নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় শহর

২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

আমার একটি প্রিয় শহর ছিলো, ছিল গোছগাছ করা পরিপাটি করা
একটি লেখার টেবিল, আমার ছিল রাতজাগা নিত্য সঙ্গী
আমার একটি প্রিয় শহর ছিলো, ছিলো একজন রাজনৈতিক কর্মী
ছায়ার মতো সে আমাকে অনুসরণ করতো, সে ছিল হৃদয়ের মতো বিশ্বস্ত
সারাক্ষণ লেপ্টে থাকতো আমার কাজের সাথে, কী দিন কী রাত!

যেখানে প্রতি সন্ধ্যায় সাঁঝ বাতি দেয়ার জন্য
একজন প্রস্তুত থাকতো, কান পেতে থাকতো
কখন আবার ভেসে আসবে জীবনের কোন আখ্যান
ছুটে যেতে হবে ফ্যাক্স বা টেলিগ্রাম অফিসে।

পুরো শহরকে শহরময় করে তুলে আনতো হাতের তালুতে
সন্ধ্যায় আমি বসে যেতাম সেই আসরে, আর চারপাশে বন্ধুরা
উত্তেজিত থাকতো এখনি পাঠাতে হবে সর্বশেষ ঘটনাটি।

আমার একটি প্রিয় শহর ছিল, নদী ছিল, পাখি ছিল, গাছ ছিল,
ট্রেনের হুইসেল ছিল, জেগে ওঠা পদ্মার চরে মানুষের কোলাহল ছিল
আর একজন ছিল বিশ্বস্ত রাজনৈতিক কর্মী;
এখন সবই আছে কেবল আমিই নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

তৌফিক চাকমা বলেছেন: বৈদ্যুতিক তার ছেড়ে ডানা ছড়িয়ে
ঘরে ফেরা দুঃখীসুখী কিছু কাক ছিল

ভালো লাগলো , ভালোবাসি এখনো শহরটাকে ।

২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৬

যুগল শব্দ বলেছেন:
স্মৃতির শহর! ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.