নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

আইএস এর বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া জারী। ৭০ হাজার উলেমা একসাথে আইএসকে সন্ত্রাসী সংগোঠন আখ্যা দিলেন বেরেলী শরীফ থেকে

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮


কট্টরপন্থী সন্ত্রাসী সংগোঠন আইএস, তালিবান ও আল কায়দার বিরুদ্ধে এবার পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া জারি করলো বেরেলী শরীফের ৭০ হাজার উলেমায়ে কেরামগন। মোজাদ্দিদে দিনও মিল্লাত, আলা হযরত শাহ্ ইমাম আহমাদ রেজা খান ফাজিলে ব্রেলভী (রহঃ) এর পবিত্র উরস শরিফ উপলক্ষে উরুসের শেষ দিনে ভারতের উত্তর প্রদেশের বেরেলী শরীফে শেষ দিনে উপস্থিত ছিলেন ১৫ লাখ মানুষ এবং সেই উপস্থিতির সামনে দেশ বিদেশের ৭০,০০০ হাজার বেরেলী উলেমা এই কট্টরপন্থীদের বিরুদ্ধে একযোগে ফতোয়া জারী করেন।
Times of india সহ ভারতের বিভিন্ন পত্রিকা ও বিশ্বের বিভিন্ন নিউজ তা প্রকাশ করেছে “টাইমস অফ ইন্ডিয়া’র সেই নিউজ এর লিংক হল - Click This Link
পৃথিবীর সবচেয়ে ফতোয়ার সার সংক্ষেপ (টাইমস অফ ইন্ডিয়া থেকে)
এতে এইসব সংগোঠনকে সন্ত্রাসী সংগোঠন এবং আইএস,তালিবান আল কায়েদারা যা কাজ করছে তা কোন মতে ইসলাম সমর্থন করে না, তারা ইসলামের ধারের কাছেও নেই। এরা ইসলামকে বিন্দু মাত্র গ্রহন করিনি, এরা ইসলামকে বদনাম করে যাচ্ছে। বিশ্ব মুসলমানদের তাদের কাছ থেকে দুরে থাকার আহবান জানানো হয়।
এসব সংগোঠনকে ইসলাম না মাননেওয়ালা সংগোঠন আখ্যায়িত করা হয়। আইএস,তালিবান,আল কায়েদা’র সদস্যদের অনৈসলামিক বলে ফতোয়া জারী করা হয়।
মুফতি মোহাম্মদ সালিম নুরি, এসময় আলেমদের কাছ থেকে এই ফতোয়া কে পাস করেন- সকলের কাছে ফরম বিরতন করা হয় এবং সেই ফরমের আলোকে ৭০ হাজার উলেমা এদেরকে সন্ত্রাসী সংগোঠন হিসাবে ফতোয়াতে সই করেন যাতে উপস্থিত ১৫ লাখ মানুষ সমর্থন জানায়।মুফতি নুরী সাইদ এসময় মিডিয়াকে এসব সন্ত্রাসী সংগোঠন এর আসল পরিচয় তুলে ধরার অনুরোধ জানান, তিনি বলেন এসব সংগোঠন কোনমতেই ইসলাম সমর্থন করে না। আমরা মুসলমানরা আজ প্রকাশ্যে এর বিরোধীতা করছি। আইএস একটি সন্ত্রাসী সংগোঠন বলতে দিধা নাই।

বেরেলী শরীফের প্রভাবশালী দারগাহ এ আলা হযরত এর চেয়ারপার্সন হযরত সুবহান রাজা খান বলেন এই বছর এই বেরেলী শরিফ থেকে আমরা আইএস তালিবানদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া জারি করলাম। আমরা বিশ্বাস করি প্যারিস হামলায় যারা নিরাপরাধ মানুষকে মেরেছে তারা কিসের ইসলাম সমথ্যন করে বিন্দু মাত্র না। নিরাপরাধ মানুষকে হত্যা ইসলাম সমর্থন করে না
বিশ্ব ইসলামিক মিশন এর মহাসচিব, যুক্তরাজ্য থেকে মোহাম্মদ ফারুক উল কাদরী বলেন যুক্তরাজ্য, আমি প্যারিসে বর্বর সন্ত্রাসী হামলার নিন্দা এবং বেসামরিয়ক লোকদের হত্যাকে করাকে কঠোর ভাষায় এর প্রতিবাদ করছি “আইএসকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হউক।
উল্লেখ্য বিশ্ব পরিচিত আলা হযরত শাহ্ আহমাদ রেজা খান, মোজাদ্দিদে ইসলাম শাহ্ আহমাদ রেজা খান এর ৯৭ তম উরস ৬-৮ ডিসেম্বর বেরেলীতে পালন করা হয়।

সেই সাথে এই বিশাল প্যান্ডেলে সিরিয়া নিরাপরাধ নারী শিশুদের যেভাবে সন্ত্রাস দমনের নামে পশ্চিমা বিশ্ব হত্যা করতেছে তারও কঠোর নিন্দা জানানো হয়।
উল্লেখ্য আলা হযরত এর এই বেরলী শরীফ থেকে সন্ত্রাসবাদের সাথে কোন আপোষ নয় বলে দৃঢ ঘোষনা দেওয়া হয় এবং এইবার ঈদের নামাজের পর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বেরেলী শরীফের উলেমায়ে কেরামগন আরো কঠোর হন “কারন এই বছর সেখানে আইএস ভাবধারায় এক সন্ত্রাসী মারা গেলে তার নামাজে জানাযা পড়াতে নিষেধ করা হয় বেরলী শরীফ থেকে কারন উল্লেখ করা হয় যারা ইসলামকে বদনাম করছে ইসলামের নাম নিয়ে তাদের সাথে বেরেলী থাকবে না.......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

কল্লোল পথিক বলেছেন: ভাল উদ্দ্যেগ
ধন্যবাদ মওলানা গন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.