নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

অণুকবিতা

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

তুমি যেখানে পায়ের চিহ্ন রেখে গেছো আমি সেদিক দিয়েই হেঁটে যাই
তুমি যেখানে কষ্ট পুতে রেখেছো আমি সেখানে গোলাপের আবাদ করি।
২.
যেদিন তুমি দেখবে নেই আর এই আমি
ফিরবে সেদিন আমার মাঝে সেই তুমি।
৩.
মানুষ আসলেই কি পালিয়ে বাঁচতে চায়?
৪.
মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে যায়, পরম শান্তিতে হারিয়ে যাওয়ার জন্য।
৫.
কেউ কষ্ট দিয়ে সুখ পেলে এখানে দিতে পারো, সযত্নে সংরক্ষণ করা হচ্ছে। চাইলে ফেরত দেয়া হবে।
৬.
অনেক কবি কষ্ট ফেরি করে বেচতে চেয়েছেন। আমি কষ্ট বেচবো না, কিনবো। কষ্ট কিনে কষ্টপতি হতে চাই।
৭.
সুখ এবং দুখ মনে হয় এরা জমজ ভাই
সুখ নয় দুখটাকেই সাথে নিয়ে বাঁচতে চাই।
৮.
কষ্টগুলো লুকিয়ে থাকে হৃদয় মাঝে
দুঃখগুলো ফিরে আসে সাঁঝ আকাশে।
৯.
কেউ তোমাকে দুঃখ না দিলে সুখের আনন্দ বুঝবে কী করে?
দুঃখের মাঝেই লুকিয়ে থাকা সকল সুখ উথলে ওঠা হৃদয় পাবে।
১০.
কবিতা লেখার পেছনে কারো না কারো অনুপ্রেরণা কাজ করে। যা তাকে অনেক দূর- কবিতার কাছাকাছি নিয়ে যায়, অথবা শরতের মেঘের মতো ভাসিয়ে নিয়ে যায়।
১১.
সব কিছু কেমন যেনো ঝাপসা ধূসর হয়ে যায়
কেবলমাত্র বন্ধুরাই থেকে থেকে আলো ছড়ায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক কবি কষ্ট ফেরি করে বেচতে চেয়েছেন। আমি কষ্ট বেচবো না, কিনবো। কষ্ট কিনে কষ্টপতি হতে চাই।



এত্তো অভিমানী কেন ? আপনি।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

আনোয়ার কামাল বলেছেন: সবাইতো কষ্ট বেচতে চায়, একজন না হয় কিনতে চাইলো। তবুওতো কেনার একজন আছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.