নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
হৃদয়ের রক্তক্ষরণ
আনোয়ার কামাল
মেহেদি পাতার মতো
উপরের সবুজটাকেই শুধু দেখলে
ভেতরের রক্তক্ষরণটাকে দেখতে পাওনা
আমার ভেতরে প্রতিনিয়ত
রক্তক্ষরণ হচ্ছে।
মনের ঈশাণ কোণে
কখনো মেঘ জমতে দেখোনি
অনেক মেঘ জমে আছে।
মেহেদি পাতার সবুজ আবরণ
যদি খসে পড়ে তবে উন্মোচিত হবে
হৃদয়ের রক্ত ক্ষরণ
আর জমানো মেঘ থেকে
অঝরে ঝরবে আকাশের কান্না।
তুমি সেই কান্নার ধ্বণি প্রতিধ্বণি
শুনতে পাবে।
হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাবে।।
©somewhere in net ltd.