নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

“ভালবাসা কি.?”

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

“ভালবাসা কি.?”
আমি জিজ্ঞেস করলাম
জীবন থেকে
যৌবন থেকে
সুর্য্য থেকে
চন্দ্র থেকে
ফুল থেকে
পৃথিবী থেকে
আসমান থেকে
জমিন থেকে
বন্ধুদের থেকে
কিন্তু কারো কাছ থেকে ভালবাসার আসল কোন উত্তর পাওয়া গেল না
তখন তারিখ আমার হাত ধরে আমাকে পিছনে নিয়ে গেল..
অনেক পিছে.....
১৪০০ বছর পিছে...
তখন রাত খুব ঘনিয়ে আসছিল
চারিদিকে ঘন কাল নিরবতা
তখন এক মহামানব
সিজদারত হয়ে
চোখে অজশ্র অশ্রু নিয়ে
সৃষ্টিকর্তার দরবারে এক কথা বার বার
পুনরাবৃত্তি করে যাচ্ছিল
“রাব্বে হাবলি উম্মাতি, রাব্বে হাবলি উম্মাতি” অর্থাত
“ইয়া আল্লাহ আমার উম্মত কে ক্ষমা
করে দাও”
“ইয়া আল্লাহ আমার উম্মত কে ক্ষমা
করে দাও”
“ইয়া আল্লাহ আমার উম্মত কে ক্ষমা
করে দাও”
মন আর দিমাগ তখন আমাকে চরমভাবে মনে আঘাত করলো
মন তখন বললো
হে নাদান মানুষ! দেখ এটাকেই “ভালবাসা” বলে
যে নিজের উম্মতকে এতই ভালবাসেন আর ভালবাসার
আসল মর্মার্থ কি সেটা আমাদের দেখিয়ে দিয়েছেন
আমাদের নুরনবী(সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)
SUBHANALLAH.............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.