নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

যে যুবক একাত্তর দেখেনি

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

কারা যেন গতরাতে আমার কানের কাছে
চুপিসারে বলে গেল—
বিজয়ের মাসে একবার—
শুধু আর একবার জ্বলে ওঠো—
বিজয় নিশান তুলে ধরো।

বুকের ভেতর যে তাজা গ্রেনেড উসখুস করছে
তাকে সঠিক নিশানায় ছুড়ে দাও।

যে যুবক একাত্তর দেখেনি—
তাকে সঠিক পথের দিশা বলে দাও
তার এখন সামনে বাড়ার সময়
তার হাত তুলে দাও লাল-সবুজের পতাকা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

কলাবাগান১ বলেছেন: সঠিক নিশানা টাই তো বললেন না..অনেকের কাছে সঠিক নিশানা হল আবার গাড়ীতে পতাকা তোলা

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। বাংলার মাটিতে লাল সবুজের পতাকা চির উড্ডীন থাকবে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো....

বিজয়ের নিশান ছড়িয়ে দাও..

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

ঋতো আহমেদ বলেছেন: আমি যুদ্ধ দেখিনি
’৭১ এর অনেক পরে আমার জন্ম
প্রথম চোখ মেলে স্বাধীন বাংলাদেশকেই দেখেছি
বড়দের মুখে
শুনেছি মুক্তিযুদ্ধের গল্প
আর
যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে শিখেছি
জেনেছি ১৬-ই ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছিল
১৬-ই ডিসেম্বর বিজয়ের দিন
আর কোনো যুদ্ধ করতে হবে না আমাদের এর পর থেকে
আমরা স্বাধীন
আমাদের সকল দুঃখের অবসান ঘটেছে এই দিনে
এখন কেবল উন্নয়ন আর উন্নয়ন আর
সুখ ও শান্তির বসবাস

পরম্পরায় আমার ছেলেকেও তা জানিয়েছি ও শিখিয়েছি

অথচ আজ একটি প্রশ্ন আমাকে আশ্চর্য ভাবে বিব্রত করেছে
আমি কোনো সদুত্তর দিতে পারিনি

স্বাধীনতার ৪৭ বছর পর‌ও এই দেশে
কথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে মানুষের মতো দেখতে কিছু প্রাণী
যাদেরকে আমরা ভাই বলে জানি সন্তান বলে জানি
বন্ধু বলেও জানি—
তাহলে যুদ্ধের শেষ কোথায়
এইসব প্রাত‍্যহিক যুদ্ধের অপরাধী আসলে কে
কারা-ই-বা রাজাকার আল-বদর আল-শামস এইখানে

এদের‌ও কি ফাঁসি চাইতে হবে আমাদের !

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

কবীর হুমায়ূন বলেছেন: এ বন্যা-খরার দেশে প্রতিদিন যুদ্ধ চলে,
জীবনের সাথে, চেতনার সাথে
এ যুদ্ধের খেলা চিরন্তন-
নিরন্তর চলে যুদ্ধ...

ভালো লিখেছেন। শুভ কামনা।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


কবিতা ভালো লেগেছে

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

প্রিয়া ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.