নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

সাগরের জলরাশিতে ফেনিল উৎসব

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

পথের নিশানা নিয়ে পথ ভুলে কোথায় যাই। কে আমাকে পথহারা করে ফেলে, ভুল পথে দিকভ্রান্ত করে নিয়ে যায় অচীন বন্দরে। জনমানবহীন প্রেমহীন সাগর তীরে সমুদ্রের সুনীল ফেনা ছুয়ে যায় চেনা মুখ। বেজায় রকম শীতল করে, একটু শরীর জুড়ায়; আবার ভেসে যায়। এই আসে এই যায় সাগরের জলরাশি ফেনিল উৎসব, কোথা থেকে আসে কোথায় বা ফিরে যায়। ছোট ছোট বালুকারাশি হাজার মুখের প্রতিচ্ছবি এঁকে রাখে বিদীর্ণ বুকে। সুখ নিয়ে ধেয়ে আসে দুঃখ বিলি করে ফিরে যায় কেউ কেউ তার সাথী হয়। ভেসে যায় যায় ভেসে মাছের পিঠে চড়ে অচীন দেশে। মাছেরা তাদের নিয়ে মেতে ওঠে জেগে রাস উৎসব করে অমাবশ্যা অথবা পূর্ণিমা তিথীতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

অন্ধবিন্দু বলেছেন:
“ভেসে যায় যায় ভেসে মাছের পিঠে চড়ে অচীন দেশে।”

বাহ্ !

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

আনোয়ার কামাল বলেছেন: অন্ধবিন্দুকে ধন্যবাদ। মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.