নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

আহত মর্যাদা...... আমি এখন একজন অনিরাপদ ব্লগার?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

আহত হয়েছে আমার মর্যাদা। জানি না কেন বার বার আমার পোষ্ট রিমুভ করে দিচ্ছে সামু। অথচ এর চেয়ে নিকৃষ্ট আর আক্রমানত্মক লেখা এখনো শোভা পাচ্ছে সামুর ওয়ালে।
পাঠক এখন বলুন আমাদের সমাজ বলছে যে যুক্তির কথা যুক্তি দিয়ে খন্ডন করতে হবে কোন হিংস্র পথ অবলম্বন করা যাবে না। এখন বলুন কালকে আমি লিখেছিলাম যে, জাফর স্যার যে উক্তি করেছেন "এর চেয়ে বড় জয় বাংলার অপমান' তিনি নাকি আর দেখেন নি। আমি যুক্তি দিয়ে শুধু কিছু প্রশ্ন উপস্থান করেছিলাম যে, স্যার যখন আপনার বউকে ধাক্কা দেওয়া হল তখন আপনার কাছে জয় বাংলার অপমান হয়েছে বলে মনে হল কিন্তু যেদিন জয় বাংলা স্লোগান দিয়ে মায়ের পেটে সন্তানকে গুলি করা হল, প্রকাশ্যে বিশ্বজিতকে মারা হলো সেই জয় বাংলা স্লোগান দিয়ে, তাহলে সেদিন আপনি কোথায় ছিলেন সেদিন কি জয় বাংলার অপমান হয় নি.?
পাঠক আজকে সামুর কাছে নয়, আপনাদের কাছে প্রশ্ন করছি এখানে এই লেখার মধ্যে বলেন আমি কোথায় ভুল করেছি.. যুক্তির কথা যুক্তি দিয়ে খন্ডন করাও কি আজ মৌলবাদ হয়ে গেল.? তাজ্জবের কথা অতি বিনয়ের সাথে আমি একি প্রশ্ন জাফর স্যার পের ফেইসবুক পেজে করেছিলাম কিছুখন ভাল রেসপন্স পেয়ে পরে দেখি জাফর স্যার আমাকে ব্লক করেছেন কোন উত্তর না দিয়েই। তাহলে বলুন এখন কি যুক্তির খন্ডন করাও কি জঙ্গিবাদ বলে গণনা শুরু হয়ে গেল.?
সামু'র কাছেও আমার একি প্রশ্ন কারন এর আগে আপনারা নিলয় যে বিয়ে করিনি তার সেটা লেখা আমার রিমুখ করেছেন, সানি লিয়ন এর উপর লেখা আমার রিমুভ করেছেন আর আজকে জাফর স্যার যুক্তিকে খন্ডন করা লেখাও রিমুভ করে দিলেন.। কেন? তাহলে বাংলার সবচেয়ে বড় ব্লগসাইট সামুও কি একমুখি তে বিশ্বাস স্থাপন করেছে..??
আমার লেখা যদি কাউকে পছন্দ না হয় তাহলে খন্ডন করুন, কিন্তু রিমুভ করে কিসের সমাধান হয়? যুক্তির সাথে মত প্রকাশ করাতো আপনাদেরই সূত্র ছিল আর এখনো আছে, তাহলে এই সূত্র আমার বেলা প্রযোজ্য নয় কেন?????
অতি বিনয়ের সাথে পাঠক আর সামুর কাছে উত্তর চাইলাম............

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

ফাহাদ মুরতাযা বলেছেন: :) :)

পড়েন Click This Link

বিকালে পারলে ২ নং কিস্তি টা দিব।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

এন.এ.আনসারী বলেছেন: আমার মনে হয় এখন আবার সামুকে তার নিরপেক্ষতার প্রমাণ দেওয়া দরকার সব ব্লগারদের স্বার্থে..

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

মাঘের নীল আকাশ বলেছেন: জাফর ইকবাল এবং তাঁর স্ত্রীর প্রতি আমার সহনুভূতি আছে এবং আমি ছাত্র/যুবলীগের এই আচরণের প্রতিবাদ জানাই!

তবে 'এর আগে জয় বাংলা শ্লোগানের এত বড় অপমান দেখিনি' বলে তিনি যেটা বলেছেন, তাতে তাঁর বরাবরের মতই একচোখা মনোভাবেরই প্রকাশ ঘটেছে। এখানে প্রশ্ন থাকে, তিনি 'অপমান' আর 'দেখা' টাকে কিভাবে সংগায়িত করেন!

কেবলমাত্র নিজে গলাধাক্কা খেলেই যদি তিনি "দেখেন" আর তাতে "জয় বাংলা শ্লোগানের অপমান" হয় তবে তার ম্যচুরিটির যথেষ্ট অভাব রয়েছে, এটা পরিষ্কার!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

এন.এ.আনসারী বলেছেন: সেটাইতো আমি বুঝাতে চাচ্ছি, কিন্তু এরুপ লেখা কি আর এখানে টিকতে দেওয়া হচ্ছে.?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

ফাহাদ মুরতাযা বলেছেন: মোডারেটোর হচ্ছে চরম 'নিরপেক্ষ' । একটু আগে আমারে "ফ্রন্টপেইজ ব্যান " করল , বোধহয় উপরের কমেন্ট এর জন্য আর নাইলে মুখ ও মুখোস নামে এক আবালের কথা জবাব দেয়ার জন্য!!! হায়রে নিরপেক্ষ টা গালির প্রতিবাদ করা যাবে না, সামুতে লিখতে হলে 'চেতনাবাদী' দের গালি চুপচাপ শুনতে হবে!!!

ভ্যালারে সামু, বেঁচে থাক চিরকাল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

এন.এ.আনসারী বলেছেন: আমরা বিনয়ের সাথে বলছি প্লিজ সামু দ্বিমুখীনীতি পরিহার করে নিরপেক্ষতা বজায় রাখুন- প্লিজ

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

টিএম.নীরব বলেছেন: সৎ কথার দাম সামু দিবেনা এটাই বুজা গেলো

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

এন.এ.আনসারী বলেছেন: যদি সৎ কথার দাম না দেয়, তাহলে বিনয়ের সাথে বলবো কিসের নিরপেক্ষতার চাদর?

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এর আগে আমার এক আই ডি ১ দিনের জন্য ব্লক করা হয়েছিল । কারণ, আমি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিনের বিপক্ষে লিখেছিলাম। আমি লিখেছিলাম উনি হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শোকসভায় গিয়ে চোখের পানি না ফেলে যদি মৃত্যুশয্যায় উনাকে হাসপাতালে দেখতে যেতেন (কারণ তখন গুলতেকিন আমেরিকা ছিলেন) তাহলে ভালো হতো। লেখাটাও মুছে ফেলেছিল। আবার শাহবাগ বিরোধী লেখার কারণে আমার এক বন্ধুকে পুরোপুরি ব্যান করা হয়। অথচ ইসলাম বিরোধী অনেক পোস্ট সামুতে শোভা পায়। কিন্তু শাহবাগবিরোধী পোস্ট দেয়া যাবে না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

এন.এ.আনসারী বলেছেন: যদি সত্যি কথা বলি- তাহলে সামুর নিরপেক্ষতা আজ প্রশ্নের সম্মুখীন

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

কিচ বলেছেন: ’ব্যান’ করাতে আহত হবেন না প্লিজ। সেনসিটিভ বিষয় নিয়ে বেশী কচলালে নিহত হওয়ার আশঙ্কাও থাকে। ’সামু’ আপনাকে নিলয়দের মত হারিয়ে ফেলতে চায়না বলেই হয়তো ‘ব্যান/রিমুভ’ করছে….

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

এন.এ.আনসারী বলেছেন: না ভাই এতে ভয় এর কি আছে, কিন্তু প্রশ্নতো থেকেই যায়, নিরপেক্ষতা কি আদৌ সামু অনুসরন করছে?

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

আমি মিন্টু বলেছেন: :-/

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

ফাহাদ মুরতাযা বলেছেন: আমি বুঝলাম না ঠিক কি কারনে, আমারে ব্যান করল, আমার পোস্টে এক চামার আইসা পুরাপুরি অপ্রাসঙ্গিক ভাবে, কারন ছাড়া গালি দেয়া শুরু করল, সামু কিছু করল না, আএ আমার জবাবে সামুর 'চেতনা' খাড়া হওয়া গেল!!!!!!!!!!!

ঐ ইডিয়েট গায়ে পড়ে আইসা উল্টা পাল্টা কমেন্ট করছে গত দুই দিন, সে বহাল তবিয়তে, মাঝখান থেকে আমারে ব্যান!!!!!!!!

কারে কি কমু, মোডারেটর গুলা নিজেরাই একাধিক নিক খুলে, ঐ নিক দিয়া 'চেতনা বিরোধী'দের আক্রমন করে।

মুক অ মুকস মনে হয় সেই রকম আবাল!!! তাইলে আর কি করার থাকবো!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

এন.এ.আনসারী বলেছেন: তাহলে খন্ডন না করেই আমাদের অপরের অপমান সহ্য করতে হবে?? সামু প্লিজ উত্তর দিন

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

ফাহাদ মুরতাযা বলেছেন: ঐ যে আসছে, আরেক পিস। দাদা খিচ, আমি তো নজরুল দিয়া সকাল শুরু করলাম, সেইখানে ব্যানের মাজেজা কি ??

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমি ভূক্তভোগী । তাই বেশী প্রতিবাদ করি না। @ফাহাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

এন.এ.আনসারী বলেছেন: তবে সামুর এরুপ বিহেব এর বিশ্লেষন অবশ্যই দেওয়া দরকার বলে মনে করি

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

টিএম.নীরব বলেছেন: #কিচ আপনার বুজায় ভুল আছে #লেখক কিন্ত নিলয় এর মত নয় লেখেন, আপনার কথায় আমি বুজতে পারলাম নিলয়কে তাহলে জাফরের অনুসারিরা হত্যা করেছিলো তাইতো, ‘আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই কারন আমাদের মুখে সব সময়ই থাকে শাহাদাতের বাণী, যে কোন সময় শহীদ হওয়ার সৌভাগ্যই আমরা কামনা করি’

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

এন.এ.আনসারী বলেছেন: একমত ভাই-

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

ফাহাদ মুরতাযা বলেছেন: খিছ দাদার কথার ধরন দেক্সেন, কয়-

"’সামু’ আপনাকে নিলয়দের মত হারিয়ে ফেলতে চায়না বলেই হয়তো ‘ব্যান/রিমুভ’ করছে…. "

নিলয়রে মারল যারা ধর্ম বিশ্বাসে আঘাত পাইসে, আমগোরে খুন করব কে , আওয়ামী লীগ??

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

এন.এ.আনসারী বলেছেন: কিন্তু বাস্তবতা দেখবেন এই #কিচ এর মত লোকের সব পোষ্ট কিন্তু সহি তবিয়তে বহাল থাকবে, রিমুভ করা হয় শুধু আমাদের

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মনে হয় দুষ্টুমি করেছে কিচ

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

এন.এ.আনসারী বলেছেন: কিন্তু দেখবেন ভাই তাদের মত দুষ্টমি কিন্তু রিমুভ হবে না, রিমুভ হবে শুধু আমাদের

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

ফাহাদ মুরতাযা বলেছেন: সামুর নিরপেক্ষতার নমুনায় এম্নেই মেজাজ খিছ, তারপরে যদি কিচ আইসা করে কিচমিচ, তাইলে..........

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

এন.এ.আনসারী বলেছেন: কিচদের পোষ্ট দেখবেন ঠিকি আছে, কিন্তু সাবধান তাকে যুক্তিসহকারে জবাব দিতে যাবেন দেখবেন আপনার পোষ্ট রিমুভ করে দেওয়া হবে- এটাই এখন বাস্তবতা

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

ফাহাদ মুরতাযা বলেছেন:
একটু আগে পাইলাম, লিখল-

নতুন : প্রিয় ব্লগার,অশালীন ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবস্থান বরাবরই কঠিন। যদি আমরা দেখি কোন ব্লগার অন্য ব্লগারকে গালি দিচ্ছেন বা অশালীন কথা বলছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহন করি। এই ক্ষেত্রে যদি কেউ কারো বাবা মাকে উদ্দেশ্য করে বা ইংগিত করে গালি দেন বা অশালীন কিছু ইংগিত করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থাও গ্রহন করতে পারি। ব্লগনীতিমালার যথাযথ অনুসরণ করা হলে খুব দ্রুত আপনার স্বাভাবিক ব্লগিং সুবিধা ফিরে আসবে। বিনীতসামহোয়্যারইন ব্লগ টিম


খুবই ভাল কথা!! উত্তম !!! প্রথমত, আমি কারো পোস্টে গিয়ে কাউকে আক্রমন করি নাই , 'মুখ ও মুখোস' আমার পোস্টে এসে খুবই চমৎকার চমৎকার শব্দ ব্যবহার করছে গত দুইদিন ধরে , তখন অশালীন ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবস্থান বরাবরই কঠিন খুইজা পাইলাম না, যেই আমি উত্তর দেয়া শুরু করলাম, অম্নি আপনাদের নরম জিনিষ শক্ত হওয়া শুরু করল?????

ফাজলামীর সীমা থাকা উচিৎ।

রাজাকার ,ছাগু, কুকুরে পেছন চাটা, কিংবা বাংলাদেশের মানুস কে পাজিস্তানী জারজ বলা, এসব খুব শালীন, কারন এগুলা 'চেতনা বাদীদের বুলী, কিন্তু কেউ যদি চেতনা বাদীদের গালী তাদের কেই ফেরত দেয়, তাহলে

যদি আমরা দেখি কোন ব্লগার অন্য ব্লগারকে গালি দিচ্ছেন বা অশালীন কথা বলছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যথাসম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহন করি।

আবার বলে-
এই ক্ষেত্রে যদি কেউ কারো বাবা মাকে উদ্দেশ্য করে বা ইংগিত করে গালি দেন বা অশালীন কিছু ইংগিত করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থাও গ্রহন করতে পারি।
রাজাকার,ছাগু,পাজিস্তানী জারজ এগুলা মা বাপের অপমান না????!!!!!!!!!!

মোডারেট , আপনাকে ধন্যবাদ আপ্নার/আপ্নাদের নিরপেক্ষতাঁর জন্য!!

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

কিচ বলেছেন: একটুখানি ফান করছিলাম.....এতেই পেজগি লাইগ্গা গেছে.... পাবলিক যে খেপা খেপছে......’বিশৃংখলা সৃষ্টির’ অভিযোগে সামু বোধহয় আমারেই ’ব্যান’ কইরা দিবে...

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

এন.এ.আনসারী বলেছেন: ভাই আপনাদের দিন চলতেছে তাই ফান কইরেন কত করবেন? একদিনতো নিচেই নামতেই হবে ভাই

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এর প্রতিবাদে ঈদের পর একটা হরতাল দিয়ে দিয়েন! কোন ঈদের পর, সেটা ঈদের পরে জানালেও চলবে (জাস্ট ফান)!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

এন.এ.আনসারী বলেছেন: ভাই আপনাদের দিন চলতেছে তাই রঙিন কথা বেরুচ্ছে,,,,,,,,,,,

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

ফাহাদ মুরতাযা বলেছেন:

এই 'ভদ্রলোক' ক্রমাগত "অন্য ব্লগারকে গালি দিচ্ছেন বা অশালীন কথা বলছেন" , এরে কিছু করে না। কিন্তু এরে যে তাঁর ভাষাতে উত্তর দিবে , তাঁর খবর আসে!!!

মোডারেটর আবার কয় "অবস্থান বরাবরই কঠিন"!!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

এন.এ.আনসারী বলেছেন: ভাই কোন লাভ নাই, এটা সামু ডিলেট করবে না, করবে শুধু আমাদের

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: মন্তব্য ও পোষ্ট পড়ে মনে হচ্ছে মডারেটর তো ঠিকই কঠিন অবস্থানে আছে৷ তবে তা কিছু কিছু ক্ষেত্রে লীগারদের পক্ষে এবং লীগারবিরেধীদের বিপক্ষে৷

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

এন.এ.আনসারী বলেছেন: আসলে সত্য এটাই মডারেটর একপক্ষ নিয়ে কাজ করছেন মনে হয়

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

বীর সেনানী বলেছেন: আমি যে কি দোষ করলাম জানিনা আমার শেষ লেখাটি ব্যান বা ব্লক করে দিয়েছে সাতদিনের জন্য। গত ২৯ আগষ্ট রিক্সাওয়ালার চোখেঁ “সানি লিওন” নিয়ে একটি লেখা লিখে ছিলাম যার পাঠক সংখ্যা ১১৭১ জন, মন্তব্য ছিল ৯টি কিন্তু ৩০ আগষ্ট দেখি আমার এই লেখাটিকে ব্যান বা ব্লক করে দিয়েছে সাতদিনের জন্য । বাকিটুকু পড়তে গেলেই এই লেখাটুকু স্কিনে ভেসে উঠে "এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন।" এর মানে কি আমি তো আমার লেখাটিকে সরাই নাই তাহলে সরালো কে ? আমার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, এখানে আমার কি প্রতি উত্তর থাকতে পারে ? আমার লেখাটি তো কোন দল কে কটাক্ষ করে লেখা ছিলোনা, ছিলো রিক্সা চালক সানি লিওন কে কি বললো সেইভাবে তুলে ধরা । এতেই আমার লেখাটিকে ব্যান বা ব্লক করে দিলো সাতদিনের জন্য ? না সামু আর আগের সামু নাই, সামু ও দলীয়করণ হয়ে গিয়েছে । এন.এ.আনসারী আপনার সাথে সহমত পোষন করছি । ভালো থাকুন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

এন.এ.আনসারী বলেছেন: আমিও সেই কথা বলছি শুধু বাছে বাছে একপক্ষের পোষ্ট রিমুভ করার মানে কি সামুর?
এখন সামুকে তার নিরপেক্ষতার প্রমান দিতেই হবে..........।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

ফাহাদ মুরতাযা বলেছেন: সামু যদি বাংলাদেশ আওয়ামী লীগের 'অফিসিয়াল ব্লগ' হইতে আপ্রাণ চেষ্টা করে (যেটা খুবই লাভজনক, আগামী ৫-১০ বালের ক্ষমতা ছাড়ার লক্ষন নাই) এটা তাদের ব্যপার, তারা সেটা করতেই পারে। স্বাধীন ভাবে 'রাজনৈতিক কর্মকাণ্ড' করার অধিকার এ দেশের 'সকলের' আছে। সেই ক্ষেত্রে তারা যদি বিরোধী মনোভাব ব্লগারদের বের করে দিতে চায়, সেটা ঠিক আছে!!

কিন্তু সেটা তো বলতে হবে, মিডিয়াতে গিয়াতো বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার কথার বলার দরকার নাই।


সামু অফিসিয়ালি ঘোষণা করুক, অথবা একটা মেইল বা নোটিস দিক যে আওয়ামীলীগ বা তাদের ছাপোষাদের কিছু বলা যাবে না সেটা যতই ভুল/আজগুবি / গুজব/ফাতরা হোক, ব্লগ ছাইরা দিমু, কোন শব্দ ছাড়া।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: :|

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

ফাহাদ মুরতাযা বলেছেন: @প্রামানিক , আপনি কি দ্বিমত পোষণ করেন? আপনি অবশ্য সামুর প্রিয় ব্লগার, "করে নাকো ফোঁস ফাঁস, মারে না কো ডুস-ডাস " টাইপ, ভাল , চালাইয়া যান।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ১ তারিখে একটা পোস্ট দিয়েছিলাম ।
''প্লেবয়’ ম্যাগাজিনের নগ্ন মডেল বাংলাদেশি বংশোদ্ভূত ------
লিখেছেন গিয়াসলিটন, ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-
-
-

কোন
না কোন
কারনে দেশের
মায়া ছেড়ে প্রবাসে
বাসবাস করছেন আমাদের
অনেক গুণীজন ।
বিশ্বে ছড়ীয়ে
থাকা
বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীদের তালাশ করতে গিয়ে... ...বাকিটুকু পড়ুন ''


''বাকিটুকু পড়ুন'' এ ক্লিক করে দেখি ,আমার পোস্ট টি গায়েব । লিখা আছে পোস্টটি সরিয়ে দেয়া হয়েছে , বিস্তারিত জানতে পোস্টটির লিখকের সাথে যোগাযোগ করুন । অথচ আমি এ ব্যাপারে কিছুই জানিনা ।



পোস্টটি এখনো আলোচিত পাতায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ।যেটি আমি শেষ বার দেখার সময় সাত'শর অধিকবার পঠিত ছিল , মন্তব্যও ছিল আনুমানিক চল্লিশ ।

সেখানে আমি লিখেছিলাম , বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীদের তালাশ করতে গিয়ে আমি এক ব্যাতিক্রমি বাংলাদেশী গুণীর সন্ধান পেয়েছি , যিনি প্লেয়বয় ম্যাগাজিনের নগ্ন মডেল ।
পরবর্তী বিতর্ক এডাতে আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম । উনাকে আমার চলতি সিরিয়াল ''বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন'' এ উল্যেখ করা সমিচিন হবে কিনা ? বা উনাকে গুণী বলা যাবে কিনা ?

অনেক গঠন মুলক পরামর্শ আসছিল ।
এইক্ষনে হুট করে আমার পোস্টটি সামু রিমুভ করে দিল কেন তা আমার বুঝে আসছেনা ।




২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

ফাহাদ মুরতাযা বলেছেন: "যেটি আমি শেষ বার দেখার সময় সাত'শর অধিকবার পঠিত ছিল , মন্তব্যও ছিল আনুমানিক চল্লিশ ।
"

এর মানে ব্লগাররা আগ্রহ নিয়ে "প্লেবয়’ ম্যাগাজিনের নগ্ন মডেল বাংলাদেশি বংশোদ্ভূত " পড়ে/পড়তে চায়

কিন্তু
"''বাকিটুকু পড়ুন'' এ ক্লিক করে দেখি ,আমার পোস্ট টি গায়েব । লিখা আছে পোস্টটি সরিয়ে দেয়া হয়েছে , বিস্তারিত জানতে পোস্টটির লিখকের সাথে যোগাযোগ করুন । অথচ আমি এ ব্যাপারে কিছুই জানিনা । "

সামুর মোডারেটর গন বা জানার শিষ্যরা , যারা অবাধ, মুক্ত ও 'নিরপেক্ষ' চিন্তার ঝাণ্ডা নিয়ে ঘুরে বেড়ান, তারা চান না, সুতারা........

@গিয়াস , আপনি কিন্তু 'শিকার' হয়েই এখানে আসলেন, তাঁর আগে কিন্তু প্রতিবাদ করেন নাই!

মুলা হইয়েন না। এইটা কোন ভাল সবজি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.