নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এন.এ.আনসারী

একজন মানুষ হিসাবে আমিও সত্যক ভালবাসি। তাই আমারো চেষ্টা থাকে সত্য প্রকাশ করার আপ্রাণ চেষ্টা। অন্যের মত সহনশীলতার সাথে শুনা এটাই মনুষ্যত্য

এন.এ.আনসারী › বিস্তারিত পোস্টঃ

এই দেশ তারই দাবী মানে, যে সহিংসতা করে চাপ সৃষ্টি করতে পারে..........(আল্লামা ফারুকীর স্বরনে)

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২০


> অভিজিত খুনীদের ধরা হলো
> দীপনের খুনীদের ধরা হলো
> রাজীবের খুনীদের ধরা হলো
> ইতালীয় নাগরীক সিজারের খুনীদের ধরা হলো
> জাপানী নাগরীক কুনিয়োর খুনীদের ধরা হলো
> হেফাজতের সহিংসরুপ শত শত গাছ কাটা, শাপলা চত্তরে
> আগুন আর সহিংসতার সামনে সরকার তাদের সাথে আপোষ করতে বাধ্য হলো,
> শোলাকিয়ায় হামলাকারীকে ধরা হলো,
> গুলশান হামলাকারীকে ধরা হলো,
.
কিন্তু
কিন্তু
কিন্তু
লক্ষ লক্ষ মানুষকে জঙ্গিবাদের বিপরীতে অহিংস সুফিবাদী শিক্ষাদানকারী চ্যানেল আই এর জনপ্রিয় ইসলামি অনুষ্ঠান “কাফেলা”র উপস্থাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্য আল্লামা ফারুকীর খুনীদের ধরা হচ্ছে না... আজ দুবছর হতে চলেছে কিন্তু খুনীরা অধরাই রয়ে গেল.....কিন্তু কেন?
কেন জানেন?
কারন আল্লামা ফারুকীর অনুসারী সুফিবাদী “আহলে সুন্নাত ওয়াল জামাত” হচ্ছে অহিংস। ফারুকী হত্যার পর আপনারা দেখেছেন দেশের ইতিহাসে এই প্রথম তার অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত দেশব্যাপী হরতার পালন করে যার মধ্যে রেকর্ড একটিও গাড়ী ভাংচুর করা হয় নি।কোন সহিংসতা করা হয় নি।
আর আজ মনে হচ্ছে এই অহিংসতার দারুন ফায়দা লুটছে আমাদের সরকার।
তারা হয়তো মনে করছে দুর এরা কোন চাপই সৃষ্টি করছে না, কোন ভাংচুর, হামলা করছে না।
এটাই বাংলাদেশ?
এটাই বাংলার বিচারব্যবস্থা?
তাহলে সত্যি কি সোজা আঙ্গুলে ঘি বের হয় না?
শহীদ আল্লামা ফারুকী(রহঃ) এর হত্যার ২বছর অতিবাহিত ও খুনীদের বিচারের দাবীতে ২৫-২৮ আগষ্ট পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রোডমার্চ শুরু হয়েছে এবারও শান্তিপ্রিয় ভাবে কর্মসূচী পালন করা হবে, টেকনাফ হতে চলা রোডমার্চ এর গাড়ী বহর আমাদের সৈয়দপুরে এসে পৌছবে ২৭ আগষ্ট রাতে এবং সকাল ১০.০০ টায় তামান্না মোড়ে পথসভা শেষে গাড়ীবহর রওয়ানা দিবে চিলাহাটি, পঞ্চগড়।তাজ্জবের বিষয় আল্লামা ফারুকী হত্যার পর তাকে হুমকী প্রদানকারী সালাফীদের চিহ্নিত করে তাদের নামে মামলাও করা হয় কিন্তু আজও তাদের গ্রেফতার করা হয় নি, প্রকাশ্যে ঘুরছে খুনীরা। আশা করি আমাদের শান্তিপূর্ন কর্মসুচীতে নজর দিবে সরকার এবং অচিরেই খুনীদের ধরবে। মাননীয় রাষ্ট্র ধৈর্য’র একটি সীমা আছে, আর এই ধৈর্য্য যদি হারায় অহিংসবাদীরা সহিংসরুপ নিতে বাধ্য হয় তাহলে কি এর দায় নিবেন আপনারা????
*
হে ফারুকী নেই কিছু বাকি, নেওয়ার তোমার কাছ থেকে....!!
নিয়েছ বিদায় তোমার কর্ম, আমাদের কাছে রেখে!!
ভুলেনি তোমায় বীর মুজাহিদ, ভুলেনি তোমায় সেনা,
ভুলবে কেমনে সুন্নিয়ত ত তোমার রক্তে কেনা।
আজি সংগ্রাম চলিছে অভিরাম, তাদের বিচার চেয়ে,
যারা দিয়েছে গলায় ছুরি, তোমায় একা পেয়ে।
তারাত কাপুরুষ,হয়ে যে হিংসুক হত্যা করিল তোমায়,
তারা কি জানে?? লক্ষ ফারুকী রাজপথে আজ এক ফারুকী ঘুমায়।
আজি প্রতিজ্ঞা মোদের মনে জিহাদ করিব তাদের সনে,
যাই যদি যাক প্রান মোদের সেই রনাঙ্গনে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: সবার খুনিদের ধরা হোক।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

নীলাকাশ ২০১৬ বলেছেন: একটা চোর চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেলেও অন্য সব চোরদের কাছে সে শহীদের মর্যাদা পায়। এই আল্লামাটাকে আমার কখনোই আওয়ামী সরকারের একটা নিকৃষ্ট দালাল ছাড়া আর কিছু মনে হয়নি, যার প্রাইমারি এসাইনমেন্ট হল হাক্কানী আলেমদের বিরুদ্ধে বিষেদগার করে আওয়ামী পন্থী মোল্লাদেরকে প্রমোট করা। যাই হোক, তাকে খুন হয়তোবা এমন কেউ করিয়েছে, যার মুখোশ উন্মোচন করলে সরকারের শীর্ষ পর্যা্যের কোন হর্তা কর্তার বিপদ হতে পারে। তাই খুনিকে ধরার ব্যাপারে আইন শৃংখলা রক্ষা বাহিনী আগ্রহ দেখাচ্ছেনা।

মৃত লোকটির আত্মার মাগফিরাত কামনা করছি।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাগর রুনির হত্যাকারীকে ধরা হয়নি।
তনুর হত্যাকারীকে ধরা হয়নি।
মিতুর হত্যাকারীকে ধরা হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.