নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক, দুই, তিন, চার............ গুনতে থাকেন!

এখানে হাত পাকাচ্ছি :)

গোঁফওয়ালা

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর গ্রাফিক্স নিয়ে কাজ করতে। লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি। ফেসবুক : facebook.com/Arefins.bd

গোঁফওয়ালা › বিস্তারিত পোস্টঃ

স্কুল পালিয়ে যেখানে

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

আব্বাসের চায়ের দোকানে

সে যে এক শ্রান্ত দুপুর

ক্লান্ত শ্রমিকের বিশ্রামখানা

ধূলো উড়াউড়ি সে-পথের বাকে,

স্কুল পালানো ছেলেরা দেয় আড্ডা।



পিছনে ফিরে তাকিয়ে দেখো

আছে এক জলাশয়, আর এক ভাঙা নৌকা

তার ঠিক এ পাশে

যেখানে আছে সারি সারি

রোদ পোহানো ছাতা

সেখানে বসে লেখা,

আমার এ কবিতা।



জানিয়ে রাখি-

এখানে আছে হৃদয় জুড়ানো মৃদু বাতাস

লতা, গুল্ম আর নাম না জানা গাছের সারি

দুপরের তপ্ত রোদে যারা,

সূর্যের সাথে খেলে যায় অবিরাম লুকোচুরি-

সে খেলায় তোমায় জানাই আজ স্বাগতম।



চোখ মেলে দেখো তুমি আরেকটু দূরে

পাবে নিঃসঙ্গ এক চিল

আজ তারি ডানায় ভাসিয়ে,

তোমায় দেখাবো সার বাধা

রুপালী ঝিল।



সে ঝিলে ছোট্ট মাছেরা ভেসে ভেসে

খেলে যায় কত খেলা,

পাশে তার কচি ঘাসে

চুপটি করে বসে

ঘাস-ফড়িঙের মেলা।



এমনি এক ধরণী তলে,

খুনসুটি- গান আর আড্ডায়

কেটে যায় আমাদের

স্কুল পালানো-

দুপুর বেলা।



(২০০৯ সালের কোন একদিন লেখা, এখন কিছুটা মডিফাইড করা হয়েছে)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

বোকামন বলেছেন:
হৃদয় জুড়ানো মৃদু বাতাস
পাশে তার কচি ঘাসে

খুনসুটি- গান আর আড্ডায়


আহা ! কী সুন্দর কবিতা ! সতেজ অনুভূতি পেলাম কবিতাপাঠে
অনেক ভালোলাগা রইলো :-)

শুভেচ্ছা।।

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ বোকামন।
ভালো থাকবেন।

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

গগণজয় বলেছেন: ভালো হয়সে।

২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

গোঁফওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.