নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য অন্বেষক

আরব বেদুঈন

আমি তো শুধু প্রাচারক মাত্র

আরব বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

সংস্কারের নামে ১০ হারাম কাজ হয়ে গেল হালাল একেই বলে আধুনিক সৌদি আরব?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪






একেই বলে আধুনিক সৌদি আরব। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কারে এ বছর অন্তত ১০টি বিষয় হারাম থেকে পরিণত হয়েছে হালালে। ৩৫ বছর পর সিনেমা হারাম থেকে হালাল হয়ে যাওয়ার পর পশ্চিমা চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে শুরু করে অভিনেতা ও অভিনেত্রীরা ছুটছেন রিয়াদে। বিনিয়োগ হচ্ছে বিলিয়ন ডলারের। তার আগে সৌদি আরব কোনো চলচ্চিত্র একাডেমি করে চলচ্চিত্র নির্মাণ বা প্রশিক্ষণের কোনো প্রয়োজন মনে করেনি।

ফলে পশ্চিমা অপসংস্কৃতির জোয়ারে সৌদি সংস্কৃতি ভেসে যাওয়ার উপক্রম হয়েছে কয়েক বছরের মধ্যেই। ভিশন ২০৩০ এর অংশ হিসেবেই এ সংস্কারে সৌদি আরব কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনি পুরোপুরি ঠাহর করা যাচ্ছে না।

প্রথমেই সংস্কারের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এখন সৌদি নারীরা মোটর সাইকেল এমনকি ট্রাকও চালাতে পারবেন। এতদিন সৌদি ধর্মীয় নেতারা বয়ান করতেন নারীরা পুরুষের চেয়ে মস্তিষ্ক শক্তি এক তৃতীয়াংশ ধারণ করে বলে তারা গাড়ি চালাতে পারে না। এমনও বলেছেন নারীরা গাড়ি চালালে জরায়ুর ওপর চাপ পড়ে তাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। সেই ধর্মীয় নেতারা এখন বেমালুম চুপ হয়ে গেছেন। অথচ এর আগে গাড়ি চালানোর দায়ে অনেক সৌদি নারীকে গ্রেফতার করে কম হেনস্তা করা হয়নি।

সৌদি সঙ্গীত জগতে পশ্চিমা কনসার্ট ও পপ সঙ্গীতের জোয়ার বইতে শুরু করেছে। এসেছেন ইয়ানি, নেলির মত সব বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। পাইপ লাইনে আরো যারা আসবেন তাদের কনসার্টে উপচে পড়া সৌদি নারী পুরুষ দর্শকদের তালমাতাল উচ্ছাস দেশটির সংস্কৃতি কোনদিকে পৌঁছাবে বলা মুস্কিল। যদিও সৌদি ধর্মীয় নেতাদের মত গান বাজনা হারাম, এমন অন্য দেশের আলেমরা বয়ান করতেন তারা ঠিক বুঝে উঠতে পারছেন না তারা এখন কোন মুখে কি বলবেন।

মার্কিন পপ সঙ্গীত ভিত্তিক যত আয়োজনের তোড়জোড় চলছে সৌদি আরব জুড়ে। এবছরের শুরুতেই ফেব্রুয়ারিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পপ সঙ্গীত সম্মেলন ‘কমিক কন’ অনুষ্ঠিত হয়ে গেল যেখানে পপ আর্ট, ভিডিও গেমিং, চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ইভেন্টে আন্তর্জাতিক কলাকুশলীরা অংশ নেন। যেখানে সৌদি আরবের মত দেশে চলচ্চিত্র দেখার মত বিষয় কল্পনাতেও স্থির ছিল না।

সৌদি সংস্কৃতিকে ধারণ করেই কোনো চলচ্চিত্র বা পশ্চিমা হলিউড বা অস্কারের কোনো বিকল্প পথে সৌদি আরব কোনো বিনিয়োগের প্রয়োজন পর্যন্তটুকু অনুধাবন না করে এ খাতে ছেড়ে দিচ্ছে পশ্চিমা বিনিয়োগকারীদের হাতে। যেখানে নারী ও পুরুষের পৃথক বিনোদন ছিল সিদ্ধ সেখানে সিনেমাহলগুলোতে একসঙ্গে নারী ও পুরুষের অবাধ মেলামেশা ও দর্শক হয়ে চলচ্চিত্র উপভোগের ব্যবস্থা হারাম থেকে হালাল হয়ে গেছে। রেস্টুরেন্টে পর্যন্ত সৌদি নারী ও পুরুষদের পৃথক বসার ব্যবস্থা অবশ্য এখনো চালু আছে।

প্রথমবারের মত স্টেডিয়ামের গ্যালারিতে নারী ও পুরুষ আগামী বছর একসঙ্গে খেলা দেখতে পারবেন। বিশ্বে সবচেয়ে বেশি রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি সমাজে এখনো নারীরা প্রকাশ্যে খেলাধুলায় অংশ নিতে পারে না।

আরেক সংস্কারের অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে বিনোদন শহর। রিয়াদের বাইরে ৩৩৪ বর্গকিলোমিটার আয়তনের এ বিনোদন কেন্দ্রে থাকছে সাফারি পার্ক, খেলাধুলার ব্যবস্থা, থিম পার্ক ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা। পুরো পশ্চিমা ধাঁচেই এসব বিনোদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এর বাইরে ৬টি মার্কিন ডেভলপার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে একাধিক থিম পার্ক সারা সৌদি আরবে নির্মাণের জন্যে।

সৌদি আরবে মিউজিক কনসার্ট এখন উপভোগের বিষয়। আরব দেশ ও আন্তর্জাতিক পপ সঙ্গীত শিল্পীরা একদিকে আসছেন, শো করছেন, উপচে পড়া দর্শক দেখে বিস্ময় বোধ করছেন, আরেকদিকে বিমান থেকে নামছেন আরেক দল পপ তারকা। ইয়েমেনের পপ তারকা সৌদি মাত করার পর গত সপ্তাহে আসেন লেবাননের পপ তারকা হিবা তাওয়াজি। এমনিতেই সৌদি নাগরিকরা বাহরাইন ও দুবাইতে যেয়ে পশ্চিমা ধাঁচের চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভোগ বিলাসে মত্ত হয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচের খ্যাতি আছে।

এধরনের খ্যাতি অর্জন সৌদি শেখরা ভারত থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতেও যেয়ে করেছেন। পাকিস্তানে হুবারা পাখি একমাত্র শিকার করেন আরব শেখরা। দিন কয়েক আগেই কয়েক’শ উটের বহর পৌঁছে গেছে হুবারা পাখি শিকারে পাকিস্তানে। ভারতে এসে অল্পবয়স্কা গরীব মেয়েদের বিয়ে করে ভোগের পর পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ইতিহাস দীর্ঘ। কাজের মেয়েদের সঙ্গে যৌন নির্যাতনের ধকল সইতে না পেরে নেপাল, থাইল্যান্ড সহ একাধিক দেশ সৌদি আরবে নারী গৃহ শ্রমিক পাঠানো বন্ধ ঘোষণা করেছে বহু আগেই।

ক্রাউন প্রিন্স বিন সালমান বলছেন এধরনের ফুর্তি যা করার সে পরিবেশ সৌদি আরবেই তৈরি করতে যাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে অপচয় না হয়ে দেশটিতেই খরচ হয়। উৎপাদনশীল অর্থনীতি, উদ্যোক্তা বিকাশের বাইরে পুঁজি ও মেধা থাকা সত্ত্বেও সৌদিরা তা পশ্চিমাদের হাতে তুলে দিয়ে ভোগের চোরাবালিতে নিমজ্জিত হচ্ছে।

প্রথমবারের মত সিনেমা শুধু জায়েজ করা হয়নি আগামী বছর থেকে লাইসেন্ট দেওয়া হচ্ছে সিনেমা হল চালু করার জন্যে। প্রথমেই মার্কিন চলচ্চিত্র প্রতিষ্ঠান এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিং’এর সঙ্গে চুক্তি করেছেন সৌদি কর্তৃপক্ষ দেশটিতে সিনেমা প্রদর্শনের জন্যে। এ মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বে অন্তত ১ হাজার চলচ্চিত্র পরিবেশন করে।

বিদেশি পর্যটকদের জন্যে ভিসা সহজ করে দিয়েছে সৌদি আরব। তারা সৌদি আরবে এসে খুব সহজেই বিনোদন কেন্দ্রে, থিম পার্কে, সিনেমা দেখতে, কনসার্টে যেতে, ওয়াটার পার্কে ফুর্তি করতে পারবেন। সেদিন বেশি দূরে নয় পশ্চিমা ধাঁচে স্বল্পবসনায় বিশ্বসুন্দরীদের আসর কিংবা দুবাইয়ের মত সাগর সৈকতে ললনাদের খুল্লামখুল্লা মার্ক ছবি দেখা যাবে মিডিয়ার পাতায়। কোনো বিদেশি পর্যটক আগে এসে দুই সপ্তাহের ভিসা পেতেন। তাও ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে। এখন অবশ্য পবিত্র কাবা ঘরের পাশেই ইহুদি পর্যটকের সেলফি ভাইরাল হয়ে যাওয়ার পর এধরনের ছবি তোলায় বিধি নিষেধের কথা বলা হচ্ছে।

সৌদি সৈকতে কি বিকিনিও হালাল হতে যাচ্ছে। পরিকল্পনা নেওয়া হয়েছে সৌদি সৈকতগুলোতে বিচ রিসোর্টগুলোকে ঢেলে সাজানোর। আন্তর্জাতিকিকরণ ও আধুনিক করার নামেই এসব প্রকল্প বাস্তবায়ন চলছে। বলা হচ্ছে এসব সৈকতে বিকিনি পড়ে ঘুড়ে বেড়ানো বা পানশালা যাই হোক না কেন তা অনায়াসে টেক্কা দেবে আন্তর্জাতিক বিনোদন কেন্দ্রের যে কোনোটিকে। শিথিল করা হচ্ছে নারীর পোশাকেও। এখনো অবশ্য হিজাব পড়ে চলাফেরার বিধি রয়েছে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গৃহীত দি রেড সি প্রজেক্টে তা বিকিনিতে গিয়ে ঠেকলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

এবারই প্রথম সৌদি নারী পুরুষ গান গেয়ে রাজপথে বিজয় দিবস উদযাপন করেছেন। রিয়াদে সেদিন স্টেডিয়ামের গ্যালারিতে প্রথমবারের মত সৌদি নারীদের দেখা গেছে। খুব বেশি হলে সৌদি নারীরা আগে ফুটবল খেলা দেখতে শুধুমাত্র নারীদের জন্যে সংরক্ষিত আসনেই বসতে পারতেন। তারা এখন অনায়াসে সিনেমা হলে, কনসার্টে অবাধে বসতে পারছেন।

ইয়োগা হালাল হয়ে গেছে সৌদি সংস্কৃতিতে। রীতিমত দাফতরিক ডিক্রি জারি করে ইয়োগা প্রশিক্ষণের দিক নির্দেশনা জারি করা হয়েছে। লাইসেন্স দেওয়া হচ্ছে ইয়োগা সেন্টার স্থাপনে। তবে এসব সংস্কার নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করলে তাদের গ্রেফতার হতে হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ এধরনের আটকের নিন্দা জানিয়ে দীর্ঘদিন ধরে দেশটিতে বাকস্বাধীনতার দাবি করে আসছে।

এবিষয়ে কোনো সংস্কারের কোনো ইচ্ছা বিন সালমানের দেখা যাচ্ছে না। বরং পুরো বিশ্ব যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় ফুঁসে উঠেছে তখন সৌদি রয়াল কোর্ট ডিক্রি জারি করে বলেছে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভ যেন দেশটির মাটিতে না হয়।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একসাথে এতকিছু! আল্লাহ তাদের সুবুদ্ধি দিক।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



সবকিছু পরিবর্তনশীল; কোন ধর্মই শুরুতে যা ছিল, আজকে তা নেই

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মুচি বলেছেন: চাঁদগাজী ভাই, কোন ধর্মেই শুরুতে যা ছিল তা আজকে নেই। সেগুলো ইসলাম না। ইসলামের সাথে আপনি ওগুলোকে গুলিয়ে ফেললে তো হবে না।

@আরব বেদুইন ভাই, সৌদি আরব জাহান্নামে গেলেই বা আমাদের কি? আমরা কেমন আছি ঐটা বিবেচ্য। রাসুল (সা) আসার পূর্বে আরবে অন্ধকার যুগ ছিল। সৌদরা আরব দখল করে সৌদি আরব বানিয়ে নিজেরা ভোগ-বিলাসে মেতে উঠেছে। ওদের চেয়ে মনে হয় আমরা বেটার মুসলিম।

নিজেরা ভালো থাকি। শুধু আল্লাহর ঘর আর রাসুল(স) এর রওজায় যেন নির্বিঘ্নে অন্তত একবার ঘুরে আসতে পারি।

ভালো থাকবেন।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

অনুপ কুমার বলেছেন: বিশ্ব জরিপে "পর্ণ ছবি" ডাউনলোডে ছুদি (সৌদি) আরব এগিয়ে........... এক সময় থাইল্যানড সেক্স ব্যবসা করে অর্থনৈতিক সম্মৃদি অর্জন করেছিল........... কিছুদিন পর অর্থনৈতিক আয় বাড়ানোর জন্য এ ছুদি আরবেও সেক্স ব্যবসা কে হালাল করবে :)

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

মরুচারী বেদুঈন বলেছেন: জেরুজালেম আর মদিনা সম্পর্কে বলা হাদিস গুলা সত্য হতে চলেছে। :)

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অনুপ কুমার বলেছেন: া

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো পোস্ট। বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স আর ট্রাম্পের মধ্যে কোন পার্থক্য নাই। প্রকৃতপক্ষে ট্রাম্প যা বলছে সৌদি আরব তাই করছে। তবে 1400 বছর আগেও কিন্তু সৌদি নারীরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত। নারীদের দেহ ব্যাবসা, দাসী বানানো সবই সৌদি আরবের পূর্বের সংস্কৃতি। সৌদিরা আগেও বর্বর ছিল এখনো বর্বরতা দেখাচ্ছে। মুসলিম বিশ্বের নেতা থাকায় এত দিন রাখঢাক করে চলত। এখন তাদের কেউ মানেনা সুতরাং তাদের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: সৌদি একটা অসব্য দেশ। অতি বর্বর।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

নতুন বলেছেন: গাড়ী চালানো হারাম কে হালাল করেছে এটা আপনার খারাপ লেগেছে?

ইউোগা হারাম? বাড়ীতে ইওগা করলে সমস্যা কি???

এতো বাছাবাছি করলে এই জামানায় কিভাবে মানুষ বেচে থাকবে?

ইন্টারনেট হালাল হইলো কোন ফতোয়ায়?

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


মুচি বলেছেন, " চাঁদগাজী ভাই, কোন ধর্মেই শুরুতে যা ছিল তা আজকে নেই। সেগুলো ইসলাম না। "

-সব ধর্মের লোকেরা একই দাবী করে আসছেন

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
সৌদিতে ১০টি বিষয় হারাম থেকে পরিণত হয়েছে হালালে।
কেন?

আগে সৌদিতে অপকর্ম হয়নি?
বাংলাদেশী নারী গৃহকর্মিদের উপর পালা ক্রমে বাপে-পুতে ... ... সেসব কি হালাল ছিল?
চুক্তি ভংগ করে ... শেষ ৩ মাসের বেতন আত্নসাত হালাল ছিল?

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চিন্তার কোন কারণ নেই, হলিউড আর বলিউডের ছিনেমাগুলো সৌদে প্রবেশ করে হালাল ছিনেমা হয়ে যাবে।

এতোদিন ধরে সৌদি শেখেরা হজ্জের রেমিটেন্স দিয়ে বিদেশে গিয়ে যে বিলাশিতা করত তা এখন দেশেই করতে পারবে। ফলে মুদ্রা সাশ্রয় হবে।

এই বাইন চৌদির খপ্পর থেকে পবিত্র কাবা ঘর ও মদিনা উদ্দার করা দরকার। দালাদের আধীনে হজ্জ করা যায়েজ হবেনা। কষ্টের টাকায় যারা হজ্জ করতে যাবেন তারা সব কিছু যেন ভেবে শুনে যায়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

শামচুল হক বলেছেন: দেখাযাক সৌদি কোন দিকে যায়।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

মুচি বলেছেন: @চাঁদগাজী, আপনার জ্ঞাতার্থে বলছি, ইসলামের আচারেও পরিবর্তন এসেছে। আদমে (আ) এর ধর্মও ইসলাম ছিল, যেমন ছিল নুহ (আ), মুসা (আ), ঈসা (আ) সহ লক্ষাধিক নবী ও রাসূলের ধর্মও ইসলাম। মুহাম্মাদ (সা) এর মাধ্যমে ইসলামে পূর্ণতা এসেছে। সবাই কি বলে, ঐদিকে নজর না দিয়ে ভাই নিজের দিকে নজর দেন।

আমি ভাই খুব বেশি জানি না। তারপরও বলব, বেশিরভাগ মুসলিম নামধারী মূর্খরা নিজেদের আজাইরা কথা ও কাজের মাধ্যমে আপনার ও অন্যদের মাঝে বিতর্কের সুযোগ করে দিচ্ছে।

দয়া করে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবেন না। ইসলাম মানেই আই এস এস না, ইসলাম মানেই সৌদি না। ইসলাম অনেক বৃহত্তর।

ভালো থাকবেন।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পতনের শুরু...আবার বলা যায়না আরেকটা বিপ্লব হয়ে ইরানের মত ইউ টার্ন-ও দিতে পারে। আরো সময় যাক...

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: প্রকাশ্যে অপকর্ম হওয়া আর গোপনে অপকর্ম হওয়ার মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে। প্রকাশ্যে অপকর্মের বৈধতা হওয়া মানে সেই অপকর্মকে সঠিক জ্ঞান করা। হ্যা, সৌদিতে ইমিগ্রান্ট নারীদের বহু নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু তা সৌদি নারীদের জন্যে প্রযোজ্য নয়।

আমার মনে হয় না সৌদি জনতা এইসব অপকর্মকে মেনে নেবে।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সৌদিরা কোনোরকম নৈতিকতাহীন এবং মানবিকতাহীন একটি চরম হিপোক্রেট জাতি | এরা যদি সাম্প্রতিককালের এই সকল পরিবর্তর্নের মাধ্যমে কিছুটা মানুষ হয় তবে তা সারা বিশ্বের জন্যই মঙ্গলজনক | বর্তমান সৌদি স্বৈরশাসকরা যে সকল সামাজিক পরিবর্তন করার কথা বলছে আশা করি তা লোকদেখানো বা ক্ষমতায় টিকে থাকার জন্য করছে না | আশা করি তারা এটা জনগণের মঙ্গলের জন্যই করছে যাতে সৌদি জনগণ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এবং তাদের মধ্যে নূন্যতম মনুষত্ত্ব জাগ্রত হতে পারে |

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আরব বেদুঈন বলেছেন: আপনি যে আধুনিকতার কথা বলছেন সেটাই অন্ধকার।কারণ এই অধুনিক যুগই হলো সেই যুগ যে যুগ যেখানে সেই প্রাচীন জাহেলী যুগের মতো একটু অপগ্রেড হয়ে পেটের মধ্যেকার শিশুকে হত্যা করাকে উৎসাহিত করা হয়!!!দেখুন আমাদের আধুনিকা! এই আধুনিকতা দেখে কুকুর লজ্জা পাই।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখন পাপের সাগরে ডুবে যাওয়া সহজ হবে।

আল্লাহ সবাই হেদায়েত করুন।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। সাধাসিধা মানুষদের ধর্মের দোহাই দিয়ে এককালে সৌদি চরমপন্থী বানিয়েছিলো মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব বজায় রাখতে। সৌদিরা ভালো হতে চাচ্ছে এখন। কিন্তু তাদের পাপ অর্থাৎ আপনারা আপনাদের মতেই পড়ে আছেন।




একটু আধটু গানটান শুনুন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

আরব বেদুঈন বলেছেন: ধর্মের দোহাই?এই সত্য এসেছে স্রষ্টার কাছ থেকে আর একদিন অবশ্যই এই সত্যের পর্দা উন্মোচিত হবে।বেয়াদব।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

তারেক ফাহিম বলেছেন: পবিত্র কোরআন শরিফ যখন পুরাতন হয় কিংবা পড়ার অনুপোযোগী হয় আমরা দেখছি উহাকে আমরা সযত্নে আলাদা করে রেখে দিতে।

যুগের সাথে তাল মিলিয়ে সৌদি দিন দিন বর্বর হচ্ছে।

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

জ্ঞান ক্ষুধা বলেছেন: সৌদি তার বহু পুরনো চেহারায় ফিরে যাচ্ছে। তবে এই চেহারা বেশিদিন থাকবে বলে মনে হয়না.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.