নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

এক সকালে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

“আস সালাতু খাইরুম মিনান নাওম”.. কানে আসা মাত্র ঘুম ভেঙ্গে যায় খালিদের।
বহুদিনের চেষ্টায় এ অভ্যাসটুকু রপ্ত হয়েছে তার। গুটি গুটি পায়ে মসজিদের দিকে রওনা দেয় খালিদ।
ইমামের সুরেলা কন্ঠের তেলাওয়াত খালিদকে আবিষ্ঠ করে তোলে জামাতে ।
“মান কানা য়ারজু লিকাআ রাব্বিহি ফাল-য়ামাল আমালান সো-আলিহান”...(যে তার প্রভুর সাক্ষাৎ প্রত্যাশী সে যেন সৎকর্ম করে...) ।
খালিদের দুচোখ দিয়ে ক’ফোটা অশ্রু ঝরে। প্রভুর সাথে সাক্ষাৎ! কী প্রস্তুতি আছে তোমার? ভাবতে ভাবতে খালিদ কখন যেন শতায়ু অংগনের পাদদেশে চলে এসেছে।
হায়রে মানুষ! শতায়ুর জন ̈ কত চেষ্টা তদবির। রোগক্লিষ্ট মানুষ, কপালে ভাঁজ পড়া মানুষ, বয়সের ভারে নুয়ে পড়া মানুষ, প্রতিদিন নতুন করে বাঁচার আশায় ওঠ-বস, ডান-বাম করা মানুষ; আসলেই কী শতায়ু হয়?
এসব এলোমেলো ভাবনায় যখন খালিদ আচ্ছন্ন এ সময় পিছনে কেউ যেন গেয়ে ওঠেন- “ইন্নিল তায়া রি-হাসসাবায়াওমুন ইলা আরদিল হারাম, বাল্লিগ সালামি রওজাতান ফি হান্নাবী আল মুহতারাম।”
বালাগাল উলা বিকামালিহী কাশাফাত দুজা বিজামালিহি ...
বাতাসের আগেই উড়ে যায় খালিদের মন সবুজ মিনার প্রাঙ্গণে ।
“আস সালাতু আস সালামু আলাইকা এয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।”
খালিদ নাকি?
পিছন থেকে হাসনুর ডাকে খালিদ মদীনা মুনাওয়ারার স্মৃতি থেকে শতায়ু প্রত্যাশীদের অঙ্গনে ফিরে আসে ।
কী? তোমারও শতায়ুর লোভ আছে নাকি?
“ইজা যাআ আজালুহুম লা য়াসতাখিরুনা সা আতাও ওয়ালা য়াসতাকদিমুন (যখন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসে সেটা না এক মুহূর্ত আগে, না এক মুহূর্ত পরে... )
হাসনুর উত্তরে প্রীত খালিদ প্রসঙ্গান্তরে যায়, দৃষ্টি দেয় সামনের দেয়ালে সাটানো আজকের পত্রিকার দিকে
“উগ্রবাদী জঙ্গিরা পঞ্চগড়ে আবারো এক নিরীহ সনাতন গুরুকে হত্যা করলো”
আনসারুল্লাহ নামক হায়নারা এরুপ করে নাকি ইসলামের হেফাজত করতেছে, অথচ তারাও জানে যে তারা অজান্তে ইসলামের কিরুপ ক্ষতি করতেছে, এই হায়েনারা কি মদীনা সনদ আর নবীর আদর্শ পড়ে দেখেনি? নবীতো বলেছেন অমুসলিমদের সাথে ভাল ব্যবহার করতে..আফসোস শত আফসোস আনসারুল্লাহ নামক হায়েনাদের উপর......।
আই এস কে ধ্বংস করতে পশ্চিমারা প্রতিশ্রুতিবদ্ধ
“আইএস উত্থানে হাত আছে যুক্তরাষ্ট্রের।”
মোদির নিরাপত্তায় মোসাদ!
প্রেসিডেন্ট বুশের ভুলের ফসল আইএস: ওবামা
এরুপ আরো কয়েকটি শিরোনামগুলোর কোনটিই চোখ বা মন জুড়ানোর মত নয়।
হায়রে আরব, হায়রে মুসলমান, হায়রে গিনিপিগ!
জরুরী কাজ আছে,গেলাম; বলে হাসনু রওনা দেয় বাসার দিকে।
খালিদের চোখে তখনো মধ্যপ্রাচ্য
গাজী সালাউদ্দীন কুর্দীর জন্ম ও কর্মস্থানে ইবনে সাবা ও ইবনে উবাইর উত্তরসূরিদের দিয়ে নব “ক্রসেডাররা আধুনিক সব মারণাস্ত্রের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, লেবানন... একের পর এক মুসলিম অধ্যুষিত জনপদগুলো যুদ্ধে যুদ্ধে শেষ হয়ে যাচ্ছে। গাজী সালাউদ্দীন কুর্দীর উত্তরসূরি আয়লান কুর্দীরা শরণার্থী হয়ে ক্রুসেডারদের দেশে পাড়ি দিতে গিয়ে চিরনিদ্রার কোলে ঢলে পড়ছে। আইএস হায়েনারা, ইবনে সাউদের পাষাণ বংশধর ওহাবী জঙ্গি কার স্বার্থে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে?
তালেবান, আল কায়েদা, আই এস-তারপর কি? মুসলিম মিল্লাতের দুশমনদের পঞ্চম বাহিনী! আর কত রক্তে তোমাদের পিপাসা মিটবে? খালিদ আর ভাবতে পারেনা। নিজের পড়শি দেশের সাথে ইসরাঈলীদের সখ্যতায় খালিদের মাথা আবার ঘুরতে থাকে। আল্লাহ! তোমার প্রিয় হাবিব বলেছেন- কুল্লু কুফ্ফারিন মিল্লাতাও ওয়াহেদা (সকল বাতিল একই দল) ...
অস্ফুট কণ্ঠে খালিদ আওড়াতে থাকে ...লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ (আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা)...
মুসলিম মিল্লাত এই ফাঁড়া থেকে বেরিয়ে আসবেই। মিথ্যা হতে পারে না আল্লাহর বাণী -
...ওয়াল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন (আল্লাহ তার নুরকে পূর্ণ করবেন, যদিও কাফিরদের কাছে বিষয়টি অপছন্দনীয়)
...নাহনু নাজ্জালনা আলাইকাজ জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন (আমরাই নাজিল করেছি এটা, আমরাই এটার সংরক্ষক ) ...
হেমন্তের কুয়াশা ভেজা সকালের সবুজ পাতাগুলোয় সূর্যের আলো পড়ে চিকচিক করছে। শতায়ু অংগনের শরীর চর্চাকারীরা যে যার মত করে কখন চলে গেছে খালিদ খেয়ালই করতে পারেনি।
সাহেব! কিছু টাকা হবে? কালকে রাতে আমি কিছু খাইনি। আলুথালু বেশের মাঝ বয়সী আদম সন্তানটির কাতর চাহনির দিকে থাকিয়ে খালিদের চোখ সিক্ত হয়ে যায়। আসুন, আমার সাথে নাস্তা করবেন বলে খালিদ লোকটিকে নিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দেয় ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রভুর সাথে সাক্ষাৎ! কী প্রস্তুতি আছে তোমার? আসলেই তো।বলার মতো কিছুই নেই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.