঃসন্ধির এই সময়তে- প্রথম ঋতুস্রাবের সময় থেকে কুসংস্কারমূলক কথা না বলে তাকে এই ব্যাপারগুলো বোঝানো এবং ভয় দুরকরা। আপনাদের নেয়া এই উদ্যোগটি প্রশংসা এর দাবিদার। আপনাদের সাফল্য কামনা করছি।
ভালো থাকবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
কুডোস!

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১

গেম চেঞ্জার বলেছেন: কিপ ইট কনটিনিউ!!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

আনন্দ কুটুম বলেছেন: আপনাদের সহযোগিতা পেলে অনেক দূর যাওয়া যাবে। আশা করি সকলেই এমন উদ্যোগ নেবেন। ধন্যবাদ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

আহলান বলেছেন: বিষয়টাতো আসলে নিয়মিত পাঠাতে হবে। কারণ একবার এগুলোতে অভ্যস্ত হলে পরবর্তিতে অন্য কিছু আর ব্যবহার করা সহজ হবে না ... সব কিছু বিবেচনা করে কাজ করতে হবে ....!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

আনন্দ কুটুম বলেছেন: আমরা তাদের এই বিষয়ে শুধু অভ্যস্ত করতেই চাই। নিয়মিত সাপোর্ট দিতে চাই না।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

কাবিল বলেছেন: ভাল উদ্দ্যেগ।
বিকাশ নম্বরটা এজেন্ট নাকি পার্সোনাল উল্লেখ করেননি।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

আনন্দ কুটুম বলেছেন: দুঃখিত ভাই। এটা পার্সোনাল নাম্বার।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

ভুতের আড্ডা বলেছেন: খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় লেখার শিরোনামটা বিষয়বস্তু অনুযায়ী হয়নি। শিরোনাম অনেক আগে চোখে পড়লেও সেটি পড়ে ভেতরের বিষয়বস্তু বুঝতে পারিনি বলে এতোক্ষণ লেখাটি পড়া হয়নি। অনেকেরই এ ধরণের ভুল হতে পারে। লেখককে অনুরোধ, বিষয়টি একটু ভেবে দেখবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য। এটা আমার বড় একটা সীমাবদ্ধতা যে, আমি ভালো শিরোনাম লিখতে পারি না। তবে চেষ্টা থাকবে।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শুভ উদ্যোগ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আনন্দ কুটুম বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সুলতানা রহমান বলেছেন: লেখাটা দেখেছিলাম কানিজ ফাতিমার ওয়ালে। ভাল উদ্যোগ। আপনি শেয়ার করে ভাল করেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

আনন্দ কুটুম বলেছেন: মূল লেখাটা মারজিয়া প্রভার। এর সাথে আমি আমার কিছু কথা জুড়ে দিয়েছি সকলের সাথে কানেক্ট হওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.