নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
কবি ও কবিতা
আনোয়ার কামাল
কবিকে হত্যা করতে চাও
কবিতাকে স্তব্ধ করে দিতে চাও
পারবে না।
কবিকে হত্যা করা যায় না
কবিতাকে ধ্বংস করা যায় না
কবির মৃত্যু নেই
কবিতার ধ্বংস নেই।
কবি লেখে চলে মাইলের পর মাইল
কবিতা জমতে থাকে বছরের পর বছর
কবিতা একদিন প্রতিবাদী হয়ে রুঁখে দাঁড়ায়
গণসঙ্গীতের প্রবল জোয়ারে।
কবিকে হত্যা করতে চাও
কবিতাকে স্তব্ধ করে দিতে চাও
পারবে না।
কবির মৃত্যু নেই
কবিতার ধ্বংস নেই।
©somewhere in net ltd.