নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

শাহবাগ কিভাবে প্রজন্ম চত্বর হ'ল

আনোয়ার কামাল



কথা ছিল বিকেলে পাবলিক লাইব্রেরিতে দেখা হবে

যেয়ে দেখি তুমি সেখানে নেই

পুরো শাহবাগে প্রচন্ড বিদ্রোহ, মুহুর্মুহু স্লোগান

মাঘের শীতকে উপেক্ষা করে

দলে দলে বানের পানির মত জনস্রোত ধেয়ে আসছে

সবাই বসে পড়ছে রাজপথে যে যার মত করে।



খানিক এগিয়ে দেখি তোমার মুখচ্ছবি

চোয়ালে বিকেলের পড়ন্ত সূর্য চিক চিক করছে

আর কন্ঠ থেকে বারুদের মত স্লোগান বেরুচ্ছে।



যে তুমি কখনো রাজনীতি নিয়ে কথা বলতে চাওনি

চরম অনীহা ছিল রাজনীতি নিয়ে

ভীষণভাবে চটে উঠতে রাজনীতির আলোচনায়

সেই তুমি কিনা আজ গলা ফাটিয়ে সুতীব্র চিৎকার করে

রাজাকারের বিচার চাইছো।



আমি অবাক হয়ে একপাশে দাঁড়িয়ে থাকি

তোমার সাথে স্লোগানে সুর মেলাই

তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা-যমুনা।

আমি কে তুমি কে- বাঙালি, বাঙালি।

তোমার আমার ঠিকানা-শাহবাগের মোহনা।

বুকের ভেতর জ্বলছে আগুন

সারা বাংলায় ছড়িয়ে দাও।

একদফা এক দাবি-ফাঁসি, ফাঁসি, ফাঁসি, ফাঁসি......।



এখানে কোন মঞ্চ নেই, সভাপতি নেই, প্রধান বক্তা নেই

এখানে সবাই শ্রোতা, সবাই বক্তা, সবাই স্লোগান দিচ্ছে

এমন সুশৃঙ্খল আমি কোন জনসভাতেও দেখতে পাইনি।



এত আবেগ কোথা থেকে এলো

এত প্রেম কোথায় জমা ছিল

সব প্রেম, সব ক্রোধ

বুকের ভেতরে জমানো ঘৃণা

উগরে উঠতে থাকলো।



এখানে আবালবৃদ্ধবনিতা ছুটে এলো

ক্যামেরার ফ্লাশের ঝিলিক

বারুদের মত ঝলসে উঠলো

তোমার স্লোগান টেকনাফ থেকে তেতুলিয়া

তামাবিল থেকে চাঁদবাড়িয়া ছড়িয়ে পড়লো।



সেই থেকে

শিল্প-সাহিত্য-সংস্কৃতির মুক্তমঞ্চ‍ 'শাহবাগ'

প্রজন্ম চত্বর হ'ল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.