নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও বাংলাদেশিদের আতিথেয়তা!!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

International Film Festival আসলে কি জিনিস? কোন চলচ্চিত্র বোদ্ধা কি এর ব্যাখ্যা দিবেন? বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার হতে চাই। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে কি শুধু দেশি বিদেশী সিনেমা প্রদর্শন আর ঢাকা ক্লাবের আড্ডা? নাকি এর বাইরেও কিছু লিখিত অলিখিত ব্যাপার স্যাপার থাকে বা থাকতে পারে??
A few cubic meters of love নামের একটি অসাধারণ সিনেমা দেখে বের হয়েছি মাত্র। মনের ভেতরে অন্য রকম ভালোলাগা। বাইরে বের হতেই দেখা হয়ে গেল চায়নিজ পরিচালক Ji Zhi এবং জাপানী পরিচালক Yusuke Inaba ও তার প্রযোজকের সাথে। স্বভাবতই যেটা হওয়ার কথা, কিঞ্চিৎ গল্প পরিচয়, তাই হল। কথার এক ফাঁকে Ji Zhi জানাল তার কাছে কোন স্কেডুল নাই। একটা তার খুব প্রয়োজন। কেননা সে জানেই না কখন কোন সিনেমা দেখানো হচ্ছে। ভালো কথা। নিজ দায়িত্বেই তাকে নিয়ে গেলাম ইনফর্মেশন বুথে। নিজেই জোগাড় করে দিলাম স্কেডুল। জাপানী বা চাইনিজদের যে বিষয়টা খুব লক্ষণীয় তা হল তারা ইংরেজিতে কথা বলতে খুব একটা পটু না। এদের বিষয়টাও একই রকম। ভাঙা ভাঙা ইংরেজিতে আমাদের গল্প তখন প্রায় জমে উঠেছে।
হাটতে হাটতে আমরা পুনরায় আবার ইনফর্মেশন বুথ থেকে থিয়েটারের সামনের পূর্বের স্থানে ফিরে এসেছি। হটাত মনে হল প্রানবন্ত একটি আড্ডার মাঝে পানি ঢেলে দেওয়া হল। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল কোন বিশেষ কারন ছাড়াই তাদের সাথে চিৎকার চ্যাচামেচি শুরু করে দিলেন। উপস্থিত আমি ও অন্যরা সবাই 'হা' হয়ে গেলাম। মানে কি?? এই ভদ্রলোক চিৎকার করছেন কেন? চিৎকার করার মত কি ঘটেছে??
তার বক্তব্য গুলো ঠিক এরকম- "এই কোথায় গিয়েছিলে? বললাম না কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তোমাদের নিয়ে ঢাকা ক্লাবে যাওয়া হবে। তোমারা কেন জেনারেল মানুষের সাথে চলাফেরা করছ? কথা বুঝতে পারনি?" (ইংরেজি অনুবাদ)
তারা অন্তদন্ত হয়ে গাড়িতে উঠে বসল। মিঃ জামাল তখনো চিৎকার করে যাচ্ছেন। ফ্যাটিভ্যাল কমিটির অন্য একজন ভদ্র মহিলা (আমি ঠিক চিনি না) জামাল সাহেবকে ঠাণ্ডা করতে চেষ্টা করলেন- "ওকে বলে লাভ নাই। ও ইংরেজি বোঝে না। আপনি ওকে বলুন"।
এই ঘটনার পরের পরবর্তী ১০ মিনিট আমি জাস্ট 'হা' করেই দাঁড়িয়ে ছিলাম ঐ প্লেসে। আতিথেয়তায় বিশ্ব খ্যাতো বাংলাদেশের আতিথেয়তা দেখে আমার চোখ তখন কপালে। এই কি তবে বাংলাদেশের কালচার? বিদেশিরা ইংরেজি জানে না বলে যে কোন ভঙ্গিমায়ই কি তাদের সাথে কথা বলা যায়?? এটাও জানতে চাই general people, VIP & VVIP এর সংজ্ঞা।
দুরদেশ থেকে কোন মানুষ বাংলাদেশে এসেছে। এখানের মানুষদের সাথে কথা বলবে, সেয়ারিং হবে, আড্ডা হবে এটা তো খুবই স্বাভাবিক বিষয়। তাছাড়া আমরাও তো কোন না কোন ভাবে সিনেমার সাথেই জড়িত। যারা সেখানে উপস্থিত ছিল তারা তো কেউই সিনেমার বাইরের মানুষ না। তা হলে এই বিষয় নিয়ে এতো উত্তেজিত হওয়ার কি আছে??
আমি অবশ্যই স্বীকার করে নিচ্ছি যে, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল একটি বড় দায়িত্ব পালন করছেন। সারা শহরকে সিনেমা দেখানোর দায়িত্ব এখন আপনার কাঁধে। অনেক দিক সামাল দিতে গেলে মেজাজ ঠিক রাখাটা খুব কঠিন। কিন্তু তাই বলে বিদেশিদের সাথে এই আচারন??
জামাল সাহেব, আপনি যদি একা সামাল দিতে না পারেন তা হলে অন্যের সাহায্য নিন। এতে আপনার গৌরব কমবে না। আন্তর্জাতিক মানের হোস্টিং এ পারদর্শী বহু শিক্ষার্থী এদেশে আছে। এদেশে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। এদেশে ইংরেজি ভাষার চর্চা হয়। এমন কি এদেশে বহু মানুষ ইন্টারপ্রেটার হিসেবে, টুর গাইড হিসেবেও করে খাচ্ছে। আপনি তাদের সাহায্য নিচ্ছেন না কেন??
-
আরেকটা বিষয়। গতকাল মিঃ জামালের বক্তিতায় তিনি বলেছেন বাংলাদেশ সরকার অনুদান হিসেবে ২০ লক্ষ্ টাকা দিয়েছে। সেন্সর ফি মৌকুফ করেছে। আবার দেখালাম এতো এতো স্পন্সর। তা হলে টাকা গুলো দিয়ে হচ্ছে কি?? শহরের কোন মানুষই জানে না যে, এই শহরে আন্তর্জাতিক ফিল্ম ফেস্ট হচ্ছে। এমন কি চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মীরাও জানে না। যাকেই প্রশ্ন করি, সেই বলে জানে না। তা হলে জানেটা কে? কার জন্যই বা এই ফেস্টিভ্যাল? Rubaiyat Hossain এর আন্ডার কন্সট্রাকশনের খাতিরে কিছু মানুষ আমন্ত্রণ পত্র পেয়েছেন। ইনফ্যাক্ট আমিও এই আমন্ত্রণ পত্রের মাধ্যমেই জেনেছি। আমার কথা ছেড়েই দিলাম। আমি না হয় চুনো পুঁটি। কিন্তু শহরের দর্শকরা?? নেই কোন প্রচার প্রচারণা। নেই কোন আমেজ। আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভালের পরিবেশ আমাদের নাই সেটা বহু আগেই প্রমানিত। কিন্তু যতটুকু হচ্ছে সেটাই বা সবার কাছে পৌঁছে দিতে এতো কার্পণ্য কিসের? বুঝি না!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

রাফা বলেছেন: উনিই নিজেই কি সঠিক ইংরেজী জানেন কিনা সেটাও ভেবে দেখা উচিত।ফিল্ম ফেস্টিভ্যাল'তো দর্শক স্রোতা বাদ দিয়ে হয়না।সঠিক ম্যানেজমেন্ট-এর অভাবেই'তো আপনার স্বরনাপন্ন হয়েছিলো।কতিপয় লোকের জন্য পুরো জাতিকেই অপমানিত হতে হয় মাঝে মাঝে।

ধন্যবাদ,আপনার সচেতনতার জন্য।এগুলোই আমাদের ধীরে ধীরে বদলে দিবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.