নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

হুইসেলের আওয়াজ এখনো শুনতে পাই

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

আমারও কৈশোর যৌবন কেটেছে ছোট্ট এক শহরে
যেখানে আমার পায়ের চিহ্ন তোমার পায়ের চিহ্নে মিশে যায় ।
তুমি যেদিক দিয়ে হেঁটে গেছো আমি এখনো সে পথেই হাঁটি
তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে দেখতে আমি এখনো সেখানেই
দাঁড়িয়ে আছি । কিছুটা তোমার স্মৃতি হাতড়ে ফিরি ব্যর্থ ভাবনায় ।
ফেলে আসা দিনগুলো তাড়া করে ফিরে, মন যেতে চায় সেখানে ।
পারিনা ফিরে যেতে পারিনা চলে যেতে ।
কেবলই ব্যর্থ হানছানি, কেবলই ব্যর্থ কুয়াশা
ভেদ করে পথ বানানো ।
কুয়াশার জাল ছিড়ে কীভাবে যাবো ?
কেবল ঝাপসা ঘোলা সাদা সাদা গাদা গাদা আইসক্রিম
আমি খেতে খেতে এগিয়ে যাই ।
এখনো সে শহরে ইজ্ঞিনের হুইসেল বাজে
কারখানায় সিটি দিয়ে ঝাড় দিয়ে নিয়ে যায় বেবাক শ্রমিক
যেন গিলে খেতে চায়; কিন্তু পারে না ।
কু ঝিক ঝিক কু ঝিক ঝিক ঝমাঝম ঝমাঝম
চলছে সবই চলছে চলে যায় কেউ ফিরে দেখেনা
কেবল আমি দেখি এক আসে এক যায় আর জেগে থাকে
ছোট্ট শহর মানুষে গিজগিজে নীলফামারী জেলার সৈয়দপুর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.