নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

টিকটিকি

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৯

আমি যে ঘরে বাস করি সেখানে আমার সাথে
বেশ কয়েকটি টিকটিকিও বাস করে
এদের মধ্যে সবচে বড়সড় যেটি
সে আমাকে দেখে তার লেজ নাড়িয়ে
আভিবাদন জানায়।

ও আমাকে গভীর রাত অবধি কবিতা লেখায় সঙ্গ দেয়
আমি সোহাগ করে ওর নাম রেখেছি রাত্রি—
ওর প্রতি আমার কেমন যেন একটা প্রেম জন্মেছে
আমি প্রায়ই ওদের একে অপরকে
আলিঙ্গন করতে, সঙ্গমে লিপ্ত হতে দেখি—
ওরা লেজ নেড়ে রাজকীয় সম্ভাসনে হেঁটে যায়
আমি মুগ্ধতায় আবিষ্ট হই, তন্ময়ে বিমোহিত হই।
বৃষ্টিমুখর একরাতে আমার ‘রাত্রি’কে এক সন্ত্রাসী
হঠাৎ তেড়ে এলো, জোর করে চুম্বনে ভরে দিল গাল
অনেকক্ষণ মল্লযুদ্ধ হলো যেন জোর করে প্রেমিকা বানানো
আমি পলকহীন দৃষ্টিতে দেখতে থাকলাম
এক সময় আমার ‘রাত্রি’র লেজ ধপাস করে
মেঝেতে লুটিয়ে পড়লো! ‘রাত্রি’ চিৎকার করে ডুকরে উঠলে
সন্ত্রাসী টিকটিকিটি ওকে ছেড়ে পালালো।

আমি ‘রাত্রি’র খসে পড়া লেজের দিকে তাকিয়ে থাকলাম
মনে হলো ‘রাত্রি’ বিবস্ত্র হয়েছে, তাই লজ্জায় সে দ্রুত পালালো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন
টিকটিকিটির লেজ আবার গজাবে চিন্তার কোন কারণ নাই
টিকটিকির দেহে প্রতিনিয়ত কোষ
পুনগঠিত হয় যা নতুন অঙ্গ গঠনে সহায়তা
করে। এদের দেহে এক অভিনব পদ্ধতিতে
হারানো লেজের জায়গায় এক নতুন
লেজ গজিয়ে ওঠে।
প্রথম ১০ দিন (নরম, সাদা চামড়া) দেখা
যায়। তারপর তরল পরিবহনের জন্য নার্ভ
সুষুম্না থেকে নরম পেশী এবং টিস্যু
সৃষ্টি হওয়া শুরু করে (দিন ১০-১৫) । পুনর্গঠন
শুরু হয় এবং ২০তম দিনে প্রায় দৃঢ় হয়ে যায়।

শুভেচ্ছা রইল

১০ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.