নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
শিশিরে শীতের কান্না
আনোয়ার কামাল
শীত সেজেছে তার নিজস্ব ঢঙে
আর তুমি সেজেছো আপন অঙ্গে।
কুয়াশার জাল ছেদ করে চলে এসো
খানিক সময় নিজের উষ্ণতা ঢেলে দেবো।
এই শীতে-
সবুজ জমিনে প্রভাতের চিক চিকে জমানো
শিশিরের বিন্দু বিন্দু কণা
তোমার ওষ্ঠে লেপে নাও।
উষ্ণতা দেবো-
আমার ওষ্ঠে ওষ্ঠ রাখো নিখরচায়।
শীতে প্রকৃতি দ্রুত তার রূপ বদলে নিচ্ছে
আর তুমি আপন মহিমায় দ্রুত পাল্টে যাচ্ছ।
আকাশের কান্না বৃষ্টি, শীতের কান্না শিশির
আর আমার কান্না কী কেবল তুমিই?
শীতের কুয়াশায় খানিক দূরের
সবকিছুই ঝাপসা লাগে,
আমার বেতফলের মত ঘোলাটে চোখে
তুমিও ঝাপসা দেখাও।
©somewhere in net ltd.