নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

কাইকু (KAIKU)

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

কাইকু (KAIKU)। এক ধরনের ত্রিপদী কবিতা। জাপানি কবিতা ‘হাইকু’র আদলে কবি ভাস্কর চৌধুরী বাংলায় সাহিত্যে কাইকু’র প্রচলন শুরু করেন।কাইকু লেখার বিষয়টি হালকাভাবে নেয়ার অবকাশ নেই। জাপানী হাইকু এর বাধ্যবাধকতা ভাংতেই কাইকু লিখা হচ্ছে । হাইকুর মতো ত্রিপদী কবিতা হলেও এটি মুক্তমাত্রার কবিতা । দক্ষ হাতে অল্প কথায় প্রথম দুই লাইন লেখার পর তৃতীয় লাইনে ভাবের উন্মোচন ঘটাতে হবে । কাজটি অতি সুক্ষ্ণ । লেখক বন্ধুগন, এরকম কবিতা তৈরিতে তো দোষ দেখি না। লেখাটিই আসল কাজ। আর লেখার পেছনে থাকবে চিন্তা, চর্চা আর সাধনা । সকলের প্রতি শুভেচ্ছা । কাইকু লেখকদের লেখার মাধ্যমেই বাংলা কবিতা ফরমেটে স্থান করে নেবে । আমি এটিকে একটি আন্দোলন ভেবেই পেজেটিতে লিখছি । আপনারাও লিখুন ।নিচে কিছু কাইকু দেয়া হ’ল। আপনারা যারা কাইকু লিখতে চান তারা কাইকুর ইনবক্সে লেখা পাঠান। নিচে কাইকু লিংক দেয়া হল।https://www.facebook.com/Kaiku.Bangla?fref=ts



রক্তে রক্তে করি খেলা

করতে করতে যায় বেলা

বলি নিজেকেই, তুই আমার কে ?

#ভাস্কর_চৌধুরী



মাঠের ধান ঘরে আসবে

তুমিও হয়তো ফিরে আসবে

সুখের ঠিকানা , কেউ জানে না ।

#ভাস্কর_চৌধুরী



আশ্চর্য এক দাপটের খুরে

বাংলাদেশের ধূলো উড়ে যায়

বাংলাদেশের মাটি নষ্ট হয় ।

#ভাস্কর_চৌধুরী



অত্যাচারীর স্বেচ্ছাচারী হাতের কৃপাণ

সারাদেশময় চরে বেড়াচ্ছে

গলাটা কাটার আগেই বিপ্লব হবে ।

#ভাস্কর_চৌধুরী



কুকুর তো ভালো

কুত্তার ছানাপোনা যা

কুত্তারা সব যা ।

#ভাস্কর_চৌধুরী



সেদিন পাখি হয়ে নেমেছিলে তুমি,

দেখে নেচেছিল মোর অন্তরভূমি।

দুজনে মিলেছিনু দোঁহে প্রকৃতির কোলে।

#আচার্য_মিলন



মন পাখিটা

কে একা একা পথ হাঁটতে চায়

কে একা একা হৃদয় ভাঙতে চায়

পথ ও হৃদয়তো একই মোহনায় মিলে যায়।

#আনোয়ার_কামাল



মন পাখিটা

ঠোটে লিপিষ্টিক শুধু সৌন্দর্য বাড়ায় না

ঠোটকে রক্ষা করে

কামুক ঠোট থেকে।

#আনোয়ার_কামাল



মন পাখিটা

দিনের আলো ঘরে আসে না কেন

তবে কী আজকাল দিনে সূর্য ওঠে না



সূর্যও তোমার মতো মুখ ফিরিয়ে নিল?

#আনোয়ার_কামাল



এতো ডাকাডাকি বিফল হলো

ক্লান্ত কবি ঘুমিয়ে গেল।



ঘুমহীনা দেবী নীরব যাতনায়

#তাহমিনা_শাম্মী



তোর নিত্য আসা যাওয়া

তোর পায়ে চলা পথ

আমায় কেবল উদাস করে দেয়

#তাহমিনা_শাম্মী



প্রানে প্রানে লেনাদেন হয় ,

প্রানে প্রানে যুদ্ধ ও হয় ।

লেনাদেনা ছাই হয় ব্যাক্তিত্বের সংঘাতে ।

#এম_এ_সায়েম



তোমার জন্য দুয়ার খোলা তুমি এসো

তোমার জন্য শেকল ছেড়া তুমি যেয়ো

তুমি সবেধন নীল মনি ।

#এম_এ_সায়েম



চোখ পড়ে থাকে পথে

মন পড়ে থাকে মনে



কিথা রয়েছে বাকি সংগোপনে ?

#এম_এ_সায়েম



আমি ব্যাকারণ জানি না

সহজ কথা সহজ করেই বলি

তবু ডিক্সনারি হয়ে উঠছি ক্রমশই

#Zoya_Ahamed



কালো চোখে কাজল পরা।

দুখিনীর বিলাস করা।



দুই-ই কি এক কথা!

#zoya_ahamed



আমি কবি মন-

কোনো বন্ধন হয়নি আমার ধারণ,

নিজেই নিজের একান্ত আপন ।

#Nadim_Mahmud



আলো আর আধাঁরের মাঝে নিজেকে করেছি সর্মপন ,

দুইয়ের মাঝেই আমার সরল বিচরণ ।

আমি হারিয়ে গেলে আলোতে বিপরীত করিবে স্মরণ ।

#Nadim_Mahmud

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালোই তো।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

আনোয়ার কামাল বলেছেন: আসুন, জাপানী হাইকু চর্চা না করে দেশী কাইকু চর্চা করি।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

 বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ভালোই তো। :)

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

আনোয়ার কামাল বলেছেন: আসুন, জাপানী হাইকু চর্চা না করে দেশী কাইকু চর্চা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.