নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অন্বেষক

আরব বেদুঈন

আমি তো শুধু প্রাচারক মাত্র

আরব বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

দানবীর ইমাম হাসান রাঃ

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২

রাসুলুল্লাহ (সঃ) এর প্রাণপ্রিয় নাতি হাসান (রাঃ) এর সাথে তার নানার চেহারার অনেক মিল ছিল। তাছাড়া নানার অনেক গুণও তার মাঝে প্রতিভাত হয়েছিল। এ সকল গুণের একটি ছিল তার উদারতা ও দাক্ষিণ্য। ইমাম আয যাহাবী সাই’দ ইবন আব্দিল আযীয থেকে বর্ণনা করেছেন, একবার হাসান (রাঃ) বসে থাকা অবস্থায় অদূরে বসা এক লোককে আল্লাহর কাছে দুয়া করতে শুনলেন তার দশ হাজার দিরহাম প্রয়োজন, আল্লাহ যেন তাকে অভাবমুক্ত করেন। হাসান (রাঃ) চুপচাপ বাড়িতে গিয়ে সেই লোকের জন্য গোপনে দশ হাজার দিরহাম পাঠিয়ে দিলেন। রাসুলুল্লাহ (সঃ) যথার্থই বলেছেনঃ আমার এ নাতি সায়্যিদ। তার বিস্ময়কর দানের অভ্যাসের আরেকটি ঘটনা।
হাসান (রাঃ) দিনের শেষ ভাগে মদীনার এক বাগানের পাশ দিয়ে হেটে যাবার সময় খুব বিস্ময়কর এক দৃশ্য প্রত্যক্ষ করলেন। এক কালো দাস বাগানের পাশে একটি রুটি নিয়ে বসে আছে আর তার সামনে একটি কুকুর। সে রুটি থেকে যতটুকু খাচ্ছে ঠিক ততটুকুই কুকুরটিকে দিচ্ছে। এর অর্থ সে অর্ধেক রুটি খাচ্ছে অথচ হতে পারে এটাই রাতের জন্য তার শেষ খাবার ছিল। কুকুরটি উচ্ছিষ্ট থেকে খাবার যোগাড় করে নিতে পারবে কিন্তু সে? হাসান (রাঃ) এ দৃশ্য দেখে অবাক হয়ে তাকে গিয়ে প্রশ্ন করলেনঃ কি কারণে তুমি একে রুটি দিচ্ছো? আর কেন সমান সমান, তাকে তো কম দিলেও পার?
সে জবাব দিলোঃ আমার চোখ কুকুরটির চোখের দিকে তাকালে লজ্জিত হবে যদি আমি এক্ষেত্রে তাকে ধোঁকা দেই। হাসান (রাঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কার গোলাম?
-‘আমি আবান ইবন উসমানের গোলাম।’
-‘আর এই বাগান?’
-‘এটাও আবানের।’
-‘দয়া করে আমি ফিরে না আসা পর্যন্ত একটু অপেক্ষা করো।’
তিনি দ্রুত মালিক আবানের কাছে গিয়ে সেই গোলাম ও মালিক দুটোই ক্রয় করে নিলেন। আল্লাহু আ’লাম কত বিশাল পরিমাণ অর্থ এর জন্য তাকে ব্যায় করতে হয়েছিল। উনি ফিরে এসে সেই গোলামকে বললেনঃ আমি তোমাকে খরিদ করেছি।
গোলামটি দাঁড়িয়ে বললঃ আনুগত্য আল্লাহর, তার রাসুলের (সঃ) এবং আপনার ইয়া সায়্যিদি।
হাসান (রাঃ) এবার বললেনঃ আমি এই বাগানটিও কিনে নিয়েছি। আমি আল্লাহর খাতিরে (ফি সাবিলিল্লাহ) তোমাকে মুক্ত করে দিলাম আর এই বাগান থাকলো আমার পক্ষ থেকে তোমাকে উপহার।
গোলামটি বললঃ ইয়া সায়্যিদি, যার খাতিরে আপনি আমাকে মুক্ত করে দিলেন আমিও তার খাতিরে এ বাগানটি সাদাকা করে দিলাম।
Reference:
- Al Bidaya wan Nihaya by Hafidh ibn Kathir ad dimashqi
- Al Hasan Ibn A’li: His Life and Times by Dr. Ali M. Sallabi. Pages: 229-230
- Stories from Islamic History by Sayyed Abul Hasan Ali Nadwi. Pages: 52

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১

কানিজ রিনা বলেছেন: আহলেবায়াত উনাদের শিক্ষায় আমরা কি শিক্ষিত হতে
পেরেছি? সারা দুনিয়া খুজলেও এমন উদারতা আর
পাওয়া যাবে? ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কানিজ রিনা বলেছেন: আহলেবায়াত উনাদের শিক্ষায় আমরা কি শিক্ষিত হতে
পেরেছি? সারা দুনিয়া খুজলেও এমন উদারতা আর
পাওয়া যাবে? ধন্যবাদ

+++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.